বিদ্যানন্দ
মানবকল্যাণ পদক পাচ্ছে বিদ্যানন্দসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠান: সমাজকল্যাণমন্ত্রী
প্রথমবারের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ আট ব্যক্তি-প্রতিষ্ঠান মানবকল্যাণ পদক পাচ্ছে।
রবিবার বেলা ১২টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, ২০২০ ও ২১ সালের জন্য আট ব্যক্তি- প্রতিষ্ঠান এই পদক পাচ্ছে। আগামীকাল সমাজসেবা দিবসে সমাজসেবা অধিদপ্তরে এই পদক তুলে দেয়া হবে। করোনা মহামারির কারণে ২০২০ সালে দেয়া সম্ভব না হলেও এবার একসঙ্গে ২০২০-২১ সালের জন্য নির্বাচিতদের পুরস্কার দেয়া হচ্ছে।
মন্ত্রী জানান, প্রত্যেকে পাবে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে তৈরি পদক। মানবকল্যাণ পদকের রেপ্লিকা, ব্যক্তি পর্যায়ে দুই লাখ টাকা, দপ্তর বা প্রতিষ্ঠান পর্যায়ে দুই লাখ টাকা এবং একটি সম্মাননা সনদ দেয়া হবে।
আরও পড়ুন: সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী
যেসব ব্যক্তি প্রতিষ্ঠান পাচ্ছে মানবকলল্যাণ পদক:২০২০ সালে প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠির সুরক্ষায় আব্দুল জব্বার জলিল, প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আল-মামুন সরকার এবং মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমে খুলনার জেলা প্রশাসন মানবকল্যাণ পদকের জন্য নির্বাচিত হয়েছে।
২০২১ সালের বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীতার কল্যাণে বিশ্ব মানব সেবা সংঘ (বৃদ্ধাশ্রম), প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠির সুরক্ষায় বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে এসপায়ার টু ইনোভেইট (এটুআই) প্রোগ্রাম, আইনের সংঘাতে জড়িত শিশু-নিরাশ্রয় ব্যক্তির কল্যাণে আকবরিয়া লিমিটেড এবং মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবকল্যাণ পদকের জন্য নির্বাচিত হয়েছে।
সমাজকল্যাণ দিবসের এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো.আশরাফ আলী খান খসরু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন: রাজধানীর হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী
সরকার হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে: সমাজকল্যাণমন্ত্রী
৮১২ দিন আগে
সেনাবাহিনীর ও বিদ্যানন্দের উদ্যোগে খাগড়াছড়িতে চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে গুইমারা কলেজ মাঠে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই সাথে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৬০ জন অভাবগ্রস্থ মেধাবীকে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দেয়া হয়।
আরও পড়ুন: মানবিক সহায়তা পেল ফরিদপুরের ৫ শতাধিক অসহায় মানুষ
সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা ও বৃত্তি তুলে দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো. জামাল উদ্দিন।
১২২০ দিন আগে
করোনা সংক্রমণ বৃদ্ধি : ফের চালু হল ‘সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল’
চট্টগ্রামসহ সারাদেশে করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় নগরীতে এবারও কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ফের পুরো দমে চালু হয়েছে ৭০ শয্যা বিশিষ্ট সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।
নগরীর পাহাড়তলীর সাগরিকা রোডে (বনিক পাড়া) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবনে হাসপাতালটির অবস্থান।
শুরতেই এক টাকার আহারের পর সুবিধাবঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা দেয়ার ব্রত দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজটি শুরু করলেও বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন শুধুমাত্র করোনা রোগীদের এখানে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৮ জন সেবিকা ও ৫০ জন স্বেচ্ছাসেবক সংযুক্ত হয়েছে। আরও রয়েছে হাই ফ্লো নেজাল কেনোলা অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর ও দুটি অ্যাম্বুলেন্স। যুক্ত হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। এছাড়াও হাসপাতালটিতে প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলি-মেডিসিন সার্ভিসও।
আরও পড়ুন: বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতালের যাত্রা শুরু
প্রসঙ্গত, গত বছর জুন মাসের মাঝামাঝিতে মাত্র সাত দিনে চট্টগ্রামের পতেঙ্গায় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল প্রস্তুতির কাজ শুরু করেছিল স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ কাজে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সহযোগিতা করছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। ইতোমধ্যে এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ গণমান্য ব্যক্তিরা।
১৪২৮ দিন আগে
দরিদ্র মানুষের জন্য ওয়ারিতে বিদ্যানন্দের ‘মেহমানখানা’
করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের খাদ্য অভাব পূরণে রাজধানীর ওয়ারির জোড়পুলে ‘মেহমানখানা’ খুলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
১৭০১ দিন আগে
করোনা আক্রান্তদের চিকিৎসায় বিদ্যানন্দের ফিল্ড হাসপাতাল
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে চট্টগ্রামের পতেঙ্গায় ফিল্ড হাসপাতাল স্থাপন করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
১৭৩৯ দিন আগে
নির্বাচনী পোস্টারে তৈরি হচ্ছে খাতা, ব্যাগ, রেইনকোট
বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের কারণে বিশ্বের অন্যতম অস্বাস্থ্যকর শহর হিসেবে পরিচিত ঢাকাকে প্রায় প্রতিটি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কারণে ক্ষতিগ্রস্ত হতে হয়।
১৮৭২ দিন আগে