ফিফা বিশ্বকাপ কাতার ২০২২
'আপনি আর্জেন্টিনার জন্য গৌরব বয়ে এনেছেন': এমিলিয়ানো মার্টিনেজকে প্রধানমন্ত্রী
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ বিজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার এই ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন, যা আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ ২০২২ ট্রফি অর্জনে অবদান রেখেছিল।
এসময় শেখ হাসিনা বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।’
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
শেখ হাসিনা বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং বাংলাদেশিরা এটির প্রতি অনুরাগী।
তিনি উল্লেখ করেছেন যে তার পরিবারও ক্রীড়ামোদি।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা ও দাদা ফুটবল খেলতেন।’
প্রধানমন্ত্রী বলেন, ফুটবল ও অন্যান্য খেলাধুলার উন্নয়নে তার সরকার সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।
ফিফা বিশ্বকাপ ২০২২-এর গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের বিশাল ফ্যানবেস সম্পর্কে জানার পর অভিভূত হয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি আবেগের কথা জেনে খুশি।’
ভারতীয় সংগঠক ও ক্রীড়া প্রবর্তক সাতদ্রু দত্ত এবং মার্টিনেজের ব্যক্তিগত ব্যবস্থাপক সান্তিয়াগো লিওটা সফরকারী প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ তন্ময় এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
আসুন সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি: প্রধানমন্ত্রী
১ বছর আগে
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স
আল বাইত স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতের ম্যাচে দু’টি বিষয় নির্ধারিত হয়েছে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কে খেলবে এবং অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি কে হচ্ছে। তবে খুব স্বাভাবিক যে মূল ফোকাস ছিল আর্জেন্টিনার বিপক্ষে কোন দল লড়াই করছে। মরক্কোকে ২-০ গোলে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
আফ্রিকান ও আরব দেশ হিসেবে মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। তবে ফেভারিট বলে একটি টার্ম আছে। তার ব্যতিক্রম হয়নি। সবার নজর যে কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে এই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করেননি।
আরও পড়ুন: পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো
অনেকটা মাঠে নেমেই ফরাসিরা গোল করে বসেন। দলের হয়ে পাঁচ মিনিটে প্রথম গোল করেন থিও এরনান্দেজ। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রান্দাল কোলো মুয়ানি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গোলটি করে ম্যাচের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। উসমান দেম্বেলের বদলে তাকে নামানো হয়।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টানা দুইবার ফাইনাল নিশ্চিত করল। ফলে রবিবার লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
১ বছর আগে
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা সমর্থকদের একটাই চাওয়া, আর তা হল লিওনেল মেসি এবারের বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। দীর্ঘদিনের জমকালো ক্যারিয়ারে তার বিশ্বকাপ খরা আছে তা মেটানো যে খুব প্রয়োজন, ফুটবল ভক্তরা মোটামুটি সবাই চান। সে যাত্রায় অনেকটাই এগিয়ে তিনি। সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে ফাইনালে উঠেছেন মেসিরা।
আর মাত্র একটি ম্যাচ। ফাইনালে জয় মানেই মেসির ১৬ কলা পূর্ণ। না পাওয়ার তালিকা হয়তো সেখানেই থেমে যাবে। তবে ফাইনালে প্রতিপক্ষ কে হবে তা জানার জন্য বুধবার দিবাগত রাতের ফ্রান্স ও মরক্কের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। যদিও ফাইনাল সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, তবুও আর্জেন্টাইনরা যে সর্বোচ্চই দিবেন তাতে আজকের ম্যাচের পর ভক্তদের মাঝে থাকছে না সন্দেহের কোনো অবকাশ।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
