এশিয়া কাপের সর্বশেষ ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তাদের অন্যতম প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। এদিন কোহলি এক ম্যাচে তার ক্যারিয়ারে পাঁচটি রেকর্ড করেছেন।
চলুন এক নজরে রেকর্ডগুলো দেখে নেওয়া যাক:
১. দ্রুততম ১৩ হাজার রান
শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করার মাইলফলক অর্জন করতে ৩২১ ইনিংস খেলেছিলেন। যেখানে কোহলি ২৬৭ ইনিংসে এই রান পূর্ণ করেছেন।
ক্রিকেট ইতিহাসে মাত্র পাঁচ জন এই মাইলফলকে পৌঁছেছেন।
শচীন ও কোহলি ছাড়া বাকি তিন ব্যাটার- রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও সনৎ জয়াসুরিয়ারও ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে ৩০০ টিরও বেশি ইনিংস প্রয়োজন হয়েছে।
২. আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিরাটের অসাধারণ রেকর্ড
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং সব সময় অনুকূল থাকে 'চেজ মাস্টার' কোহলির। এই স্টেডিয়ামে তার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১২৮ দশমিক ২০ ওডিআই গড় রয়েছে। এই স্টেডিয়ামে ওয়ানডেতে টানা চারটি সেঞ্চুরি করেছেন কোহলি।
আরও পড়ুন: তামিমের সাথে ফেসবুক লাইভে যা বললেন বিরাট কোহলি
৩. পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ পার্টনারশিপ
১৯৯৬ সালে শারজাহতে নভজ্যোত সিং সিধু ও শচীন টেন্ডুলকারের ২৩১ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে এদিন রাহুলের সঙ্গে কোহলি রেকর্ড ২৩৩ রানের (অপরাজিত) পার্টনারশিপ গড়েছেন।
যা ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
৪. এশিয়া কাপে সর্বাধিক সেঞ্চুরিয়ান দ্বিতীয় ক্রিকেটার
এশিয়া কাপে কুমার জয়সুরিয়ার (৬ সেঞ্চুরি) পরে বিরাট কোহলি যৌথভাবে কুমার সাঙ্গাকারার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের রেকর্ড করেছেন এই ম্যাচে।
৫. ওয়ানডেতে দ্বিতীয় সেরা গড়
ওয়ানডে ফরম্যাটে কোহলির রানের গড় ৫৭ দশমিক ৬২।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সর্বোচ্চ গড় রানের রেকর্ড পাকিস্তানি ব্যাটার বাবর আজমের, এরপরই অবস্থান বিরাট কোহলির।
আরও পড়ুন: দায়িত্ব পেয়েই সৌরভ বললেন, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বিরাট কোহলি