সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ মুহুরী, সহ-সভাপতি স.ম আজম আলী, মাগুরা বিনোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব তারেক রহমান, বিএনপি নেতা সামের আলী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হাসেম।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আমরা হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শনিবার সকালে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: যশোরে সেপটিক ট্যাংক থেকে তরুণীর লাশ উদ্ধার, যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেপ্তার