বেলারুশ
ইইসি’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে বেলারুশের সহায়তা চায় বাংলাদেশ
ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে বেলারুশের সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বেলারুশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।
রবিবার(১০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও বেলারুশের মধ্যকার ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পঞ্চম পর্বে এসব বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেলারুশের পররাষ্ট্র উপমন্ত্রী ইভগেনি শেস্তাকভ ফরেন অফিস কনসালটেশনে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
পররাষ্ট্র সচিব মাসুদ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে বেলারুশের জনগণকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা করতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
উভয় প্রতিনিধিদল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।
বেলারুশের প্রতিনিধিদল বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে বেলারুশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষই ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে।
কৃষি, শিক্ষা ও সামরিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইনি বিষয়ে সহযোগিতাসহ বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইন্ডিপেন্ডেন্স ডিপ্লোম্যাটিক কাপ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুইডেন ও রানার্স আপ ডেনমার্ক
৯ মাস আগে
শান্তিতে নোবেল পেলেন বেলারুশের আলেস বিলিয়াতস্কি ও রাশিয়া–ইউক্রেনের দুই মানবাধিকার সংগঠন
এই বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন বেলারুশের কারাগারে বন্দি মানবাধিকারকর্মী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
শুক্রবার অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, বিচারকরা ‘প্রতিবেশী দেশ বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের তিন অসামান্য চ্যাম্পিয়নদের’ সম্মান জানিয়েছেন।
অসলোতে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বছরের বিজয়ীরা মানবিক মূল্যবোধ ও সামরিকবাদবিরোধী এবং আইনের নীতির পক্ষে তাদের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে শান্তি ও জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্বের দৃষ্টিভঙ্গিকে পুনরুজ্জীবিত করেছেন, যা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন।’
সংঘাতরোধ, কষ্ট লাঘব ও মানবাধিকার রক্ষায় যেসব দল ও ব্যক্তি নিয়োজিত থাকে তাদেরকে এই পুরস্কার দেয়া হয়।
গত বছরের বিজয়ীরা পুরস্কার পাওয়ার পর থেকে কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন। রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতোভ ও ফিলিপাইনের মারিয়া রেসা নিজেদের সংবাদ সংস্থাকে টিকে রাখতে লড়াই করছেন। এ লড়াই মূলত তাদের নীরব রাখতে সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে।
তারা গত বছর ‘মত প্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও স্থায়ী শান্তির পূর্বশর্ত’ রক্ষা করার জন্য তাদের প্রচেষ্টার জন্য সম্মানিত হয়েছেন।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স
মানব বিবর্তনের ওপর গবেষণার জন্য এই বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো। সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন।
কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে অবদানের জন্য ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ. ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিঙ্গার নামের তিন বিজ্ঞানীকে এ বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
রসায়নে নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীকে সমান অংশে দেয়া হয়েছে। নোবেল প্রাপ্তরা হলেন- ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস।
ওষুধ প্রস্তুতে ব্যবহার করা যেতে পারে এমন 'আলাদা হওয়া অনুগুলোকে একত্রিত করার' উপায় প্রযুক্তি উদ্ভাবনের জন্য তাদেরকে পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বিজয়ীদের ঘোষণা করেন।
আরও পড়ুন: পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী
২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন বিজয়ীর নাম ঘোষণা করেন।
সোমবার অর্থনীতিতে ২০২২ সালের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯লাখ মার্কিন ডলার)। আগামী ১০ ডিসেম্বরে পুরস্কার হস্তান্তর করা হবে। এ অর্থ পুরস্কারের প্রবর্তক সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে অর্জিত। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলে মারা যান।
আরও পড়ুন: ‘ আলাদা হওয়া অণুকে একত্রিত’ করার উপায় উদ্ভাবনের জন্য নোবেল পেলেন তিন বিজ্ঞানী
২ বছর আগে
রূপপুরে কাজাখস্তানের নাগরিক হত্যা: কারাগারে বেলারুশের ৩ নাগরিক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) হত্যার ঘটনায় আটক বেলারুশের তিন নাগরিককে সোমবার পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমির।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ বলেন, রূপপুর প্রকল্পে কর্মরত এএসই কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রবিবার রাতে বেলারুশের তিন নাগরিককে আসামি করে মামলা করেছেন।
