ভারতীয় চিনি জব্দ
সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে শাহপরাণ থানা পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শাহপরান থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফাতেহপুর গ্রামের মো. সাহিদ আহমদ (২৬) ও একই উপজেলার বাঘেরখাল গ্রামের ইমন আহমদ (১৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা গেইট বাইপাস পয়েন্টের বনফুল নামে একটি দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় প্রায় ২১ হাজার ১১৯ কেজি চিনি রয়েছে। এর বাজার মূল্য ২৫ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় দুইজনকে আটকসহ একটি ট্রাক জব্দ করে শাহপরান থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব চিনি আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ সপ্তাহ আগে
সিলেটে ৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেট সদর উপজেলায় চিনি চোরাচালানের অভিযোগে মোরাদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোরাদ হাসান (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা মো. দিদারুল আলম রাফিসহ (২৮) দু'জন।
আরও পড়ুন: পুলিশ কর্মকর্তা কামরুল হাসান-স্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়ার দিক-নির্দেশনায় বিমানবন্দর থানাধীন ধোপাগুলস্থ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৪০ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়।
যার বাজারমূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এ সময় চিনি বহন কাজে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘রাফিসহ অজ্ঞাতনামা ২জন দৌঁড়ে পালিয়ে যায়। উল্লেখিত দুজনসহ অজ্ঞাতনামারর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মোরাদকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
৫ মাস আগে
সিলেটে টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
সিলেটের গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তামাবিল সোনাটিলা এলাকার বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ হওয়া ভারতীয় চিনি ১১ লাখ ৮১ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৩৯২ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ১
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, ভারত থেকে চোরাই পথে চিনি আমাদানি করে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বসতঘর থেকে মজুদ করা ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৫ মাস আগে
সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ
সিলেটের সীমান্ত দিয়ে আসা ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জেলার জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে এ চালানটি জব্দ করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।
আরও পড়ুন: সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
তিনি বলেন, এসএমপি'র অভিযানে ১৪টি ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও বলেন, অভিযানের সময় গাড়ি থেকে নেমে কারবারিরা দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরের নালিতাবাড়ীতে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৯২ বস্তা চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে।
জব্দ করা চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের চোরাপথ দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ‘স্টোর প্লেস’ (মজুদ স্থান) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।
শেরপুর, ১৪ মে (ইউএনবি)- শেরপুরের নালিতাবাড়ীতে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৯২ বস্তা চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে।
জব্দ করা চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের চোরাপথ দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ‘স্টোর প্লেস’ (মজুদ স্থান) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।
৭ মাস আগে
সিলেটে পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৬
সিলেট পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি চোরাচালানকালে জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরসঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার এবং ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।েএ ঘটনায় গ্রেপ্তার দুইজন হলেন- মো. মশিয়ার ঢালী ও মো.আব্দুল আলীম।
দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন প্যারাইরচক পয়েন্ট থেকে চোরাচালানকালে ৪৫ লাখ ৩০ হাজার টাকার চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, আবু বক্কর, মো. শরীফ আহমদ, মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া ও মো. ইমামুল ইসলাম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৮ মাস আগে
সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ৩ যুবককে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ৬১ বস্তা ভারতীয় চিনি ও একটি পিকআপ জব্দ করা হয়।
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টায় সিলেট-জাফলং মহাসড়কের শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রামের দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ ই পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
আটকরা হলেন- শাহপরাণ (রহ.) থানাধীন মৃত জাবেদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া, মৃত ছিদ্দিক আলীর ছেলে সোহেল মিয়া ও জৈন্তাপুরের উমনপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মুসা মিয়া।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহনগরের উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটকদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করা হয়েছে। তাদেরকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
৮ মাস আগে
সিলেটে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ চোরাকারবারী আটক
সিলেট নগরীর জালালাবাদ থানার টুকেরবাজার থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলো- ছাতক থানার কাশিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে সিলেট নগরের সুবিদবাজারে বসবাসরত মৃত শফিক উল্লাহর ছেলে সাইদুল হক, জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মো. সোহেল রানাও নগরীর বনকলাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে জাকির হোসেন। এসময় বাবুল নামের একজন ও অজ্ঞাত ট্রাকচালক পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে ৫৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ থানার তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কের উপর পুলিশের চেকপোস্ট দেখে দুটি মোটরসাইকেল ও ১টি হাইড্রোলিক ট্রাক গতিপথ পাল্টানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে ভারতীয় চিনি রয়েছে বলে জানায় তারা। পরে ঘটনাস্থলে ১৪০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।
আটক আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকচালক আটক
৯ মাস আগে