দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৭২০ পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও বিসিবির এই সহায়তার জন্য যোগ্য হবেন।
কোভিড-১৯ মহামারীজনিত কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ হওয়ায় ক্রিকেটারদের সহায়তার লক্ষ্যে বিসিবির সভাপতি নাজমুল হাসানের পরিকল্পনায় বোর্ডের এই উদ্যোগে ১ হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটার এই প্রণোদনার অর্ন্তভুক্ত হবেন।
আরও পড়ুন: ক্যান্ডি টেস্ট: টাইগারদের রথে শিথিলতা এনে দিল অভিষিক্ত জয়াবিক্রম
ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ, অনূর্ধ্ব-১৯, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগসহ বিভিন্ন জেলা এবং ঘরোয়া ইভেন্টের সাথে জড়িত ক্রিকেটারদের এই সহযোগিতা পাওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে।