ক্রিকেট
‘স্বপ্ন পূরণে’ ধরলায় জেগে ওঠা চরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা
কুড়িগ্রামে ব্যক্তিগত উদ্যোগে নদীর বুকে জেগে ওঠা চরের সাড়ে ৩ একর জমি লিজ নিয়ে ‘প্রত্যয় ক্রিকেট একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন স্থানীয় ক্রিকেটার নাজমুল হুদা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে এটির উদ্বোধন উপলক্ষে একাডেমির মাঠে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল।
কুড়িগ্রামের ক্রিকেটার নাজমুল হুদা লাকু ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার সময় আহত হওয়ার পর কুড়িগ্রামে ফিরে আসেন। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ক্রিকেট একাডেমি গড়ে তোলার। সেই লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদী তীরবর্তী পাঙ্গারচরে প্রায় সাড়ে ৭ লাখ টাকায় সাড়ে ৩ একর জমি লিজ নিয়ে সেখানে ক্রিকেট একাডেমির কার্যক্রম শুরু করেন। এই একাডেমি গড়ে তুলতে পরিবারসহ নিজের জমানো ১৭ লাখ টাকা ব্যয় করেছেন তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
উদ্বোধনী খেলায় প্রত্যয় ক্রিকেট একাডেমি ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে সৃজন স্মৃতি ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানে সংগ্রহ করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে সৌরভ। দলের অপর বোলার মারুফ ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।
প্রত্যয় ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা লাকু জানান, ঢাকায় খেলতে গিয়ে কবজিতে আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে যাই। কিন্তু ক্রিকেট আমার রক্তে। তাই কুড়িগ্রামে ফিরে এসে স্টেডিয়ামে যুক্ত হই। কিন্তু সেখানে নানান ইভেন্ট থাকায় আলাদা একটি মাঠের প্রয়োজন অনুভব করি। সেই লক্ষ্যে প্রথমে বাড়িতে একাডেমির কাজ শুরু করি। বয়সভিত্তিক খেলায় ফলাফলও ভালো হতে থাকে। পরে সঞ্চিত অর্থ ও বাবা এবং ভাইয়ের সহযোগিতা নিয়ে সদর উপজেলার পাঙ্গার চরে ধরলা নদীর তীর ঘেঁষে উঁচু এলাকা খুঁজে পাই। পরে গ্রামবাসীকে আমার স্বপ্নের কথা বলি। তারাই আগ্রহী হয়ে আমাকে সাড়ে ৩ একর জমি ৫ বছরের জন্য লিজ দেন। এভাবে প্রত্যয় ক্রিকেট একাডেমির কার্যক্রম শুরু করি। আমার স্বপ্ন একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি গড়ে তোলার।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু জানান, লাকু ক্রিকেট পাগল ছেলে। জেলার বয়সভিত্তিক খেলোয়াড় সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। একাডেমিকে বড় করতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: নারী ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে জয় বাংলাদেশের মেয়েদের
৬৯৫ দিন আগে
বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ১৭.৪ ওভারে ১৩৮/২ পৌঁছে যায় চট্টগ্রাম।
তানজিদ হাসান ৪০ বলে ৫০ রান করেন। টম ব্রুস ৪৪ বলে ৫১ রানের সুবাদে অপরাজিত থাকেন এবং তার দলকে জয়ের দিকে নিয়ে যান।
আরও পড়ুন: ব্যাংককে সুরা কৃষ্ণ চাকমার জয়জয়কার
এর আগে সিলেটের স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৭/৪ সংগ্রহ করে। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও জাকির হাসান ২৬ বলে ৩১ রান করেন।
চট্টগ্রামের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে চার ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন বিলাল খান।
এটি চ্যালেঞ্জার্সের জন্য টানা তৃতীয় জয় ছিল এবং এর সঙ্গে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল।
তবে খুলনা টাইগার্স যদি দুরদান্ত ঢাকার বিপক্ষে পরের ম্যাচটি জিতে যায় তবে তারা শীর্ষস্থান থেকে চ্যালেঞ্জার্সকে হটিয়ে দেবে।
চ্যালেঞ্জার্স শেষ চারে জায়গা নিশ্চিত করার পথে থাকলেও চার ম্যাচে চারটি পরাজয় সিলেট স্ট্রাইকার্সের জন্য কাজটি কঠিন করে তুলেছে।
আরও পড়ুন: নারী ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে জয় বাংলাদেশের মেয়েদের
বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৭০০ দিন আগে
নারী ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে জয় বাংলাদেশের মেয়েদের
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
টস জিতে দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। অধিনায়ক সুমাইয়া আক্তার ২৪ বলে ৩২ রান করেন।
এছাড়া বাংলাদেশের হয়ে আরবিন তানি ৩১, সুমাইয়া সুবর্ণা ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।
আরও পড়ুন: শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা সানিয়া মির্জার পরিবারের
বাংলাদেশের দুইটি উইকেট নেন আনোশা নাসির।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান তোলে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ওপেনার আইমান ফাতিমা ৩৯ ও আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন।
আফিয়া আসিমারা পাকিস্তানের ২টি এবং ফারিয়া আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
এরপর ২৩ রান ও একটি উইকেট দখল করা জাতীয় স্পিনার রাবেয়া খান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে বুধবার একই ভেন্যুতে ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ব্যাংককে সুরা কৃষ্ণ চাকমার জয়জয়কার
৭০১ দিন আগে
বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চকর ম্যাচে শনিবার সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে ৫০ বলে অপরাজিত থেকে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আভিশকা ফার্নান্দো।
আভিশকার দুর্দান্ত পারফরম্যান্স একটি দুর্দান্ত জয়ের স্কোরে নিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। আভিশকার অসাধারণ পারফরম্যান্স বরিশালকে খুব চ্যালেঞ্জের মুখে ফেলে এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে ১০ রানে হেরে যায়।
আভিশকার আক্রমণ সামলাতে বরিশালের বোলাররা হিমশিম খায়, কার্টিস ক্যাম্ফার ৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে আহমেদ শেহজাদের ১৭ বলে আগ্রাসী ৩৯ ও মেহেদী হাসান মিরাজের ১৬ বলে ৩৫ রানের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বরিশাল বীরত্বের সঙ্গে লড়াই করে।
আরও পড়ুন: ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
তবে, কার্টিস ক্যাম্ফারের অসাধারণ বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে খেলাটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে মোড় নেয়।
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল সবাই এই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। বরিশালের ব্যাটিং লাইন অনেকটাই তাদের ওপর নির্ভরশীল থাকলেও তামিম ৩৩, মুশফিক ২৩ ও মাহমুদউল্লাহ মাত্র ৩ রান করতে সমর্থ হয়েছিলেন।
এই পরাজয় এখন পর্যন্ত খেলা চার ম্যাচে বরিশালের টানা তৃতীয় পরাজয়। অন্যদিকে চ্যালেঞ্জার্স সমানসংখ্যক ম্যাচে তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুরকে হারিয়ে বরিশালের জয়
৭০২ দিন আগে
চোখের সমস্যায় সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসানের অব্যাহত চোখের সমস্যার কারণে চিকিৎসা পরামর্শের জন্য আজ রবিবার (২১ জানুয়ারি) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিপিএল শুরুর আগে চোখের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সাকিব। সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি থেকে সহজেই অনুমান করা যায়, সাকিবের চোখের সমস্যা অব্যাহত রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন, সাকিব ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন।
শনিবার তিনি বলেন, হ্যাঁ, তিনি আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। বিপিএলে খেলা চালিয়ে যেতে পারবেন কি না তা নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর। তাদের পরামর্শ মেনে চলতে হবে। বিপিএল মিস করবে সাকিবকে।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুরকে হারিয়ে বরিশালের জয়
গত বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি চোখ সংক্রান্ত সমস্যার কারণে পারফর্ম করতে যে অসুবিধার সম্মুখীন হন তা প্রকাশ করেন।
তারপরও শনিবার রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে দুই উইকেট নেন সাকিব।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিপিএলে সাকিবের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখের সমস্যা থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছেন তিনি।’
আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
৭০৮ দিন আগে
বিপিএল ২০২৪: রংপুরকে হারিয়ে বরিশালের জয়
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর রাইডার্সের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ফরচুন বরিশাল।
৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় পেয়েছে ফরচুন বরিশাল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর রাইডার্স। পরে তাদের নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
শামীম হোসেনের ৩৪ রানের ইনিংস ও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানদের অবদান তাদের একটি ভালো ইনিংস উপহার দেয়।
এছাড়া ফরচুন বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। তাদের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
ফরচুন বরিশাল চাপের মুখে পড়লেও তামিম ইকবাল (৩৫), মুশফিকুর রহিমের (২৬) শক্তিশালী অবদান ও শোয়েব মালিকের (১৭*) দুর্দান্ত ইনিংস দলকে জয় এনে দেয়।
মাহমুদউল্লাহ রিয়াদের ১১ বলে ১৯ রানও গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।
সাকিব আল হাসান ও হাসান মুরাদ রংপুর রাইডার্সের হয়ে ২টি করে উইকেট নিলেও নার্ভ ধরে রাখে ফরচুন বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
৭০৯ দিন আগে
বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্পটলাইটে এসেছেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে প্রথম ম্যাচেই এল হ্যাটট্রিক। এদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে কুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসরের সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড এটি। এর আগেরটিই করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীর।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, আলিস ইসলাম, আল আমিন হোসেন ও মোহাম্মদ সামি।
বিপিএল ২০২৪- এর উদ্বোধনী ম্যাচে ঢাকা ৬ উইকেটে ১৪৩ রানে ভিক্টোরিয়ান্সকে আটকে দেয়। এছাড়া ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান করেন।
আরও পড়ুন: ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
ভিক্টোরিয়ান্স চারটি বিপিএল শিরোপা নিয়ে গর্ব করলেও দুর্দান্ত ঢাকা অভিষেক করছে এবারের আসরে।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
৭০৯ দিন আগে
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে অভিষিক্ত দুর্দান্ত ঢাকা।
ঢাকার জয়ের মধ্য দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম।
আরও পড়ুন: আইপিএলে সুযোগ না পেলেও বিপিএল নিয়ে আশাবাদী তাসকিন
টস জিতে ঢাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভিক্টোরিয়ান্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়।
ভিক্টোরিয়ান্সের পক্ষে ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান যোগ করেন। ইনিংসের শেষ ৩ বলে নিজের প্রথম হ্যাটট্রিক করে লাইমলাইটে আসেন শরিফুল ইসলাম।
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে সফল হয় ঢাকা।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
প্রথম উইকেটে মোহাম্মদ নাঈম ও দানুশকা গুনাথিলাকার ১০০ রানের জুটি ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দেয়। নাঈম ৪০ বলে ৫২ ও দানুশকা ৪১ রান করেন। ২৪ রান যোগ করেন ইরফান শুক্কুর।
কুমিল্লার হয়ে তানভীর আহমেদ ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিলেও পরাজয় এড়াতে ব্যর্থ হয় তারা।
বিপিএলের প্রথম ম্যাচে স্টেডিয়ামে প্রায় পূর্ণ দর্শক উপস্থিতি দেখা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
৭১০ দিন আগে
ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
দুর্নীতি দমন আইন লঙ্ঘনের দায়ে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
৩২ বছর বয়সী নাসিরের বিরুদ্ধে ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসির আনা তিনটি অভিযোগ স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই
অভিযোগের মধ্যে রয়েছে- ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার প্রকাশ না করা- বিশেষ করে একটি নতুন আইফোন ১২। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি হলো আইফোন-১২ এর মাধ্যমে দুর্নীতিতে জড়িত হওয়ার আমন্ত্রণ সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ প্রকাশ না করা এবং তৃতীয় অভিযোগটি হলো তার বিরুদ্ধে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সঠিক ও সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে অস্বীকারের মাধ্যমে অসহযোগিতা করেছেন তিনি।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ও তার স্ত্রী-শাশুড়ির জামিন, চার্জ গঠন ২৪ জানুয়ারি
একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নাসির ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে ১১৫টি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছেন। এই সময়ে ৩৯টি উইকেটসহ তার ক্যারিয়ারে যোগ করেন ২ হাজার ৬৯৫ রান। আন্তর্জাতিক বিরতি সত্ত্বেও ঘরোয়া অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি। এছাড়া সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন নাসির।
নাসিরের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৭ এপ্রিল। তবে নিষেধাজ্ঞার স্থগিত অংশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে নাসির আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবেন।
আরও পড়ুন: বিসিবি সভাপতির মেয়াদ আরও ১ বছর বাড়ানোর ইঙ্গিত পাপনের
৭১২ দিন আগে
বিসিবি সভাপতির মেয়াদ আরও ১ বছর বাড়ানোর ইঙ্গিত পাপনের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন অন্তত আরও এক বছরের জন্য বিসিবির দায়িত্ব বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই ইঙ্গিত দেন।
আরও পড়ুন: চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন: পাপন
নাজমুল বলেন, ‘সবেমাত্র মন্ত্রী হয়েছি। প্রথমে মন্ত্রণালয়ের দিকে মনোনিবেশ করা যাক। যেহেতু এটি খেলাধুলার বিষয়, তাই এটি আমার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
দুই ভূমিকার বিপরীতধর্মী চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার উন্নতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
আরও পড়ুন: নারী ক্রিকেট নিয়ে ব্যর্থতা স্বীকার করল পাপন
তিনি বলেন, ‘চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা সম্ভব।’
নাজমুল বলেন, বর্তমান মেয়াদই হবে তার শেষ মেয়াদ।
আইসিসির বিভিন্ন কমিটিতে তার সদস্যপদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তত এ বছর আমাকে সভাপতি হতে হবে।’
নাজমুল বর্তমানে আইসিসির মনোনয়ন কমিটি এবং এইচআর অ্যান্ড রিমিউনারেশন কমিটিতে রয়েছেন।
আরও পড়ুন: সাকিবকে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখনই আমরা তাকে পাই না: পাপন
২০১২ সাল থেকে এক দশকেরও বেশি সময় ধরে বিসিবির নেতৃত্ব দিয়ে দীর্ঘতম মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের সিংহাসন পাকাপোক্ত হওয়ায় সংসদ সদস্য ও ক্রিকেট কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাকে বিসিবির মুকুট জয়ের আশায় আরও এক বছর অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন
৭১৭ দিন আগে