রবিবার সকালে শহরের শহীদ রফিক চত্তরে এর উদ্ধোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
আরও পড়ুন: মাস্ক না পরলে, সামাজিক দূরত্ব না মানলে করোনার সংক্রমণ তো বাড়বেই: মন্ত্রী
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাস দিনদিন বাড়ছে। তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে। প্রথম ধাপের মতো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনার দ্বিতীয় ধাপও আমরা নিয়ন্ত্রণে সফল হব।’
আরও পড়ুন: করোনা: মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে শিগগির ভ্রাম্যমাণ আদালত
সভা শেষে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপারের (অপরাধ প্রশাসন) সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহামন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা সংক্রমণ বৃদ্ধি: মাস্ক পরিধানে রাঙ্গামাটিতে অভিযান