আরও পড়ুন: রূপপুরে কাজাখস্তানের নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, ৩ বেলারুশীয় আটক
তিনি আরও বলেন, এর আগে রবিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখ নাগরিক সেভিস ভ্লাদিমিরের লাশের ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত অপর কাজাখ নাগরিক নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে বাংলাদেশে আসেন।
হত্যার কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা রায়হান পারভেজ বলেন, ঘটনার দিন সেভিস ভ্লাদিমির ও তার ভাই আমরে রুপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নং ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেনদেন বিষয়ে কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো যাবে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী
২ বছর আগে
রূপপুরে কাজাখস্তানের নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, ৩ বেলারুশীয় আটক
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ভ্লাদিমির শভেট (৫২) নামের কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর রূপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কাজাখস্তানের আরও এক নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ভ্লাদিমির শভেটের পিঠের দিকে ৪- ৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
২ বছর আগে
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বেলারুশে শুরু হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় বলেছেন, তিনি ও অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তা বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
তিনি আলোচনার মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন-
১। তাৎক্ষণিক যুদ্ধবিরতি;
২। অস্ত্রবিরতি;
৩। ধ্বংসপ্রাপ্ত বা ক্রমাগত হামলার শিকার গ্রাম ও শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য মানবিক করিডোর।
এর আগে রবিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন: যা যা জানতে হবে
যুদ্ধ নিয়ে নতুন আলোচনায় রাজি ইউক্রেন ও রাশিয়া
২ বছর আগে
রাশিয়ার সঙ্গে বেলারুশে আলোচনা নয়: ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে, তবে সেটি বেলারুশে নয়। ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেলারুশ থেকেও দেশটির ওপর আক্রমণ করেছে।
রবিবার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আলোচনার জায়গা হিসেবে রাশিয়ার প্রস্তাবিত বেলারুশকে মেনে নেবে না।
এ সময় তিনি আলোচনার জন্য বিকল্প স্থান হিসেবে ওয়ারশ, ব্রাতিস্লাভা, ইস্তাম্বুল, বুদাপেস্ট ও বাকুর নাম প্রস্তাব করেছেন। এছাড়া অন্য স্থানেও আলোচনা সম্ভব বলে জানিয়েছেন জেলেনস্কি।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা
এর আগে রবিবার ক্রেমলিন জানায়, ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি রুশ প্রতিনিধি দল বেলারুশের হোমেল শহরে পৌঁছেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিক রয়েছেন।
তিনি বলেন, ‘রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত এবং আমরা এখন ইউক্রেনের জন্য অপেক্ষা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়।
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
২ বছর আগে
বেলারুশ থেকে হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
রাশিয়ার সামরিক বাহিনী প্রতিবেশি দেশ বেলারুশ থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী।
সংস্থাটি বলছে, বেলারুশের সমর্থনে রাশিয়ান সৈন্যরা আক্রমণের অংশ হিসাবে আর্টিলারি ব্যারেজ খুলেছে। জবাবে ইউক্রেনীয় সীমান্তরক্ষীরাও পাল্টা গুলি চালাচ্ছে।
এর আগে রাশিয়া তাদের মিত্র দেশ বেলারুশে সামরিক মহড়ার জন্য সৈন্য মোতায়েন করেছে যা যুদ্ধের শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ বেলারুশের সীমান্ত থেকে মাত্র ৭৫ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত।
আরও পড়ুন: ইউক্রেনের বিমান ঘাঁটি ধ্বংসের দাবি রাশিয়ার
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলার জন্য বিশ্ব ‘রাশিয়াকে জবাবদিহি করবে।’
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ রাশিয়ার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে নিন্দা করেছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে ‘ইউক্রেনের জন্য একটি ভয়ানক দিন এবং ইউরোপের জন্য একটি অন্ধকার দিন’ বলে অভিহিত করে রাশিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।
বৃহস্পতিবার সকালে চ্যান্সেলর বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।’
এর আগে বৃহস্পতিবার সকালে একটি টেলিভিশন ভাষণে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই অভিযান বেসামরিক নাগরিকদের নিরাপত্তার উদ্দেশে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের
২ বছর আগে
বেলারুশে ‘আমার সোনার বাংলা’ বইয়ের ২য় সংস্করণ উন্মোচিত
ঢাকা, ৩১ আগস্ট (ইউএনবি)- বেলারুশে বিশ্বের ৫০ ভাষায় অনুবাদ করা ‘আমার সোনার বাংলা’ বইটির দ্বিতীয় সংস্করণ উন্মোচিত হয়েছে।
৫ বছর আগে