স্থানীয়-ব্যবসা-বাণিজ্য
বাংলাদেশ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
বাংলাদেশ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
তারল্য সংকটে পড়া কয়েকটি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করেন গভর্নর।
ব্যাংকিং খাতে তারল্য বাড়াতে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে সরে এসেছে বলে স্বীকার করেছেন ড. মনসুর।
আরও পড়ুন: জুলাইয়ের অভ্যুত্থানের পর মুডির অবনমন অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয়: বাংলাদেশ ব্যাংক
তবে তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ সাময়িক। এটি খাতটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আর্থিক প্রবাহ বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। ‘কঠোর আর্থিক নীতি অপরিবর্তিত রয়েছে এবং বাজারে অতিরিক্ত তারল্য কমানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
নতুনভাবে সংযোজন করা তহবিলের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়ে গভর্নর বলেন, বর্তমান পদক্ষেপগুলো সাম্প্রতিক অতীতে যা দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি নয়। সেসময় অর্থ মুদ্রণের ফলে অপব্যবহারের অভিযোগ উঠেছিল।
ড. মনসুর বলেন, 'চুরির সুযোগ দূর করে স্বচ্ছ ও নিরাপদে তহবিল বরাদ্দের বিষয়টি এবার নিশ্চিত করেছি আমরা।’
আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতির ওপরও জোর দেন গভর্নর।
তিনি বলেন, ‘প্রতিটি ব্যাংকে প্রত্যেক মানুষের আমানত নিরাপদ ও সুরক্ষিত। আমানতকারীদের আস্থা ধরে রাখতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছি।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকগুলোতে নগদ অর্থের সাময়িক ঘাটতি মেটাতে গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ করে দিতে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ সহায়তা সহজতর করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের অস্থায়ী প্রয়োজন মেটাতে সাময়িকভাবে অর্থ মুদ্রণ করবে।’
ব্যাংকে সব আমানত সুরক্ষিত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেছেন গভর্নর। জনগণকে আতঙ্কিত না হওয়া বা অযথা অর্থ উত্তোলন না করার আহ্বান জানান তিনি।
বাজারে প্রবর্তিত অতিরিক্ত তারল্য মুদ্রাস্ফীতির চাপ রোধে বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে পরিচালনা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি
৩৯৫ দিন আগে
সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ৮৮ হাজার ৫৩৯টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এই সময়ে মোট লেনদেনের পরিমাণ ২৫৯ কোটি টাকা। এটি বাজারে শক্তিশালী কার্যকলাপকে তুলে ধরে।
এ সময়ে লেনদেন করে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর প্রধান সূচকগুলোতেও বেড়েছে। ডিএসইএক্স সূচক ২৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৪ দশমিক ৩৫ এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৪ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ব্লু-চিপ শেয়ারগুলোর প্রতিনিধিত্বকারী ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: রবিবার প্রথম ১ ঘণ্টায় ডিএসইর সূচক কমেছে ৪২.৪৯ পয়েন্ট
৩৯৬ দিন আগে
স্বর্ণের ভরিতে কমল ১৮৯০ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২৫ নভেম্বর) জুয়েলার্স সমিতির সম্মেলন কক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পরিবীক্ষণ সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে নতুন এ দর কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায়, যা আগে ছিল ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্যাটাগরি অনুসারে বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৫৭৭ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
(১ ভরি = ১১.৬৬৪ গ্রাম)
আরও পড়ুন: স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ১০ হাজার টাকা
৩৯৮ দিন আগে
লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচক কমেছে ১৬.৬৭ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টার ব্যবধানে ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৩ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শেয়ার বাজার পর্যবেক্ষণে এই চিত্র দেখা যায়।
আগের দিনগুলোর তুলনায় লেনদেন কার্যক্রম কিছুটা স্থবির ছিল। প্রথম দুই ঘণ্টায় ১৫২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আর বুধবার একই সময়ে হওয়া লেনদেনের পরিমাণ থেকে ১৭২ কোটি টাকা এবং মঙ্গলবার ২২৪ কোটি ৩০ লাখ টাকা কমেছে। আজ ৫৪ হাজার ৬৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ৫ কোটি ২৫ লাখ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
