বেনাপোল চেকপোস্ট
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে
ভারতে ৯ মাস কারাভোগের পর ছয় বাংলাদেশি জেলেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বের) রাত ১০টায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এ সময় শার্শার সহকারী কমিশনার (ভুমি) মেজিস্ট্রেট নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৭ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২ ভারতীয়
সঙ্গে ছিলেন দু’দেশের বিজিবি-বিএসএফ, কাস্টমস কর্মকর্তা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
ফেরত আসারা হলেন- পটুয়াখালীর রহমত উল্লাহ (৪৫) গোলাম রাফি (৩৪) জামাল হোসেন (৫৬) মাসুম বিল্লাহ (৩৯) হুসাইন (৩৮) ইয়াসিন (৩১) এবং দিনাজপুরের রাশিদা বেগম (৩৪)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাংলাদেশি ছয় জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোষ্ট গার্ডের কাছে গত ১০ মাস আগে আটক হয়। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘ফেরত আসা জেলেদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, ‘এরা সাগরে মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে ভারতের অংশে ঢুকে পড়ে গত ১০ মাস আগে। আর সেই সময় ভারতীয় কোষ্ট গার্ড তাদের আটক করে নিয়ে গিয়ে আদালতে সোপর্দ করে।’
তিনি আরও বলেন, ‘আদালত তাদের ৯ মাসের কারাদণ্ড দিয়ে আলীপুর কারাগারে পাঠায়। জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিয়ে দেশে ফেরত এনেছে তাদের। যশোর নিয়ে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ জেলে
১১০ দিন আগে
ভারতে পাচার হওয়া ১৫ নারী-শিশু ফিরেছে দেশে
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে দুই বছর কারাভোগের পর শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ট্রাভেল পারমিট বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।
ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেল স্টেশনে রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।
পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে আইনি প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ভারতীয় পুলিশ তাদের দেশে ফেরত পাঠায়।
ওসি জানান, ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়।
১১৭ দিন আগে
বেনাপোল চেকপোস্টে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২
বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে এক লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই জন ভারত ফেরত যাত্রীকে আটক করা হয়েছে বলে শুক্রবার কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের কমলঘাট এলাকার শাহ আলমের ছেলে সাগর হোসেন (৪০) ও একই জেলার টঙ্গীবিদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী (৩৫)।
আরও পড়ুন: বিশ্বকর্মা পূজা: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বন্দর টার্মিনাল এলাকায় অপেক্ষা করার সময় কাস্টমসের একটি দল তাদের আটক করে।
তাদের লাগেজ চেক করে এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার জব্দ করে এবং তাদের আটক করেন কাস্টমস কর্মকর্তারা।
আরও পড়ুন: বেনাপোল প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি
আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে এবং তাদেরকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
৯৩৬ দিন আগে
বেনাপোল চেকপোস্টে ইউএস ডলার উদ্ধার, নারী আটক
বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার উদ্ধার করা হয়েছে। এই সময় ৩৮ বছরের এক নারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের প্যাচেনজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা।
আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
আরও পড়ুন: পরিচয়পত্র জটিলতায় বেনাপোল বন্দরে ২য় দিনের মতো আমদানি বন্ধ
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি বিজিবি টহল দল প্যাচেনজার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে ওই নারী প্যাচেনজার টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।
আরও পড়ুন: এক মাস পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
১০০২ দিন আগে
সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিল ভারত
বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়।
১৬১৯ দিন আগে
বেনাপোল হয়ে গত ৪০ দিনে দেশে ফিরেছেন ৩,৩৩৬ জন
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গত এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বেনাপোল টেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন তিন হাজার ৩৩৬ জন বাংলাদেশি।
১৮০২ দিন আগে
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ১৩৫ জন
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে বিভিন্ন স্থানে আটকেপড়া আরও ১৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
১৮০৭ দিন আগে
ভারত থেকে দেশে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি
লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকেপড়া আরও ৪৪ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন।
১৮৩৭ দিন আগে
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি
দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে পেঁয়াজের নতুন চালান। পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
১৮৫৮ দিন আগে
বেনাপোল চেকপোস্টে ভ্রমণকর রসিদ বই নেই, যাত্রীদের দুর্ভোগ
বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংকে ভ্রমণকর বই না থাকায় ভারতগামী বাংলাদেশি যাত্রীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন।
১৮৬৬ দিন আগে