সিরাজগঞ্জ পৌর এলাকা ও তাড়াশ উপজেলায় শনিবার বিকালে পৃথক অভিযান চালিয়ে হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-তাড়াশ উপজেলার বড়মাচ দক্ষিণা গ্রামের মো. আ. হামিদের ছেলে মো. কাবিল উদ্দিন (২৫) ও সিরাজগঞ্জ সদরের কালেকান্দাপাড়া গ্রামের মো. বাবু তালুকদারের মেয়ে মোছা. রাজিয়া খাতুন (২৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র মিডিয়া কর্মকর্তা মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সোয়া ৩টার দিকে তাড়াশ উপজেলার ক্ষিরপোতা গ্রামের যৌতুক মোড়ে অভিযান চালানো। এই সময় সেখান থেকে মো. কাবিল উদ্দিনকে গ্রেপ্তার হয়। পরে তার কাছ থেকে ছয় গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
তিনি জানান, একইদিন বিকালে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালিয়ে সাত গ্রাম হেরোইনসহ মোছা. রাজিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ২ ছেলেসহ মা গ্রেপ্তার