বৃহস্পতিবারের লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১৫৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১৪০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৮৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আর ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ব্লু-চিপ শেয়ারগুলো ডিএস৩০ সূচকে ১ দশমিক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৩২ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
৪০৩ দিন আগে
৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় স্বল্পমেয়াদি অর্থায়নের ঘাটতি মেটাতে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনে আরা শিখা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের জানান, ‘অতিরিক্ত টাকা না ছাপিয়েই এই সহায়তা করা হচ্ছে। কারণ তহবিলটি কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির অধীনে আন্তঃব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’
শিখা জানান, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী এই সহায়তা চালিয়ে যেতে প্রস্তুত। এটি নির্ভর করবে ব্যাংকগুলোর চাহিদার ওপর।
আরও পড়ুন: মূল্যস্ফীতি কমাতে ৮ মাস লাগবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
এ পর্যন্ত ১০টি আর্থিকভাবে স্থিতিশীল ব্যাংক এই ব্যবস্থার মাধ্যমে ৭টি তারল্য সংকটে থাকা ব্যাংককে অর্থ সহায়তা দিয়েছে।
এই তারল্য সহায়তা সত্ত্বেও, কিছু ব্যাংক এখনও আমানতকারীদের অর্থ দিতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আগের সরকারের আমলে জালিয়াতির মাধ্যমে আগ্রাসী ঋণ বিতরণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন: মূল্যস্ফীতি রোধে নীতি সুদহার ১০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
৪০৯ দিন আগে
বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের রেকর্ডে দেখা যায়, ৫৩ হাজার ৭৬৩ লেনদেনের মাধ্যমে ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
এ সময়ে ১৬৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানি লেনদেনে করেছে। এর মধ্যে ৩১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার মূল্য।
মঙ্গলবার প্রথম ১ ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫৩৮০ দশমিক ৭৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২০০ দশমিক ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ২১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ দশমিক ৭১ পয়েন্টে পৌঁছেছে।
আরও পড়ুন: দুই শেয়ারবাজারেই দরপতন, ডিএসইর সূচকে কমেছে ৩৫ পয়েন্ট
৪১০ দিন আগে
শেয়ার বাজারে প্রথম ঘণ্টায় ১৯২ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। প্রথম ঘণ্টায় ১১টা পর্যন্ত মোট ১৯২ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ৫.৫১ কোটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের ৫৬ হাজার ৬৭৫ বার হাত বদল হয়েছে। বাজারে ৩৯৩টি কোম্পানি অংশ নেয়, যার মধ্যে ২২৩টির শেয়ারের দাম বেড়েছে, ৮৩টি কমেছে এবং ৭৬টি অপরিবর্তিত রয়েছে।
প্রধান সূচক ডিএসইএক্স ২০.৯৮ পয়েন্ট বেড়ে ৫,৩৫৪.৪১ পয়েন্টে, ডিএসইএস শারিআহ সূচক ২.৪৩ পয়েন্ট বেড়ে ১,১৯৭.৭৩ পয়েন্টে এবং ব্লু-চিপ শেয়ারগুলোর সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ৮.২৯ পয়েন্ট বেড়ে ১,৯৮৫.৭৪ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে সূচক বেড়েছে ৬৭.৫৭ পয়েন্ট
বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ঘুরে দাঁড়াচ্ছে ডিএসই
৪১২ দিন আগে
বেক্সিমকো গ্রুপে রিসিভার হলেন বাংলাদেশ ব্যাংকের ইডি
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) রুহুল আমিনকে বেক্সিমকো গ্রুপের 'রিসিভার' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার গভর্নর ড. আহসান এইচ. মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে নতুন করে অন্তর্ভুক্ত তিনজন সদস্য হলেন-নাজমা মোবারক, হাবিবুর রহমান ও ড. ফাহমিদা খাতুন। বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘রিসিভারের কাজ হবে হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।’
আরও পড়ুন: বেক্সিমকো বন্ডের সাবস্ক্রিপশন শুরু রবিবার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে গ্রেপ্তার হন।
বেক্সিমকো দেশের তৈরি পোশাক রপ্তানি ও ফার্মাসিউটিক্যাল উৎপাদনে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি।
৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে এবং সেগুলো পরিচালনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।
এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ থেকে অর্থ পাচার প্রতিরোধে সহায়তা করতে আন্তর্জাতিক আইনজীবী বা অর্থ পুনরুদ্ধার প্রতিষ্ঠানকে নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড পোস্টাল বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ'-এর কার্যক্রম পর্যালোচনা করতে ফরেনসিক অডিট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমোদন পেল বেক্সিমকো ও এসকেএফ
৪১৩ দিন আগে
বাংলাদেশ-ভারতে যাত্রী চলাচল কমেছে বেনাপোল বন্দর দিয়ে
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমেছে। বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের বিধিনিষেদের কারণে যাত্রী যাতায়াত কমে অর্ধেকের নিচে নেমেছে।
এদিকে এ কারণে এই খাতে রাজস্ব আদায়ও কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজাস্ব আসে বেনাপোল দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর থেকে। ৫ আগস্টের আগে প্রতি মাসে গড়ে ১৫ কোটি টাকার মতো রাজস্ব আয় হতো এই খাতে। বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারে রাজস্ব আদায় ৩ কোটিতে নেমে এসেছে।
আরও পড়ুন: ২ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘বেনাপোল চেকপোস্ট দিয়ে আগে ৭ হাজার থেকে ৮ হাজার যাত্রী যাতায়াত করত। ৫ আগস্টের পর যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাস ভিসা না দেওয়ায় যাত্রী সংখ্যা নেই বললেই চলে।’
বেনাপোল থেকে কোলকাতার দূরত্ব কম হওয়ায় অধিকাংশ পাসপোর্ট যাত্রী এই পথে ভারতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে ভারতে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশই রোগী। তবে পর্যটন, ব্যবসা, শিক্ষার্থীদের সংখ্যা নেই বললেই চলে। ভারত সরকার ভিসা দেওয়া সীমিত করার পর বেকায়দায় পড়েছে রোগীরা। ভারত সরকার বিজনেস ভিসা না দেওয়ায় দেশের বৃহত্তর স্থল বন্দর দিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে।
ভারতে চিকিৎসা করতে যাওয়া সবুজ হোসেন বলেন, ‘আমি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি।বর্তমানে ভিসার খুব সমস্যা। আবেদনের দীর্ঘদিন পর কোনো রকমে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা পেলেও ভ্রমণ ভিসা একদমই নেই। আগামী দিনে আর ভিসা পাব কি না সন্দেহ আছে।’
ভারতগামী যাত্রী দীপা রানী বলেন, ‘আগে থেকে জানতাম ইমিগ্রেশনে অনেক মানুষ থাকে। অনেক ভিড় থাকত। কিন্তু আজ এসে দেখলাম মানুষজন একেবারে নেই বললেই চলে। আমরা খুব নিরিবিলি যাচ্ছি। এখন যেহেতু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।আমাদের ভিসা শেষ পর্যায়ে। পরবর্তীতে আর ভিসা পাব কি না জানি না।’
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ৪৭৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি
৪১৪ দিন আগে
সিঅ্যান্ডএফ এজেন্ট সংযুক্তি প্রক্রিয়ায় এনবিআরের ৬ কর্মকর্তাকে নিযুক্ত
আমদানিকারকদের সিঅ্যান্ডএফ এজেন্টদের সংযুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছয় কর্মকর্তাকে নিযুক্ত করেছে।
কর্মকর্তারা হলেন- ফরহাদ খান পাঠান, রাজীব দাস, মোতারিফ, হাবিবুল ইসলাম, রুহুল আমিন ও শামসুন নাহার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত ও জালিয়াতি রোধে বাংলাদেশ কাস্টমস এজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে।
বর্তমানে আইএম-৪ এর আওতায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্ট মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: অনলাইনে কর দিতে ১০ লাখ করদাতা নিবন্ধন করেছেন: এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অফিস, কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন, সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও আইটি কর্মকর্তাদের আবেদনপত্র অপারেশন ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদনক্রমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রামের কাস্টম হাউস, ঢাকার কাস্টম হাউস, বেনাপোলের কাস্টম হাউস এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা ও সিলেটে দায়িত্বরত আইটি কর্মকর্তাদের অন্য অফিসে বদলির ফলে আমদানিকারকের নির্ধারিত সিঅ্যান্ডএফ এজেন্টের সঙ্গে সংযুক্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাংলাদেশ কাস্টমস এজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রয়োজনীয় প্রবেশাধিকার গ্রহণ করবেন এবং আইএম-৪ এর আওতায় আমদানিকারক প্রতিষ্ঠানের আবেদন অফিসের অপারেশন ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সিস্টেম ব্যবস্থাপনার প্রক্রিয়া গ্রহণ করবেন।
আরও পড়ুন: শেয়ার বাজারে মূলধনি মুনাফার ওপর কর কমিয়েছে এনবিআর
৪১৬ দিন আগে