বখাটে
রাজশাহীতে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত
রাজশাহী রেল স্টেশনে যাত্রীবেসে বখাটের ঘুষিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) জয়েন উদ্দীনের ছেলে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য তাদের বের হয়ে যেতে বললে তারা তর্কাতর্কিতে জড়ান।
আরও পড়ুন: পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু!
এক পর্যায়ে ওই যুবকরা মাইনুলকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়েছেন। তবে এরা স্থানীয় বখাটে বলে মনে হচ্ছে।
সেখানে কি ঘটেছে বা কীভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরাও দেখা হবে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
১০ মাস আগে
বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিল বখাটে
মানিকগঞ্জের ঘিওরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে ওই কলেজছাত্রীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
সোমবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের দ্বিমূখা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বখাটে মো. শরিফ মিয়ার (৪০) দুই সন্তানের জনক।
আরও পড়ুন: সুনামগঞ্জে বখাটের ভয়ে গ্রাম ছাড়া ভাই বোন
ভুক্তভোগীর মা বলেন, এক বছর পূর্বে পারিবারিকভাবে মেয়েটিকে মোবাইল ফোনে শিবালয় উপজেলার ফেচুয়াধারা গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী সোহেল রানার সাথে বিয়ে হয়। মেয়েটির বিয়ের পর ছেলেটির অনৈতিক কাজ প্রত্যাখ্যান করলে শরিফ তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। স্বামী প্রবাসে থাকায় কাজল তার বাবার বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকায় কৌশলে ডেকে নিয়ে যায় বাড়ির পাশে কাঠ বাগানে। কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটে শরিফ কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মেয়েটি কাঠ বাগানের পাশেই পানি থাকায় আগুন নিয়ে পানিতে ঝাঁপ দেয়। আশে পাশের লোকজন তার চিৎকার শুনে এসে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: পিরোজপুরে বখাটের উৎপাতে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা'
কাজলকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। তার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কাজল আক্তারের মা রেনু বেগম ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। মেয়ের মা থানায় মামলা দায়ের করেছেন। ঢাকার হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
৩ বছর আগে
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
সিগারেট ধরাতে নিষেধ করায় বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে মুদি দোকানি ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিব হোসেন হৃদয় (২৫) শহরের কৈপাড়ার মামুনুর রশিদের (৫৫) ছেলে। এ ঘটনায় মামুনুর আহত হয়েছেন। তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের কৈপাড়া এলাকার বখাটে আশিক ও স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য নিহত হৃদয়ের দোকানে আসে। ওই সময় নিহতের বাবা তাদের নিষেধ করলে বখাটেদের সাথে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এরপর ৫ থেকে ৭ জন যুবককে সাথে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে কেউ আটক হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
পড়ুন: গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ‘খুন ’
পটিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
৩ বছর আগে
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ কেমন নৃশংসতা!
গাইবান্ধা, ২৭ আগস্ট (ইউএনবি)- প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নৃশংসভাবে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেধাবী ছাত্রীর স্তন কেটে দিয়েছে একই গ্রামের বখাটেরা।
৫ বছর আগে