করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধের পর রবিবার থেকে পূর্ণ ধারণক্ষমতা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ভারত।
ভারতীয় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতে জানায়, ‘ছয়টি ভারতীয় বিমান সংস্থা ও ৬০টি বিদেশি বিমান সংস্থা আজ (রবিবার) থেকে ৬৩টি দেশের সঙ্গে ভারতের যোগাযোগ শুরু করবে।’
দেশটির এক সিনিয়র এভিয়েশন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বিমানবন্দর ও ফ্লাইটে করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি যেমন সামাজিক দূরত্বের জন্য মাঝখানের আসন খালি রাখা শিথিল করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু
এর আগে চলতি মাসের শুরুতে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরকারের এ সিদ্ধান্তের কথা টুইটারে জানান।
করোনার কারণে ভারতজুড়ে লকডাউন দেয়া হলে ২০২০ সালের মার্চ মাসে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল। তবে ওই বছরের অক্টোবর থেকে পর্যটক ছাড়া সকল বিদেশি নাগরিককে ‘বাবল ব্যবস্থার’ আওতায় দেশটিতে প্রবেশের অনুমতি দেয় সরকার।