আন্তর্জাতিক ফ্লাইট
ঘন কুয়াশায় ঢাকার বদলে আন্তর্জাতিক ফ্লাইট নামল সিলেটে
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ইউএস বাংলার এই ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর ৫০ মিনিট পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার দিকে যাত্রা করে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
ইউএস বাংলা এয়ারলাইন্সের ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক রাগীব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। তিন ঘণ্টা পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার দিকে যাত্রা করে।
এর আগে ২ জানুয়ারি একই কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে পাঁচটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছিল।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
ওই দিন রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। পরে ৩ জানুয়ারি সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ আটকা পড়েছিল।
পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেগুলোও ঢাকা অভিমুখে রওনা দেয়।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
৯ মাস আগে
ঘন কুয়াশায় ঢাকার দুটি ফ্লাইট নামল সিলেটে
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।
এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো ঢাকায় ফিরে যায়।
ইউএস-বাংলা’র সিলেটের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমাদের দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে উড়াল দেয়।
আরও পড়ুন: আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
সাড়ে ৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
১ বছর আগে
দুই বছর পর আন্তর্জাতিক ফ্লাইট চালু ভারতের
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধের পর রবিবার থেকে পূর্ণ ধারণক্ষমতা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ভারত।
ভারতীয় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতে জানায়, ‘ছয়টি ভারতীয় বিমান সংস্থা ও ৬০টি বিদেশি বিমান সংস্থা আজ (রবিবার) থেকে ৬৩টি দেশের সঙ্গে ভারতের যোগাযোগ শুরু করবে।’
দেশটির এক সিনিয়র এভিয়েশন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বিমানবন্দর ও ফ্লাইটে করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি যেমন সামাজিক দূরত্বের জন্য মাঝখানের আসন খালি রাখা শিথিল করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু
এর আগে চলতি মাসের শুরুতে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরকারের এ সিদ্ধান্তের কথা টুইটারে জানান।
করোনার কারণে ভারতজুড়ে লকডাউন দেয়া হলে ২০২০ সালের মার্চ মাসে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল। তবে ওই বছরের অক্টোবর থেকে পর্যটক ছাড়া সকল বিদেশি নাগরিককে ‘বাবল ব্যবস্থার’ আওতায় দেশটিতে প্রবেশের অনুমতি দেয় সরকার।
আরও পড়ুন: ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৮, আহত ২০
২ বছর আগে
বিমানের কুয়েত ফ্লাইট পুনরায় চালু হবে ৪ আগস্ট
ঢাকা-কুয়েত-ঢাকা রুটে আগামী ৪ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৪ বছর আগে
কোভিড-১৯: আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে বেবিচক
কোভিড-১৯ কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
৪ বছর আগে
জুনের ৩য় সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চালু
করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক রুটের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৪ বছর আগে
করোনাভাইরাস: ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক ফ্লাইট
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
৪ বছর আগে
ঘন কুয়াশা: ঢাকায় আজও বিমান চলাচলে বিঘ্ন
ঘন কুয়াশায় কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।
৪ বছর আগে