কোভিড-১৯ কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
পরবর্তী নির্দশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার বেবিচকের ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হয়েছে।
তবে, নিষেধাজ্ঞা দেশের তালিকা থেকে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্কের নাম বাদ দেয়া হয়েছে। অর্থাৎ এ তিন দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে।
কোভিড-১৯ মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় ধরে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর গত ১৬ জুন থেকে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল শুরু হয়।