জনসচেতনতা
নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশের মুক্তিযুদ্ধ ও চলমান উন্নয়ন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার বিকালে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (এটিসিও) একটি প্রতিনিধিদল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এটিসিও সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী এবং ডিবিসির সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, সবাই মুক্তিযুদ্ধের চেতনায় আত্মস্থ না হলে সব অর্জনই বৃথা যাবে।
মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন উল্লেখ করেন, ‘গত পাঁচ দশকে অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে রাষ্ট্রবিরোধী মহল আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা করেছে।’
তৃণমূলে গণমাধ্যমের উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
আরও পড়ুন: জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
মুক্তিযুদ্ধ বিরোধী চক্র যাতে দেশের ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য এটিসিও নেতৃবৃন্দকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘গণমাধ্যমকে অবশ্যই সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা করতে হবে... একই সঙ্গে দেশ ও জনগণের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ড ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের ছদ্মবেশে ইতিহাস বিকৃতি রোধে দেশের টিভি চ্যানেলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাহাবুদ্দিন বলেন, ‘আগামী দ্বাদশ সাধারণ নির্বাচন খুব সন্নিকটে। . . যারা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী তাদের জন্য এটি একটি অ্যাসিড টেস্ট। তাই মিডিয়াকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে দেশ ও জনগণের জন্য কারা অপরিহার্য এবং দেশের জন্য কী ধরনের জনপ্রতিনিধি প্রয়োজন তা নির্ধারণে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে দেশি-বিদেশি অপশক্তিকে প্রতিহত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বৈঠকে প্রতিনিধি দলটি এটিসিও’র সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠক শেষে ইউএনবিকে জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এটিসিও’র ভাইস-প্রেসিডেন্ট ও ইনডিপেনডেন্ট টিভির পরিচালক আহমেদ শায়ান ফজলুর রহমান, এটিসিও’র পরিচালক-বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক, ইটিভির ভাইস-চেয়ারম্যান আবদুস সামাদ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
১ বছর আগে
ইউএনডিপি, স্কাউটসের উদ্যোগে পশুর হাটে মাস্ক বিতরণ
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধান করে পশু বেচাকেনার জন্য হাটে আগত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ইউএনডিপি ও বাংলাদেশ স্কাউটস।
সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণের জন্য ১৯ থেকে ২১ জুলাই ঢাকার বৃহৎ চারটি পশুর হাট যথাক্রমে গাবতলী, ধূপখোলা, আফতাব নগর উত্তর ও দক্ষিণ বাজারে এই কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
হাটগুলোতে মোট ১১টি বুথ স্থাপন করে পশুর হাটে আগত জনসাধারণ, ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক পরিধানের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এর রোভার সদস্যবৃন্দ। একই সাথে এই কর্মসূচি দেশের সাতটি বিভাগীয় শহরে পশুর হাটে বাস্তবায়িত হচ্ছে।
এই কাজে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ( ইউএনডিপি)।
আরও পড়ুনঃ বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার ধর্মীয় উৎসবকে সামনে রেখে লকডাউন শিথিল করেছে। তবে মানুষের উচিত সাবধানতা অবলম্বন করা । মানুষ নিজের নিরাপত্তা সম্পর্কে সর্তক না হলে মহামারিতে লড়াই করা কঠিন হবে।‘
আরও পড়ুনঃ করোনা: খুলনায় আরও ৫২ মৃত্যু, শনাক্ত ১১৬৫
ইউএনডিপি এর আবাসিক প্রকৌশলী সুদীপ্ত মুর্খাজি বলেন, ‘আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রয়োজন বিজ্ঞানসম্মতভাবে উৎসব উদযাপন করা। কেবল সঠিকভাবে মাস্ক পরিধান, শারীরিক দূরুত্ব বজায় এবং ঘন ঘন হাত ধোয়া অনুশীলনের মাধ্যমে সকলকে সুরক্ষিত রেখে ঈদ উদযাপিত হবে।‘
৩ বছর আগে
মানিকগঞ্জে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতা সভা ও মাস্ক বিতরণ
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর
করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার।
৪ বছর আগে
পকেটে মাস্ক, খোলা মুখ
করোনাভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক আছে অনেকেরই। তবে সেটা কারও পকেটে, কারও হাতে আবার কারও নাক-মুখের নিচে। অর্থাৎ মাস্ক পরার যেন আর দরকারই নেই। এমনই চিত্র ফেনীর শহর আর গ্রামগঞ্জের। আর সামাজিক দূরত্বের মতো অন্যান্য স্বাস্থ্যবিধি মানাও দূর হয়েছে অনেক আগে।
৪ বছর আগে
করোনা মোকাবিলা: মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার বার্তা
কোভিড-১৯ সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা হ্রাস পাওয়ায় সরকার মাঠ পর্যায়ের প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করতে বলেছে, যাতে মানুষ মুখে মাস্ক পড়ার মতো সতর্কতাগুলো মেনে চলে।
৪ বছর আগে
জনসচেতনতা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে: শিল্প প্রতিমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় গণমাধ্যমে ব্যাপকহারে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
৪ বছর আগে
করোনাভাইরাস: জনসচেতনতা সৃষ্টিতে হটলাইন চালু
নোবেল করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।
৪ বছর আগে
মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে স্কাউটদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ধর্মান্ধতার বিরুদ্ধে সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে