সিলেট সদর উপজেলায় চিনি চোরাচালানের অভিযোগে মোরাদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোরাদ হাসান (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা মো. দিদারুল আলম রাফিসহ (২৮) দু'জন।
আরও পড়ুন: পুলিশ কর্মকর্তা কামরুল হাসান-স্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়ার দিক-নির্দেশনায় বিমানবন্দর থানাধীন ধোপাগুলস্থ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৪০ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়।
যার বাজারমূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এ সময় চিনি বহন কাজে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘রাফিসহ অজ্ঞাতনামা ২জন দৌঁড়ে পালিয়ে যায়। উল্লেখিত দুজনসহ অজ্ঞাতনামারর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মোরাদকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১