বিরাট কোহলি
ঈশান কিশাণের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে ভারতের সংগ্রহ ৪০৯ রান
ভারতীয় বাঁ-হাতি ব্যাটার ঈশান কিশাণ চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলির সঙ্গে তিনি ২৯০ রানের এক দুর্দান্ত পার্টনারশিপ গড়েন এবং ব্যক্তিগত ২১০ রানে আউট হন।
তার রেকর্ডভাঙা এই সেঞ্চুরির ফলে আজকের ম্যাচে ভারত ৪০৯ রানের এক বিশাল সংগ্রহ করে।
ঢাকায় আগের ম্যাচে রোহিত শর্মা চোট পাওয়ায়, আজকের ম্যাচের একাদশে শর্মার বদলে ঈশানকে নেয়া হয়।
শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস ওপেন করেন ২৪ বছর বয়সী ঈশান। তবে, শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে সাঁজঘরে ফেরেন ঈশান।
বাংলাদেশ বনাম ভারতের ওয়ানডে খেলায় লিটন দাস ও তামিম ইকবালের ২৯২ রানের দানবীয় জুটির পর এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে ৩য় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঈশান ও বিরাটের ২৯০ রানের জুটি ২০১৭ সালে কিম্বার্লিতে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের মধ্যে ২৮২ রানের পার্টনারশিপকে টপকে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ ওয়ানডে জুটি।
শিখর আউট হওয়ার পর ঈশান ১৩১ বলে ২১০ রান করেন। যার মধ্যে ২৪টি চার এবং ১০টি ছক্কা ছিল।
তিনি ৪৯ বলে একটি ফিফটি এবং ৮৫ বলে একটি সেঞ্চুরি (১৪ চার ও ২ ছক্কা) করেন।
ঈশানের আউটের পর বিরাটও ওয়ানডেতে তার ৪৪তম সেঞ্চুরি করেন।
শেষ পর্যন্ত, ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান করে।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন: টাইগারদের লক্ষ্য ভারতকে ক্লিন সুইপ করা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে: সাকিবের স্পিন দক্ষতায় ১৮৬ রানে অল-আউট ভারত
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের স্পিন দক্ষতায় ১৮৬ রানে ভারত অল-আউট হয়েছে।
মিরপুরের মাঠে অলরাউন্ডার সাকিব আল হাসানের পাঁচ উইকেট ভারতীয় দলকে নাস্তানাবুদ করে। ওয়ানডেতে সাকিবের এটি চতুর্থবার পাঁচ উইকেট শিকার।
সাকিব তার প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট নেন। এরপর থেকে সাকিবের আক্রমণ চলতেই থাকে। সপ্তম ওভারে তিনি আবারও দু’টি উইকেট নেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাকিবের বলে বাকি যে তিনটি উইকেটের পতন হয়- ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহার। মাত্র ছয় ওভার ৪ বলেই তিনি এই কৃতিত্ব দেখান।
এর আগে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি ও আফগানিস্তানের বিপক্ষে একটি পাঁচটি করে উইকেট নেন।
ভারতীয় ব্যাটারদের সাকিবের স্পিন দক্ষতায় বেশ কঠিন সময় পাড় করতে হয়েছে। অন্যদিকে এবাদত হোসেন চারটি উইকেট নিয়েছেন। আর একটি উইকেট নেন মেরাজ।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন
এশিয়া কাপ ২০২২: পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত
দুবাইয়ে এশিয়া কাপের টান টান উত্তেজনার ম্যাচে রবিবার পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। ১৯.৫ ওভারে ১৪৭ রান করে অলআউট হয় পাকিস্তান দল।
পাকিস্তান ও ভারত টি২০ দল এর মধ্য দিয়ে দশম বারের মতো একে অপরের বিরুদ্ধে খেলছে। এরমধ্যে ভারত ছয়টিতে জয় পেয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে টি২০ খেলায় সর্বোচ্চ জয় পেয়েছিল ভারত। মাত্র পাঁচ রানের ব্যবধানে পাকিস্তান হেরেছিল।
বছরের পর বছর পাকিস্তান টি২০ দলে সম্পৃক্ত এবং ভারতও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইপিএল কাঠামোয় এসেছে। আইপিএল প্রতিবছর ভারতের জন্য নতুন প্রতিভাবানদের খুঁজে নেয় যখন পাকিস্তানও পিএসএল থেকে একইরকম সুবিধা নিয়ে আসছিল।
পড়ুন: এশিয়া কাপ: ১৪৮ রানের টার্গেট দিল পাকিস্তান
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক) ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনেওয়াজ ধনি।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক(উইকেট রক্ষক), হার্দি ক পান্ডে, রবীন্দ্র যাদেজা, ভুবেনশ্বর কুমার, অভিষ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ
ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হারের একদিন পর ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। শনিবার সন্ধ্যায় ৩৩ বছর বয়সী এই ক্যারিশম্যাটিক ক্রিকেটার ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে তার এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি তার পোস্টে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী এবং তার পূর্বসূরি এমএস ধোনিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘দলকে সঠিক দিকে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবিচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। সর্বোচ্চ সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। সবকিছুকেই কোনও না কোনও সময় থামতে হয়। আমার কাছে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সময় এসে গেছে।’
দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বিরাট বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে আমাকে দেশের হয়ে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের,যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তা পূরণের সঙ্গী হয়েছেন। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েননি।আপনারা এই যাত্রাকে এতটা সুন্দর ও স্মরণীয় করে তুলেছেন।’
