রাশিয়ার সামরিক বাহিনী প্রতিবেশি দেশ বেলারুশ থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী।
সংস্থাটি বলছে, বেলারুশের সমর্থনে রাশিয়ান সৈন্যরা আক্রমণের অংশ হিসাবে আর্টিলারি ব্যারেজ খুলেছে। জবাবে ইউক্রেনীয় সীমান্তরক্ষীরাও পাল্টা গুলি চালাচ্ছে।
এর আগে রাশিয়া তাদের মিত্র দেশ বেলারুশে সামরিক মহড়ার জন্য সৈন্য মোতায়েন করেছে যা যুদ্ধের শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ বেলারুশের সীমান্ত থেকে মাত্র ৭৫ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত।
আরও পড়ুন: ইউক্রেনের বিমান ঘাঁটি ধ্বংসের দাবি রাশিয়ার
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলার জন্য বিশ্ব ‘রাশিয়াকে জবাবদিহি করবে।’
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ রাশিয়ার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে নিন্দা করেছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে ‘ইউক্রেনের জন্য একটি ভয়ানক দিন এবং ইউরোপের জন্য একটি অন্ধকার দিন’ বলে অভিহিত করে রাশিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।
বৃহস্পতিবার সকালে চ্যান্সেলর বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।’
এর আগে বৃহস্পতিবার সকালে একটি টেলিভিশন ভাষণে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই অভিযান বেসামরিক নাগরিকদের নিরাপত্তার উদ্দেশে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের