ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে, তবে সেটি বেলারুশে নয়। ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেলারুশ থেকেও দেশটির ওপর আক্রমণ করেছে।
রবিবার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আলোচনার জায়গা হিসেবে রাশিয়ার প্রস্তাবিত বেলারুশকে মেনে নেবে না।
এ সময় তিনি আলোচনার জন্য বিকল্প স্থান হিসেবে ওয়ারশ, ব্রাতিস্লাভা, ইস্তাম্বুল, বুদাপেস্ট ও বাকুর নাম প্রস্তাব করেছেন। এছাড়া অন্য স্থানেও আলোচনা সম্ভব বলে জানিয়েছেন জেলেনস্কি।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা
এর আগে রবিবার ক্রেমলিন জানায়, ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি রুশ প্রতিনিধি দল বেলারুশের হোমেল শহরে পৌঁছেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিক রয়েছেন।
তিনি বলেন, ‘রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত এবং আমরা এখন ইউক্রেনের জন্য অপেক্ষা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়।