এশিয়া
উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২০
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও বেশ কিছু মানুষ আহত হয়েছে।
রাজ্যের পিলিভিট জেলায় শুক্রবার মধ্যরাতে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি গাড়ি খাদে পড়ে গেলে ৬ জন নিহত ও ৫ জন আহত হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, চিত্রকুটে বাস-ট্রাক সংঘর্ষে আরও ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এছাড়া কনৌজ জেলায় একটি বেসরকারি বাস একটি পানির ট্যাঙ্কারকে ধাক্কা দিলে ৮ যাত্রী নিহত ও ১৯ জন আহত হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভারতে প্রায়ই অতিরিক্ত যাত্রী, রাস্তাঘাটের খারাপ অবস্থা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়।
৩৮৬ দিন আগে
পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ৮ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সামরিক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রদেশের দুটি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে একজন রিং লিডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, সেখান থেকে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ছয় জঙ্গি নিহত হয়। নিহতরা ওই এলাকায় বেসামরিক নাগরিকদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৩৮৭ দিন আগে
ফিলিপাইনে ট্রাকচাপায় নিহত ৭
ফিলিপাইনে পথচারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় চাপা পড়ে অন্তত ৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কোটাবাটো প্রদেশে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ চিফ মাস্টার সার্জেন্ট রিচি ডেসুলগা জানান, সকালে মাকিলালা শহরের একটি মহাসড়কে সারের বস্তা বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী, যানবাহন ও সড়কের পাশের একটি বাড়িতে চাপা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া সারের বস্তার নিচে চাপা পড়েছেন হতাহতরা।
আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেসুলগা।
৩৮৯ দিন আগে
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর ব্যাপক সমালোচনার মুখে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল।
কিমের স্থলাভিষিক্ত হিসেবে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ুং-হিউককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি কিমকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরপরই বুধবার পদত্যাগ করেন তিনি। ইয়ুনের পিপলস পাওয়ার পার্টির নেতারাও সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার জন্য তার অপসারণেরও দাবি জানিয়েছেন।
এমতাবস্থায় দায় স্বীকার করে কিম বলেন, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। জনসাধারণের ‘উদ্বেগ ও বিভ্রান্তি’র জন্য ক্ষমাও চান তিনি।
আরও পড়ুন: বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
সামরিক আইনের ডিক্রি জারি এবং পরে প্রত্যাহারের পর পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ইয়ুন। এরই মধ্যে ছয়টি বিরোধী দল তাকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে। শুক্রবার বা শনিবার মধ্যরাতের মধ্যে এ বিষয়ে সংসদে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি।
মঙ্গলবার গভীর রাতে আকস্মিক ভাষণে সামরিক আইন জারির মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এমনকি তাদের কৌঁসুলিদের অভিশংসন এবং একটি সরকারি বরাদ্দ প্রস্তাব আটকে দেওয়ার চেষ্টা করার কথা উল্লেখ করা হয়েছে।
তবে ৩০০ আসনের সংসদের ১৯০ ভোটে আইনপ্রণেতারা দ্রুত আদেশটি বাতিল করে দেন। ফলে ইয়ুন আদেশ প্রত্যাহার করে বুধবার ভোরেই মোতায়েন করা সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেন।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ভিয়েতনামের ৩৮ পর্যটক নিখোঁজ
৩৮৯ দিন আগে
বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
প্রবল বন্যায় মালয়েশিয়া এবং দক্ষিণ থাইল্যান্ডে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। উভয় দেশ আরও প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটির পূর্ব উপকূলে পাঁচ দিনের অপ্রত্যাশিতভাবে কেলানতান ও তেরেঙ্গানুতে ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বন্যায় বিস্তীর্ণ ধানখেত ডুবে গেছে। এতে কৃষকদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্রমবর্ধমান পানির কারণে আটকে পড়াদের উদ্ধার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে নৌকা ব্যবহার করে।
আরও পড়ুন: ‘সারা’র প্রভাবে হন্ডুরাসের উত্তর উপকূলে বন্যা ও ভূমিধসের সতর্কতা
বন্যার পানি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় নিজের জিনিসপত্র বাঁচানোর চেষ্টার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন কেলানতানের টুমপাট জেলার শ্রমিক আইয়ুব ওথমান।
আরেকজন গ্রামবাসী আসমাহ ইব্রাহিম তার বাড়ি মেরামতের আর্থিক বোঝা নিয়ে হতাশা প্রকাশ করেন। বাড়ি মেরামতে অন্তত ৪০ হাজার রিঙ্গিত (৯ হাজার ডলার) খরচ হবে বলে ধারণা করছেন তিনি।
আনোয়ার সংসদে বলেন, বন্যা সম্পর্কিত অবকাঠামো মেরামতের পরিমাণ ১ বিলিয়ন রিঙ্গিত (২২৪ মিলিয়ন ডলার) হতে পারে। বন্যায় যাদের সম্পদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত কমলেও আবহাওয়াবিদরা রবিবার থেকে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
আরও পড়ুন: সুমাত্রা দ্বীপে ভূমিধস-বন্যায় নিহত ১৬
ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকাংশই কেলানতান ও তেরেঙ্গানু। এই বন্যায় মালয়েশিয়ায় ছয়জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, বন্যায় তিন লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল ও ৯৮টি স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়া ৩৪ হাজার ৩৫৪ জন মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাত মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকারী দল এবং সরঞ্জাম মোতায়েন করছে।
বন্যার কারণে পর্যটন খাতেও ধস নেমেছে। মালয়েশিয়ার কর্মকর্তারা সতর্কতামূলকভাবে দক্ষিণ থাইল্যান্ডের জনপ্রিয় অবকাশ যাপনের গন্তব্যগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
৩৯০ দিন আগে
থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনও ছয়টি প্রদেশ পানিতে নিমজ্জিত রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় থাইল্যান্ডের ১০টি প্রদেশের ৬ লাখ ৬৪ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৯ হাজার বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
থাই সরকারের ডেপুটি মুখপাত্র সাসিকর্ন ওয়াথানাচান জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে আর্তদের সহায়তায় দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ জোরদার, জনস্বাস্থ্য কর্মী ও পরিবহনের পাশাপাশি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাঝারি মাত্রার উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং দক্ষিণ চীন সাগরের নিম্নাঞ্চল, দক্ষিণ থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপর দিয়ে অগ্রসর হওয়া একটি নিম্নচাপের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলের নিম্ন এলাকার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের আগামী কয়েকদিন আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
৩৯০ দিন আগে
দক্ষিণ কোরিয়ায় ভিয়েতনামের ৩৮ পর্যটক নিখোঁজ
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট দ্বীপ জেজু থেকে ৩৮ জন ভিয়েতনামি পর্যটক নিখোঁজ হয়েছেন।
গত ১৪ নভেম্বর ভিয়েতজেট এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে অন্তত ৯০ জন ভিয়েতনামি পর্যটক দ্বীপটিতে পৌঁছেছিলেন। তাদের মধ্যে ৩৮ জন সফরসূচির শেষ স্টপেজে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফিরতি ফ্লাইটে উঠতে ব্যর্থ হয়ে নিখোঁজ হন।
সাধারণত ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত বিদেশিরা দ্বীপটিতে থাকতে পারেন। ফলে ১৪ ডিসেম্বরের পর ভিয়েতনামের পর্যটকরা অবৈধ অভিবাসীতে পরিণত হবেন।
দ্বীপটির অভিবাসন অফিস নজরদারি সিসি ক্যামেরা পরীক্ষা করে তাদের অবস্থান জানার চেষ্টা করছে।
৩৯০ দিন আগে
বেপরোয়া গাড়ি চালানোর দায়ে জাপানে যুবকের ৮ বছরের জেল
২০২১ সালে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে ২৩ বছর বয়সী এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছে জাপানের একটি আদালত।
ওই বছরের ৯ ফেব্রুয়ারি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওইটার একটি চৌরাস্তায় ডানদিকে মোড় নেওয়া একটি গাড়িকে ধাক্কা দিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেন অভিযুক্ত।
এ ঘটনায় ২০২২ সালের ডিসেম্বরে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা মামলা করেন আইনজীবীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে রায় দিয়েছে স্থানীয় ওইটা জেলা আদালত।
মামলার শুনানিতে গাড়ি চালানোর সর্বোচ্চ গতির সীমা পার ও পরোক্ষ হত্যাকাণ্ডের অভিযোগ এনে যুবকের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে বিচারে ৮ বছরের কারাদণ্ড ধার্য করে আদালত। তবে আদালত ২৩ বছর বয়সী ওই আসামির নাম প্রকাশ করেনি।
৩৯৪ দিন আগে
আরও ৪ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গোয়েন্দা বাহিনীর অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের খাইবার জেলায় অভিযান চালায়। অভিযানে চার সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়েছে।
আইএসপিআর জানায়, অভিযানের সময় সন্ত্রাসীদের অবস্থান কার্যকরভাবে কাজে লাগানো হয়। ওই এলাকা থেকে বাকি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে।
সেনাবাহিনী বলেছে, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৩৯৪ দিন আগে
মিয়ানমারের এক মহাসড়কে ১০ মাসে দুর্ঘটনায় নিহত ৮২
চলতি বছরের ১০ মাসে মিয়ানমারের ইয়াঙ্গুন-মান্দালয় মহাসড়কে ১৭৪টি সড়ক দুর্ঘটনায় ৮২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৩২৫ জন আহত হয়েছেন।
১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা বলে শুক্রবার দেশটির সড়ক পরিবহন প্রশাসন বিভাগের (আরটিএডি) এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর মহাসড়কে দুর্ঘটনা, প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা বেড়েছে। সে সময় ১৩৭টি দুর্ঘটনা ৭৭ জন নিহত হন এবং ২৭৬ জন আহত হন।
মিয়ানমারে দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের ত্রুটি, মানুষের ভুল, পাশাপাশি খারাপ রাস্তা এবং আবহাওয়া পরিস্থিতি। তবে দেশটিতে বেশিরভাগ ট্র্যাফিক দুর্ঘটনা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ঘটে।
৫৮৭ কিলোমিটার দীর্ঘ ইয়াঙ্গুন-মান্দালয় এক্সপ্রেসওয়ে দেশের বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়কে যুক্ত করেছে।
৩৯৫ দিন আগে