এই পোস্টের পর বিসিসিআই এর পক্ষ থেকে দেয়া এক টুইট বার্তায়, বিরাট কোহলিকে তার ‘প্রশংসনীয় নেতৃত্বের গুণাবলীর’ জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ছাড়ছেন বোলিং কোচ ওটিস গিবসন
এক টুইটে বোর্ড লিখেছে, ‘#টিমইন্ডিয়া অধিনায়ককে বিসিসিআই এর পক্ষ থেকে ধন্যবাদ। @আইএমভিকোহলি তার প্রশংসনীয় নেতৃত্বের গুণাবলীর জন্য যা আমাদের টেস্ট দলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি ৬৮টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ৪০টি জয়ের মধ্য দিয়ে নিজেকে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে প্রমাণ করেছেন।’
গত বছরের ডিসেম্বরে সাদা বলের অধিনায়ক হিসেবে কোহলির স্থলাভিষিক্ত হন ব্যাটসম্যান রোহিত শর্মা। মাত্র এক মাস আগে কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন, এরপর ওয়ানডের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় বোর্ড।
ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিশ্বের সেরা সমসাময়িক ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি বিশ্বের সেরা ওডিআই ব্যাটসম্যানদের একজন।
২০১৮ সালে টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হিসেবে উল্লেখ করে। ২৬ মিলিয়ন মার্কিন ডলার আয়কারী বিরাট ২০২০ সালে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে শীর্ষ ১০০ সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের একজন হিসেবে ফোর্বসের তালিকায় স্থান করে নেন।
আরও পড়ুন: ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
বাংলাদেশের স্পিন বোলিং কোচ করোনায় আক্রান্ত
বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি, তদন্ত করছে পুলিশ
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৯ মাস বয়সী মেয়েকে অনলাইনে ধর্ষণের হুমকি দেয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
২৪ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর থেকে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলির মেয়েকে নিয়ে বিভিন্ন ঘৃণ্য মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এছাড়া ভারতীয় ক্রিকেটার মো. সামির পক্ষে নিজের সমর্থন জানানোর পর থেকে এ ঘৃণা প্রচারের মাত্রা আরও বাড়তে থাকে।
মঙ্গলবার ইউএনবিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, দিল্লি পুলিশের সাইবার গোয়েন্দারা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শার্মার মেয়েকে অনলাইনে ধর্ষণের হুমকির বিষয়টি তদন্ত করছে। অপরাধীকে ধরতে ও তাদের আইনের আওতায় আনতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছে সূত্র।
আরও পড়ুন: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক পদ ছাড়ছেন বিরাট কোহলি
তামিমের সাথে ফেসবুক লাইভে যা বললেন বিরাট কোহলি
ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
অবশেষে বিশ্বকাপের যে কোন ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত হারাল পাকিস্তান। দুবাইয়ে রবিবার রাতে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাবর আজমের পাকিস্তান। চলমান টি -টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুদলেরই এটি ছিল প্রথম ম্যাচ।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলে।
প্রথম তিন ওভারের মধ্যেই আফ্রিদি ভারতীয় ওপেনার-রোহিত শর্মা এবং কেএল রাহুলকে ড্রেসিংরুমে ফেরত পাঠান। শুরুর এই ধাক্কা এরপর আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে অধিনায়ক বিরাট কোহলি ছিলেন ব্যতিক্রম। ভারতীয় অধিনায়ক দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৩৯ এবং ১৩ রান করেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য নির্ধারিত রান করে ফেলেন। বাবর ৫২ বলে ৬৮ এবং রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন।
মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার ১৬৬ রানের পর এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে এটি সর্বোচ্চ জুটি।
এই ম্যাচের আগে ভারত এবং পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সবগুলো ম্যাচেই ভারত জয়লাভ করেছিল। এছাড়া ওয়ানডে বিশ্বকাপের কোনো ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
কঙ্গনার নিশানায় এবার রোহিত শর্মা!
কঙ্গনা রানাওয়াতের টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও জানা গেছে, রোহিত শর্মাকে আক্রমণ করে কঙ্গনা যে টুইট করেছিলেন সেটিই সরে গেছে টুইটার থেকে।
জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা, জানালেন ফের শুটিংয়ে ফেরার দিনক্ষণ
সন্তানসম্ভবা, কিন্তু কাজ থেকে দূরে রাখেননি নিজেকে। করোনাভাইরাস মহামারির মধ্যেও মুম্বাইয়ে এখনও শুটিং করছেন জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা।
কোহলিকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে আনুশকার ক্ষোভ
বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনিল গাভাস্কারের মন্তব্যে নিজের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন কোহলির স্ত্রী এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
১০ মাস ধরে ক্রিকেটারদের বেতন দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রায় ১০ মাস ধরে তাদের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেনি।