তাড়াশ
সিরাজগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ মুহুরী, সহ-সভাপতি স.ম আজম আলী, মাগুরা বিনোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব তারেক রহমান, বিএনপি নেতা সামের আলী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হাসেম।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আমরা হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শনিবার সকালে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: যশোরে সেপটিক ট্যাংক থেকে তরুণীর লাশ উদ্ধার, যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেপ্তার
তাড়াশে গৃহবধূকে গ্যাস ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক ২, স্বামী পলাতক
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূকে গ্যাস ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চক ঝুরঝুরি গ্রামে এ ঘটনায় গৃহবধূর স্বামী পলাতক আছে।
নিহত নাসিমা খাতুনের (২৩) ওই এলাকার সুমনের স্ত্রী এবং তাড়াশ উপজেলার কস্তা বেত্রাশীন গ্রামের কহের সরকারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাসিমার সঙ্গে সুমনের সাত-আট বছর আগে বিয়ে হয়। এরমধ্যে তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
বেশ কিছুদিন ধরে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে নাসিমার পারিবারিক দ্বন্দ শুরু হয়। এ অবস্থায় সুমন কিছুদিন আগে নাসিমাকে চাকরির জন্য ঢাকায় নিয়ে যায়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তারা ঢাকা থেকে বাড়ি ফিরে আসে এবং দিবাগত রাত ৩টার দিকে নাসিমাকে সুমন ও তার তিন সহযোগী বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে জোর করে গ্যাস ট্যাবলেট খাওয়ায় এবং পরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় প্রতিবেশি সমেজ আলী শব্দ পেয়ে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে সুমন ও তার সহযোগীরা নাসিমাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে স্বামীর বাড়িতে নিয়ে গেলেও তার শ্বশুর-শাশুড়ি গেট খোলেনি।
এ সময় নাসিমা গ্রামবাসীর কাছে তার স্বামী সুমন ও অপরিচিত তিনজন লোক তাকে খুন করার চেষ্টা করেছে বলে জানায়। এর কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নাসিমার এমন করুণ মৃত্যুর পর গ্রামবাসী শ্বশুর-শাশুড়িকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) গভির রাতে শ্বশুর সরোয়ার হোসেন (৫৫) এবং শাশুড়ি ফিরোজা বেগমকে (৫০) পুলিশ আটক করলেও স্বামী সুমন পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: যশোরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক
গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ আটক ৩
সিরাজগঞ্জে হেরোইন জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ পৌর এলাকা ও তাড়াশ উপজেলায় শনিবার বিকালে পৃথক অভিযান চালিয়ে হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-তাড়াশ উপজেলার বড়মাচ দক্ষিণা গ্রামের মো. আ. হামিদের ছেলে মো. কাবিল উদ্দিন (২৫) ও সিরাজগঞ্জ সদরের কালেকান্দাপাড়া গ্রামের মো. বাবু তালুকদারের মেয়ে মোছা. রাজিয়া খাতুন (২৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র মিডিয়া কর্মকর্তা মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সোয়া ৩টার দিকে তাড়াশ উপজেলার ক্ষিরপোতা গ্রামের যৌতুক মোড়ে অভিযান চালানো। এই সময় সেখান থেকে মো. কাবিল উদ্দিনকে গ্রেপ্তার হয়। পরে তার কাছ থেকে ছয় গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
তিনি জানান, একইদিন বিকালে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালিয়ে সাত গ্রাম হেরোইনসহ মোছা. রাজিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ২ ছেলেসহ মা গ্রেপ্তার
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানচালকসহ নিহত ২
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার জাহাঙ্গীর আলম (৪৭) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ ভ্যানচালক কিরণ মৃধা (২৮)।
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শুক্রবার ভোরে মহিষলুটি মাছের আড়তে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি বাজারের কাছে গিয়ে বিকল হয়ে যায়। এ অবস্থায় পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে চালক কিরণ ও জাহাঙ্গীর আলম তা মেরামত করছিলেন। এ সময় একটি ট্রাক তাদের পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করে।
সিরাজগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে ৩৫ বছরের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকা তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা ছিনতাইকারীরা ইসলামকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে।
নিহত ইসলাম তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আরও পড়ুন: ফটিকছড়িতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ইসলাম বুধবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে পথচারিরা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকায় আবুলের ব্রিজের কাছে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলে-মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে তৃতীয় লিঙ্গের কাজলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে তালম ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে কাজলী সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী (বকপাখি) প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ উপজেলার সগুনা ইউনিয়নে মাত্র আট ভোটে পরাজিত হয়েছেন তৃতীয় লিঙ্গের রনি (তালগাছ)।
কাজলী বলেন, ‘এ ওয়ার্ডের ভোটাররা তৃতীয় লিঙ্গ বিবেচনা করেনি। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ এবং জনসেবায় যথার্থ দায়িত্ব পালন করবো।’
অন্যদিকে পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি বলেন, মাত্র আট ভোটে পরাজিত হয়েছি। ভোটাররা আমাকে যে ভালোবাসা দিয়েছে এতেই খুশি।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী রনি ও কাজলী
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঝিনাইদহের রিতু
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মহিষলুটি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের গোদাগাড়ি থানার রানীনগর এলাকার মো. আলাউদ্দিন আলীর ছেলে মো. সোহেল রানা (৩১), কুমরপুর এলাকার মো. জেনারুল ইসলামের ছেলে মো. সেজবুল ইসলাম (২২) ও বারো মাইল এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে মো. আরিফুল ইসলাম সাগর (২৬)।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পড়ুন: মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে মহিষলুটি বাজারে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পড়ুন: মাদক সেবনে বাধা: পাবনায় যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ
মাদকের টাকা না পেয়ে বাবার ওপর হামলা, ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হয়েছেন।
তাড়াশে কলেজের নির্মাণাধীন ফটকের ছাউনি ধসে ছাত্রসহ নিহত ৪
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কলেজের নির্মাণাধীন প্রধান ফটকের ছাউনি ধসে স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন।