������������������������
ক্রীড়াক্ষেত্রে মণিপুরীরা সুনামের সঙ্গে অবদান রাখছে: পররাষ্ট্রমন্ত্রী
ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সঙ্গে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
একই সঙ্গে তাদের ক্রীড়ানৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।
শুক্রবার (১ ডিসেম্বর) তিনি সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহা বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ মণিপুরী স্পোটর্স অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে চারটি খেলার মাঠ বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে দুটি মাঠের অনুমোদন পাওয়া গেছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের
মহিলা ফিদে রেটিং দাবা: রাউন্ড-৩-এর পর শীর্ষস্থানে চার খেলোয়াড়
বাংলাদেশ দাবা ফেডারেশন হল-রুমে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচের পর শনিবার (২১ অক্টোবর) মহিলা ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে শীর্ষস্থানে থাকা চারজন খেলোয়াড় পুরো তিন পয়েন্ট অর্জন করেছেন।
নেতারা হলেন- মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ও মহিলা ক্যান্ডিডেট নুসরাত জাহান আলো।
অন্য তিনজন খেলোয়াড়— মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ এবং আরশিয়া দাস আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
শনিবার দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় রাউন্ডে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম তাসনিয়া তারান্নুম অর্পাকে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা নীলাভা চৌধুরীকে, আফরিন জাহান মুনিয়া মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, জিন্নাত আক্তার শাহনাজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান দিবাকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জেসমিন আক্তারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ঠাকুর জানিয়া হককে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো আয়েশা আক্তার হাবিবাকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা রাইবা সোবহান অধরাকে, আর্শিয়া দাস সামিরা আক্তারকে ও সুরাইয়া আক্তার জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার সাবেকুন নাহার তনিমা মহিলা ফিদে মাস্টার ওয়াদিফার সঙ্গে ড্র করেন।
বিকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ আফরিন জাহান মুনিয়াকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম সুরাইয়া আক্তারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো জিন্নাত আক্তার শাহনাজকে, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ অহনা দেকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।
মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা আর্শিয়া দাসের সঙ্গে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস মহিলা ক্যান্ডিডেট মাস্টার সাবিকুন নাহার তনিমার সঙ্গে ড্র করেন।
একই ভেন্যুতে রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে চতুর্থ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতার মাস্টারস ওপেন দাবায় ৭৮তম স্থানে বাংলাদেশের ফাহাদ
কাতার মাস্টার্স ওপেন দাবা ২০২৩-এ ৭৮তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) মোহাম্মদ ফাহাদ রহমান।
শুক্রবার কাতারের দোহাতে নবম ও চূড়ান্ত রাউন্ডের ম্যাচের পর সাড়ে চার পয়েন্ট অর্জন করেছেন তিনি।
চূড়ান্ত রাউন্ডের পরে ফাহাদ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ৭১তম স্থানে ছিলেন এবং পরে টাইব্রেকিং পদ্ধতিতে তিনি ৭৮তম স্থান অর্জন করেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত নবম রাউন্ডের ম্যাচে মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের এস তেজা রবির সঙ্গে ড্র করেন।
এ ইভেন্ট থেকে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের রেটিং ৭ বৃদ্ধি পেয়েছে।
সাত পয়েন্ট করে নিয়ে উজকেস্তানের দুই গ্র্যান্ড মাস্টার ইয়াকুববয়েভ নদিরবেক চ্যাম্পিয়ন ও আব্দুসাত্তারভ নদিরবেক রানার-আপ হন।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসন ৬ পয়েন্ট পেয়ে ১৬তম হয়েছেন।
৩১ টি দেশের ৫৮ জন গ্র্যান্ড মাস্টার, ৬ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৫৬ জন আন্তর্জাতিক মাস্টার ও দুইজন নারী আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৫৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন।
৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো শুরু রবিবার
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।
আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন: আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের (বিএসএফ) ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৩৮টি সাঁতার ইভেন্টে (পুরুষ ও নারীদের জন্য ১৯টি করে ইভেন্ট), তিনটি ডাইভিং ইভেন্ট এবং একটি ওয়াটার পোলো ইভেন্টে ৫২টি দলের প্রায় ৫৫০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ছাড়াও চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল এবং প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদদেরও পুরস্কার দেওয়া হবে।
বিএসএফের সাধারণ সম্পাদক এমবি সাইফ শনিবার বিওএ'র ডাচ-বাংলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএসএফের সহসভাপতি এম আবদুল হামিদ এবং স্পন্সর ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ উপস্থিত ছিলেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএসএফের জ্যেষ্ঠ সহসভাপতি ও প্রতিযোগিতার স্পন্সর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
ক্যান্সার খুঁজতে দেহের ভিতর সাঁতার কাটবে রোবট
এশিয়ান গেমস কাবাডি: থাইল্যান্ডের বিপক্ষে সান্ত্বনার জয় বাংলাদেশের
এশিয়ান গেমসে তিনবারের রৌপ্য পদক জয়ী বাংলাদেশ পুরুষ কাবাডি দল ১৯তম এশিয়ান গেমসে তাদের শেষ গ্রুপ এ ম্যাচে থাইল্যান্ডকে ৪৫-২৯ পয়েন্টে হারিয়ে সান্ত্বনামূলক জয় নিয়ে এবারের পর্ব শেষ করেছে।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) হ্যাংজুতে জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে এই জয় পায় বাংলাদেশ।
এর আগে, উদ্বোধনী ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে পরাজিত করলেও বাংলাদেশ দল ভারতের কাছে ১৫-৫৫ পয়েন্টে এবং চাইনিজ তাইপের কাছে ১৮-৩১পয়েন্টে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল।
গ্রুপের চারটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপ থেকে বিদায় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: এশিয়ান ফাইভস হকি: অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল
শুক্রবারের সেমিফাইনালে ভারত খেলবে পাকিস্তানের সঙ্গে আর ইরানের মুখোমুখি হবে চাইনিজ তাইপে।
বাংলাদেশ মহিলা কাবাডি দলও প্রথম ম্যাচে নেপালের কাছে ২৪-৩৭ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে এবং শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ১৬-৫৪ পয়েন্টে হেরেছে।
আরও পড়ুন:এশিয়ান গেমস দাবা: কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হারল বাংলাদেশ
এশিয়ান গেমস দাবা: কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হারল বাংলাদেশ
শনিবার চীনের হাংঝুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে দাবার দ্বিতীয় রাউন্ডে পুরুষদের দলগত ইভেন্টের ম্যাচে কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান কিরগিজস্তানের আইএম মার্কভ মিখাইলকে এবং বাংলাদেশের জিএম জিয়াউর রহমান কিরগিজস্তানের এফএম সেজদবেকভ রুসলানকে পরাজিত করেন।
আরও পড়ুন: এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
দিনের অন্য দুই ম্যাচে জিএম এনামুল হোসেন রাজিব ও জিএম নিয়াজ মুর্শেদ কিরগিজস্তানের ইএম ওরোজবায়েভ এলদিয়ার ও এফএম ঝাকশিলিকভ এরজানের কাছে পরাজিত হন।
আরও পড়ুন: এশিয়ান নারী ফুটবল: বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ
এশিয়ান ফাইভস হকি: অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল
বাংলাদেশ মহিলা হকি দল ১০ দলের মহিলা এশিয়ান হকি ফাইভ-এ-সাইড (৫ সদস্য) বিশ্বকাপ বাছাইপর্বের অষ্টম স্থানে থেকে শোচনীয়ভাবে শেষ করেছে।
সোমবার ওমানের সালালায় তাদের শেষ খেলায় চাইনিজ তাইপেই এর কাছে ৮-৫ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
দুই দলের মধ্যে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচটি প্রথমার্ধে ৪-৪ গোলে অপারিজত থাকে উভয় দল।
দিনের লড়াই শেষে চাইনিজ তাইপেই নারীরা বাংলাদেশের আগে কেবলমাত্র সপ্তম স্থানেই শেষ করেনি বরং গত সপ্তাহে গ্রুপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাদের ৫-১০ গোলের পরাজয়ের মিষ্টি প্রতিশোধও নিয়েছে।
তাদের প্রথম ফাইভ-এ-সাইড আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশের সেরা খেলোয়াড় অর্পিতা পাল চারটি গোল করেন এবং ইরিন আক্তার রিয়া চাইনিজ তাইপের বিপক্ষে একটি গোল করেন।
আরও পড়ুন: জাল্লিকাট্টুর অনুমতি দিল ভারতের উচ্চ আদালত, প্রাণী অধিকার গোষ্ঠীর সমালোচনা
এর আগে গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপে’র কাছে ১০-৫ গোলে, ইরানকে ৯-৩ গোলে এবং স্বাগতিক ওমানকে ৯-২ গোলে এবং ইন্দোনেশিয়ার কাছে ৪-৭ গোলে এবং হংকংয়ের কাছে ৭-১০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
বাংলাদেশ মহিলা দল: সুমি আক্তার, মুক্তা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও ইরিন আক্তার রিয়া।
এদিকে, মঙ্গলবার (২৯ আগস্ট) ওমানের সালালায় ভারতের বিপক্ষে এশিয়ান হকি ফাইভ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের অভিযান শুরু করবে বাংলাদেশ পুরুষ দল।
বাংলাদেশ জাতীয় পুরুষ হকি ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় বাছাই পর্বে অংশ নিতে শনিবার ওমানে পৌঁছেছে।
বাংলাদেশ পুরুষ দল: অসীম গোপ, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সরোয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।
আরও পড়ুন: আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের আরাফাত
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের আরাফাত
আগামী ২৬ আগস্ট থেকে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে (আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বার্লিন ম্যারাথন এবং আয়রনম্যান মালয়েশিয়া) অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের ৩২ বছর বয়সী মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত।
বাংলাদেশ ব্যাংকে কর্মরত আরাফাত ‘লিমিটলেস লাইফ’-এর মূলমন্ত্র অনুসরণ করে ইতোমধ্যেই ৯বার বাংলা চ্যানেল অতিক্রম করে সাড়া ফেলেছেন।
এছাড়াও, মাত্র ২০দিনে দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দেওয়াসহ বিভিন্ন ব্যতিক্রমী অর্জনের জন্য বহুবার শিরোনামে এসেছেন তিনি। ইতোপূর্বে মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন আয়রনম্যান ইভেন্টে অংশও নিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই যাত্রায় আরাফাতের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য নিউট্রিশন ব্র্যান্ড নিউট্রি প্লাস।
এ বিষয়ে আরাফাত বলেন, ‘আসন্ন ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই আনন্দিত। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আশা করি এই আসরগুলোতে অংশ নিয়ে আমি আমার দেশের জন্য গর্ব ও আনন্দ বয়ে আনতে পারব। এই যাত্রায় আমাকে সহযোগীতা করার জন্য কেয়ার নিউট্রিশন লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড নিউট্রি প্লাসকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
কেয়ার নিউট্রিশনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এডি বেয়ারনট বলেন, ‘বাংলাদেশের প্রতিভাবান ট্রায়াথলেট হিসেবে নতুন লক্ষ্যে অগ্রসর মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এই তরুণ ক্রীড়াবিদের সাথে কাজ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আমার বিশ্বাস, আরাফাতের সাথে আমরা ইতিহাস গড়ার সাক্ষী হতে যাচ্ছি।’
আয়রনম্যান ট্রায়াথলন হল ৩ দশমিক ৯ কিমি সাঁতার, ১৮০ দশমিক ২ কিমি সাইকেল রাইড এবং ৪২ দশমিক ২ কিমি ম্যারাথন দৌড় সমন্বয়ে একটি প্রতিযোগিতা, যা বিশ্বের সবচেয়ে কঠিন একদিনের ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: সৌদির আল হিলালে যাচ্ছেন নেইমার
এএফসি কাপ খেলতে সিলেটে পৌঁছেছে মালদ্বীপের ক্লাব ঈগলস ও ঢাকা আবাহনী
বাংলাদেশে কবে কাবাডি লিগ টুর্নামেন্ট হবে!
টানটান উত্তেজনা নিয়ে দর্শকরা ঘিরে রেখেছে ১০ বাই সাড়ে ১২ মিটারের একটি আয়তাকার ক্ষেত্র। দু’পাশে সাতজন করে খেলোয়াড়। এরমধ্যে হঠাৎ একজন একদমে হা-ডু-ডু-ডু-ডু করতে করতে বিপরীত পাশে থাকা দলের
দিকে এগিয়ে গেল। দম থাকা অবস্থায় প্রতিপক্ষের খেলোয়াড়দের ছুঁয়ে দিয়ে নিজের ঘরে ফিরতে হবে তার। দম আর শক্তির এই খেলায় সে কি ঘরে ফিরতে পারবে, না কি প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হয়ে নিজেই খেলা থেকে ছিটকে পড়বে?
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও উত্তেজনাপূর্ণ হা-ডু-ডু খেলার এমন আয়োজন এখন বলতে গেলে আর চোখেই পড়ে না।
ইট-কাঠের নগরে খেলার জায়গা সংকুচিত হয়ে আসা আর নাগরিক ব্যস্ত জীবনের কারণে শহরে তো বটেই, গ্রামেও হা-ডু-ডু খেলা এখন আর খুব বেশি দেখা যায় না। বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময়ের অত্যন্ত জনপ্রিয়।
আরও পড়ুন: নড়াইলে জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
এই খেলাটিরই অনন্য সংস্করণ কাবাডি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
জাতীয় খেলার মর্যাদা আর ফেডারেশন প্রতিষ্ঠার বাইরে গ্রামাঞ্চলে তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও কাবাডি নিয়ে আর আগের মতো উত্তেজনা নেই। অর্থায়ন আর পৃষ্ঠপোষকতা সংকটের মত নানান কারণে দেশে দক্ষ ও
পেশাদার কাবাডি খেলোয়াড় গড়ে উঠছে না। বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে এশিয়ান গেমসের কাবাডি খেলায় নিয়মিত অংশগ্রহণ করছে। তবে ফলাফল হিসাব করলে দেখা যাবে সেখানেও তেমন দৃশ্যমান কোনো উন্নতি নেই।
১৯৯০, ১৯৯৪ ও ২০০২ সালের এশিয়ান গেমস আসরের কাবাডি (পুরুষ) খেলায় রৌপ্যপদক আর ১৯৯৮ ও ২০০৬ সালের আসরে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশ, ২০১০ থেকে পরের আসরগুলোয় প্রথম চারেই থাকতে পারেনি।
বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে সাধারণত ক্রিকেটকেই বিবেচনা করা হয়। এছাড়া ফুটবল, টেনিস, হকি, ভলিবল, হ্যান্ডবল, গলফের মতো আন্তর্জাতিক খেলাগুলোও দেশে একদম কম জনপ্রিয় নয়।
বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বাংলাদেশের মানুষের কাছে খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। আবার হা-ডু-ডু’র মত খেলাগুলো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতিনিধিত্ব করে। দেশে কাবাডির পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে রয়েছে নৌকাবাইচ, লাঠি খেলা, বলি খেলা ইত্যাদি।
ক্রীড়াপ্রেমীদের মাঝে কাবাডিকে জনপ্রিয় করে তুলতে এ সম্পর্কিত সব ধরণের খবর নিয়ে পারিম্যাচ নিউজ তো রয়েছেই।
শুধুমাত্র বাংলাদেশ নয়, কাবাডি পুরো ভারতীয় উপমহাদেশ জুড়েই জনপ্রিয় খেলা। প্রতিবেশি দেশ ভারত সাম্প্রতিক সময়ে কাবাডির মত আঞ্চলিকভাবে জনপ্রিয় খেলাগুলোকে বিশ্ব পর্যায়ে তুলে ধরতে বিভিন্ন
উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে রয়েছে পেশাদার কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা।
২০১৪ সালে ভারত প্রথমবারের মতো ‘প্রো কাবাডি লিগ’ আয়োজন করে। আইপিএল ও বিপিএল এসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতোই জনপ্রিয়তা অর্জন করে প্রো কাবাডি লিগ। করোনা মহামারির কারণে একবছর বাদ দিয়ে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরই আয়োজিত হয়েছে এই তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট।
এ বছরের ০৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে প্রো কাবাডি লিগের দশম আসর, যার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ভিভো।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা শুরু
এছাড়া, অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে ড্রিম১১ ও এ২৩ রামি। আয়োজনটির গর্বিত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে পারিম্যাচ নিউজ, আলট্রাটেক সিমেন্ট ও জিন্দাল প্যানথার।
প্রো কাবাডি লিগের মত টুর্নামেন্ট আয়োজনের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এর মাধ্যমে ভারতে একদিকে আবার জনপ্রিয়তা পেতে শুরু করেছে কাবাডি, অন্যদিকে এর মাধ্যমে দক্ষ কাবাডি খেলোয়াড়রা বের হয়ে আসছেন।
প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের কৌশল ও নৈপুণ্য দেখানোর সুযোগ পাচ্ছেন অনেক তরুণ খেলোয়াড়। এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় পর্যায়েও এখন গড়ে উঠছে কাবাডি দল ও ক্লাব। জাতীয় খেলা কাবাডির জনপ্রিয়তা বাড়াতে প্রতিবেশি দেশের মতো বাংলাদেশেও এধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। দেশে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে স্পন্সর না পাওয়াকে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়।
তবে উল্লেখ্য যে, সম্প্রতি ত্রিদেশীয় প্রো-বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়, যার স্পন্সর হিসেবে সহযোগিতা করে এক্সসেল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনও যদি এরকম স্পন্সরদের আকৃষ্ট করতে পারে, তাহলে প্রতিবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করাও কঠিন হবে না।
দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করা হলে জেলা-উপজেলা পর্যায় থেকে খেলোয়াড়রা বের হয়ে আসার সুযোগ পাবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরাদের বাছাই করার সুযোগ পাবে ফেডারেশন। এতে করে আন্তর্জাতিক
পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো জাতীয় দল গঠন করা আরও সহজ হবে।
একদিকে বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যদিকে জাতীয় খেলাকেও আমরা দিতে পারব যথাযোগ্য মর্যাদা।
আরও পড়ুন: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল
জাল্লিকাট্টুর অনুমতি দিল ভারতের উচ্চ আদালত, প্রাণী অধিকার গোষ্ঠীর সমালোচনা
প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর সমালোচনার মধ্যেই ভারতের উচ্চ আদালত জাল্লিকাট্টু (ষাঁড়-মানুষের লড়াই) খেলাকে অব্যাহত রাখার অনুমতি দেওয়ার রায় দিয়েছেন। এটি দেশটির দক্ষিণ রাজ্য তামিলনাড়ুতে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উদযাপিত হয়।
বৃহস্পতিবার এই রায় দেন দেশটির সর্বোচ্চ আদালতের বিচারকেরা।
এসময় পাঁচজন বিচারক বলেছেন যে রাজ্য সরকার পশুদের ব্যথা ও কষ্ট কমাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, দেশে খেলাধুলা এবং অন্যান্য ষাঁড়ের দৌড় অব্যাহত থাকতে পারে।
প্রাণী অধিকার সংস্থাগুলো আদালতে আবেদন করেছিল যে জাল্লিকাট্টু একটি রক্তের খেলা ও বিপজ্জনক। জনাকীর্ণ এলাকা থেকে পালানোর চেষ্টার সময় ষাঁড়গুলো প্রায়ই তাদের আরোহী ও পথচারীদের আক্রমণ করে।
শতাব্দী পুরনো এই খেলাটি তামিলনাড়ুতে জানুয়ারি মাসে চার দিনের পোঙ্গল ফসলের উৎসবের সময় অত্যন্ত জনপ্রিয়, যেখানে শত শত ষাঁড় একটি উন্মুক্ত আনন্দ উৎসবে প্রতিযোগিতা করে।
ড্রামের বাজনা ও জনতার উল্লাসের মধ্যে একজন মানুষ একটি বড় ষাঁড়ের পিঠের উপর লাফিয়ে ওঠে এবং ষাঁড়টির কুঁজে শক্তভাবে ঝুলে থাকে।
যদি সে ৩০ সেকেন্ড বা তিনটি লাফ বা ১৫ মিটার (৪৯ ফুট) দূরত্ব যাওয়া পর্যন্ত ষাঁড়টির কাধে টিকে থাকতে পারে, তবে তার রান্নার হাঁড়ি, কাপড়, সাইকেল, মোটরবাইক বা গাড়ির মতো পুরস্কার জেতেন।
পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (পিটা) -এর ভারতীয় মুখপাত্র পূরবী জোশিপুরা বলেছেন, আদালতের এই রায় ‘আমাদের দেশকে বিশ্বের চোখে আরও পশ্চাৎপদ হিসেবে দেখাবে।’
পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস, একটি বিশ্বব্যাপী প্রাণী অধিকার সংস্থা। এটি ভারতের শীর্ষ আদালতে অভিযোগ করে দেশে এ ধরনের খেলাধুলা বন্ধের দাবি জানিয়েছে।
জোশিপুরা বলেন, মানুষ ও পশু মারা যাওয়া ও আহত হওয়া সত্ত্বেও আদালত এ রায় দিয়েছেন।
তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে কমপক্ষে ১০৪ জন পুরুষ ও শিশু এবং ৩৩টি ষাঁড় মারা গেছে। আরও মৃত্যু ঠেকাতে অন্যান্য দেশগুলো এই ধরনের খেলা নিষিদ্ধ করার জন্য অগ্রসর হচ্ছে।’
এর আগে ২০১৪ সালে দেশটির সুপ্রিম কোর্ট বলেছিল যে জাল্লিকাট্টু প্রাণীদের অধিকার এবং নিষ্ঠুরতা প্রতিরোধ আইন লঙ্ঘন করেছে।
দুই বছর আগে ফেডারেল সরকার জাল্লিকাট্টু ও গরুর গাড়ি দৌড় অব্যাহত রাখার অনুমতি দেয়। প্রাণী অধিকার সংস্থাগুলো তখন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়।
পরে, তামিলনাড়ু রাজ্য সরকারও একটি আইন প্রণয়ন করে জানায় যে তারা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে, যা জালিকাট্টুকে চালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে।
বৃহস্পতিবার, শীর্ষ আদালত ফেডারেল ও রাজ্য সরকারের পদক্ষেপকেই বহাল রেখেছে।