নাটোরে শিশুকে যৌন নিপীড়ন ও আত্মহত্যায় প্ররোচিত করার প্রায় ২০ বছর পর কাজেম আলী ও আতিকুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: অর্থ আত্মসাত: ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বিশেষ সরকারি কৌসুঁলি (পিপি) আব্দুল কাদের মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও শুনানি শেষে বিচারক প্রায় ২০ বছর পর আজ (রবিবার) এ রায় দেন।’
২০০৫ সালের ১৮ মার্চ নাটোর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামে ১১ বছর বয়সী রিপা খাতুন শিউলি নামে এক শিশু বাড়ির পাশে ভেড়া চরাতে গেলে প্রতিবেশী আতিকুর ও কাজেম তাকে যৌন নিপীড়ন করেন। এরপর লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যা করে।