লুসাইল স্টেডিয়ামে ১৪ তারিখের ম্যাচের তারকা হচ্ছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। পেনাল্টি থেকে ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। আলভারেজ যোগ্য প্রমাণই দিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। মেসির গোলের একটু পরেই ৩৯ মিনিটে অনেকটা নিজের প্রচেষ্টায় গোল করেন তিনি। ম্যাচের অর্ধেকের আগেই যখন স্কোরে ব্যবধান, তখন আর্জেন্টিনার ভক্তরা অনেকটাই স্বস্তিবোধ করতে শুরু করেন। ৬৯ মিনিটে যখন মেসির পাস থেকে আলভারেজ আরেকটি গোল করলেন এবং ক্রোয়েশিয়া একটিও দিতে পারেনি, তখন ম্যাচ মোটামুটি নিশ্চিত। হয়েছেও তাই। বাঁশি বাজার আগ পর্যন্ত ৩-০। আর্জেন্টিনার জয়। ফাইনালে মেসিরা।
তবে পরিসংখ্যান কিছুটা ভিন্ন বলছে। ১২টি শট নিয়েও গোল করতে পারেনি। তবে আর্জেন্টিনার শট ছিল ৯টি। তবে মেসিদের শট টার্গেটে ছিল সাতটি। আর ক্রোয়েশিয়ার মাত্র দুইটি। বলের দখল, পাস, পাসের নির্ভুলতা – সবকিছুতেই ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও জয় মেসিদের।
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
৮২ মিনিট পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনা জয়লাভ করবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে মেসিরা এগিয়ে। কিন্তু শেষ মুহূর্তে এসে ডাচরা যে এভাবে ঘুরে দাঁড়াবে তা হয়তো অনেকেই কল্পনা করেননি। তবে ফুটবলের মোড় কখন যে ঘুরে যায় তা বলা কঠিন। হয়েছেও তাই। অতিরিক্ত সময়সহ ডাচরা দুই গোল শোধ করে বসেন।
এই পর্যন্ত ২-২ গোলে দল দুইটি ট্রাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে। এর আগে আর্জেন্টিনার হয়ে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন নাহুয়েল মোলিনা। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১০-এ। অন্যদিকে নেদারল্যান্ডসের হয়ে ৮৩ মিনিটে ও ৯০+১১ মিনিটে দুটি গোলই করেন ভাউট বেগহোর্স্ট।
ট্রাইব্রেকারেও ৯০ মিনিটের প্রতিফলন দেখা যায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডাচদের প্রথম দুটি শট আটকিয়ে দেয়। অন্যদিকে প্রথম তিন শটেই গোল করেন মেসিরা। ফলে আবারও ধরেই নেয়া হয় আর্জেন্টিনা যাচ্ছে সেমিফাইনালে। কিন্তু এনজো ফার্নান্দেজের চতুর্থ শট গোলবারে যেতে পারেনি। নেদারল্যান্ডসের তৃতীয় শটের পর বাকি দুটি শটেও গোল করতে পাড়ায় ম্যাচের মোড় ঘুরে যায়। ফলে ৩-৩ এর সমীকরণে ম্যাচের ভাগ্য তখন ছিল লাওতারো মার্তিনেজের হাতে। তিনি আর ভুল করেননি। গোলটি করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠিয়ে দিলেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ফলে ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে আর্জেন্টিয়া জয়লাভ করে। সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মেসিরা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ম্যাচে ডাচদের পায়েই বেশির ভাগ সময় বল ছিল। আর্জেন্টিনাদের কাছে বল ছিল ৪৮ শতাংশ সময়ে। এই ম্যাচটির একটি বিশেষ দিক ছিল রেফারি ম্যাথু লাহোজ। ম্যাচে আর্জেন্টিনা হলুদ কার্ড পায় আটটি। সেখানে মেসিও আছেন। অন্যদিকে নেদারল্যান্ডসের হলুদ কার্ড ছিল ছয়টি। তবে তাদের ভাগ্যে লাল কার্ডও ছিল।
আরও পড়ুন: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২, সম্ভাব্য একাদশ
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি। ফলে ১০ ডিসেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মেসিরা।
৩৫ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ছিল ১০০০ তম ম্যাচ।
৬৫ মিনিটে মেসির জাদুকরী মাঝমাঠ থেকে বল টেনে নেয়া সবার মন কেড়েছে। যদিও গোল হয়নি। তবে এর আগে ৫৭ মিনিটের জুলিয়ান আলভারেজের গোল আর্জেন্টিনার সমর্থকদের মনে একটা ফুরফুরে ভাব নিয়ে আসে। কারণ ম্যাচ তখন মোটামুটি দলটির পক্ষেই।
তবে ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের গোল কিছুটা ভয়ের সংকেত ছিল মেসিদের জন্য। কিন্তু শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়ার কাছে বল ছিল ৩৯ শতাংশ সময়। অন্যদিকে অর্জেন্টিনা ১৪টি শট নিয়েছিল যার মধ্যে টার্গেটে ছিল পাঁচটি। অস্ট্রেলিয়া এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র পাঁচ শট নিলেও টার্গেটে ছিল মাত্র একটি।
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
গ্রুপ পর্বের শেষ দিনে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলটিকে হারের স্বাদ নিতেই হল। অন্যদিকে দুর্দান্ত জয়েরও পরও শেষ ১৬-এ জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন।
বলের দখল ব্রাজিলের কাছেই ছিল। ২১টি শট ও ৭ টার্গেট শট নিয়ে দলটি বেশ দাপুটে খেলা দেখিয়েছে। এর বিপরীতে ক্যামেরুনের পরিসংখ্যান ছিল ৭ ও ৩। কিন্তু ভিনসেন্টের ৯০+২ মিনিটের গোল এই পরিসংখ্যানের হিসাবে অঘটন ঘটিয়ে দেয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
৩৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পারলেও ক্যামেরুনের ডিফেন্স ছিল বেশ দৃঢ়। তা না হলে জয় ব্রাজিলেরই হতে পারত! তবে ভিনসেন্টকে লাল কার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারি তাকে ৯০+৩ মিনিটে গোলের উৎসব পালন করার কারণে লাল কার্ড দেখান। তবে সে যাই হোক, তিনি যে ইতিহাস গড়লেন তাতে কোনো সন্দেহ নেই।
৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ১৬ এর খেলায় সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ক্যামেরুন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ যাত্রার ইতি টানল।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আর্জেন্টিনার খেলা থাকা মানেই সমর্থকদের প্রথম চাওয়া মেসির গোল। জয়তো প্রতিটি দলই চায়, সে স্বাদেই সমর্থকদের উল্লাস। কিন্তু বৃহস্পতিবারের খেলায় লিওনেল মেসি যখন পেনাল্টিতে স্কোর করতে পাড়লেন না, তখন গ্যালারিতে নিস্তব্ধতা দেখা যায়।
বিরতির আগে গোলশূন্য অবস্থায় থেকে যায়। যে ম্যাচ নির্ধারণ করবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সম্ভাবনা, সে ম্যাচেই নাকি মেসি থাকবে গোলশূন্য, তাও আবার পেনাল্টি মিস করে!
বিরতি থেকে ফিরে মিনিট না যেতেই স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ম্যাক অ্যালিস্টার। ৪৬ মিনিটের সেই গোল আর্জেন্টিনার বিশ্বজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ফিরিয়ে দেয়। খেলোয়াড়দের মধ্যেও যেন ফিরে পায় প্রাণ। নিশ্চয়ই মেসি তার সতীর্থদের কোনো বার্তা দিয়েছেন যে আজকে জিততেই হবে!
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
৬৭ মিনিটে হুলিয়ান আলভারেস গোল করে মোটামুটি ম্যাচটির জয় আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসেন তিনি। ফলাফলে ২-০ স্কোরে পোল্যান্ডের বিপক্ষে জয় লাভ করে আর্জেন্টিনা। সেজনির আটকানো পেনাল্টিতে স্টেডিয়াম ৯৭৪-এ যে শোকের ছায়া নেমে আসে তা কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনারা এখন মানসিকভাবে পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পোলিশদের খেলায় একধরনের নিস্তব্ধতা দেখা যায়। যেখানে আর্জেন্টিয়ান নিয়েছে ২৩টি শট, সেখানে পোল্যান্ডের ছিল মাত্র চারটি। যার একটিও টার্গেটে ছিল না। তবে মেসিদের টার্গেটে ছিল ১২টি শট। আর্জেন্টিনার দখলে ছিল ৭৪ শতাংশ বল।
গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ডি-এর রানার-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শনিবার দিবাগত রাত ১টায়।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
১ বছর আগে