এশিয়া
ভারতে দুই রাজ্যের নির্বাচন, জনপ্রিয়তার পরীক্ষায় মোদি
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারতের পশ্চিমাঞ্চলীয় শিল্প কেন্দ্র মহারাষ্ট্র এবং খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ডের লাখ লাখ মানুষ রাজ্য নির্বাচনে ভোট দিচ্ছে। বুধবারের (২০ নভেম্বর) এই নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল এবং এর আঞ্চলিক অংশীদারদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।
মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য এবং আর্থিক ও বিনোদন রাজধানী মুম্বাইয়ের অবস্থান। রাজ্যটিকে বর্তমানে শাসন করছে মোদির ভারতীয় জনতা পার্টি ও একটি হিন্দু জাতীয়তাবাদীর জোট। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড রাজ্য শাসন করছে কংগ্রেস পার্টিসহ বিরোধী জোট।
দুই রাজ্যেই বড় জনসভা করেছেন মোদী। মাত্র চার মাস আগে তার দল ধাক্কা খেয়েছে এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে ক্ষমতায় এসেছে। আঞ্চলিক অংশীদারদের সহায়তা নিয়ে তৃতীয় মেয়াদের সরকার গঠন করেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে না
রাজ্য নির্বাচনের আগে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মোদী লিখেছিলেন, ‘এই উপলক্ষে, আমি সকল তরুণ ও নারী ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি।’
মোদীর জীবনী লেখক ও রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেছেন, ‘এই বিধানসভা নির্বাচনে পরিবর্তন মোদীর নেতৃত্বের কৌশলে নেতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি বলেন, ‘আগামী বছর দিল্লি ও বিহার রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপির উপর এর প্রভাব পড়বে।’
শনিবার দুই রাজ্যে ভোট গণনা হবে।
জাতীয় নির্বাচনে বিপর্যয়ের পর বিজেপি অক্টোবরে হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভ করে আবার গতি ফিরে পেয়েছে। সেখানে জরিপকারীরা বিরোধী কংগ্রেস দলের পক্ষে সহজ জয়ের পূর্বাভাস দিয়েছিলেন।
আরও পড়ুন: যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুটের সন্ধান মেলেনি এখনও
৪০৪ দিন আগে
দিল্লি দূষণ: দশম, দ্বাদশ ছাড়া সব শ্রেণির ক্লাস চলবে অনলাইনে
গত কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে থাকায় সোমবার থেকে দিল্লি এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) স্টেজ ৪ জারি করেছে। দিল্লির বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ‘অত্যন্ত গুরুতর’ ক্যাটাগরিতে নেমে এসেছে।
রবিবার বিকেল ৪টার দিকে দিল্লির একিউআই স্কোর দ্রুত বেড়ে ৪৪১ এবং সন্ধ্যা ৭টায় তা বেড়ে ৪৫৭ হয়ে যায়। এরপর জিআরএপি উপকমিটির জরুরি বৈঠকে স্টেজ-৪ জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
জিআরএপির স্টেজ-৪ এর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দিল্লিতে প্রয়োজনীয় পণ্য বহনকারী এবং প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারী ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক প্রবেশ বন্ধ করা এবং নির্মাণ ও উচ্ছেদ অভিযান নিষিদ্ধ করা।
এদিকে, দূষণের কথা বিবেচনা করে দিল্লি সরকার দশম ও দ্বাদশ ছাড়া অন্য সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে। স্কুলের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে, এসব শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনলাইন মোডে ক্লাস করবে। দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শারীরিক ক্লাস আগের মতো চলতে থাকবে।
রাজু লাল নামে এক ব্যক্তি বলেন, ‘আমার দুই সন্তান এখানে পড়ে, একজন নবম শ্রেণিতে এবং অন্যজন দশম শ্রেণিতে। আমি দশম শ্রেণিতে পড়া সন্তানকে দিয়েছি স্কুলে দিলাম। নবম শ্রেণিতে পড়ুয়া শিশুটির অনলাইন ক্লাস। দূষণ শিশুদের বেশি প্রভাবিত করে।’
বাতাসের গুণমান ক্রমাগত খারাপ হতে থাকায় গুরুগ্রাম শহরে ধোঁয়াশার পুরু আস্তরণ তৈরি হয়েছে।
এছাড়া হরিয়ানার নুহ প্রশাসন সরকারি নির্দেশ অনুযায়ী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে।
নুহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসের নির্দেশ অনুসারে, হরিয়ানার নুহ জেলার সবি সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রশাসন সব ব্লক শিক্ষা কর্মকর্তাকে তাদের নিজস্ব ব্লকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে।
৪০৬ দিন আগে
ইমরান খানের মুক্তির দাবি মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্যের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির জন্য চাপ দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ৪৬ জন আইনপ্রণেতার একটি দল। তারা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের অনুসন্ধানের ভিত্তিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিদায়ী প্রেসিডেন্ট বরাবর লেখা একটি চিঠিতে, কংগ্রেসের সদস্যরা জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন “হাউস রেজু্ল্যুশন ৯০১” এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর পদক্ষেপ নিতে। জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গৃহীত এই প্রস্তাবে পাকিস্তানের ক্রমবর্ধমাণ মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিক স্বাধীনতা হাসের বিষয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করে জানিয়েছে, ‘রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৬ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখে ইমরান খানের মুক্তির জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
আরও পড়ুন: বিয়ের মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও তার স্ত্রী
কংগ্রেস সদস্য সুসান ওয়াইল্ড এবং জন জেমসের নেতৃত্বে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সমালোচনা করা হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়, তিনি পাকিস্তানি-আমেরিকান সম্প্রদায়ের উদ্বেগের বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছেন এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করেননি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে অনিয়মের বিষয়টি তুলে ধরে একে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন কংগ্রেস সদস্যরা। তারা বলেন, এই নির্বাচনে জালিয়াতি, পিটিআই দমন এবং পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বিপক্ষে ফলাফল উল্টে দেওয়া হয়েছে।
তারা নির্বাচনের পর পরিস্থিতির আরও অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে গণগ্রেপ্তার, অযৌক্তিক আটক, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা।
কুরেশির আহ্বান: কারাবন্দি নেতাদের মতামত নেওয়ার জন্য পিটিআই নেতৃত্বকে তাগিদ
এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহ মেহমুদ কুরেশি তার দলের বিরুদ্ধে অভিযোগ করেন, চার দশকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার বাইরে রাখা হয়েছে।
শনিবার আদালতে হাজিরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুরেশি পিটিআই নেতাদের প্রতি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দি সিনিয়র সদস্যদের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি পিটিআই নেতৃত্বকে অনুরোধ করছি, যখনই সম্ভব আমাদের কাছে আসুন এবং বর্তমান অচলাবস্থা কাটানোর উপায় নিয়ে আমাদের মতামত নিন।’
সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পিটিআইকে আহ্বান জানান শাহ মেহমুদ কুরেশি।
তিনি ইমরান খানের প্রতি তার আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন এবং ২৪ নভেম্বরের প্রতিবাদে সমর্থন জানান। কুরেশি পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের প্রতিবাদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে জোটের শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সমালোচনা না করে গণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট গঠনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুরেশি এ মন্তব্য করেছেন। সেখানে চলমান সংকটের মধ্যে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।
সূত্র: এজেন্সিি
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
৪০৬ দিন আগে
চীনে ছুরিকাঘাতে নিহত ৮
চীনের পূর্বাঞ্চলীয় উক্সি শহরের একটি কারিগরি স্কুলে শনিবার ছুরিকাঘাতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সির ছোট শহর ইক্সিংয়ে উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে বলে জানায় ইক্সিং পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলের শু নামে ২১ বছর বয়সি এক শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, শু পরীক্ষায় ফেল করেছেন।। এছাড়া স্নাতক ডিগ্রি অর্জন করতে না পারা এবং তার ইন্টার্নশিপের বেতন পরিশোধ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তারা বলেছেন, শু হতাশ হয়ে সহিংস এ হামলা চালান।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১
পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, যেখানে ভুক্তভোগীরা রাস্তায় পড়ে রয়েছেন এবং পথচারীরা সাহায্য করার চেষ্টা করছেন।
অন্যদিকে, চীনের সামাজিকমিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেমন উয়েবো, শুধু পুলিশের বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু ঘটনার কোননো ছবি বা ভিডিও নেই।
সংবেদনশীল বা রাজনৈতিক বিষয়বস্তুর ওপর চীনা সরকারের সেন্সরশিপের কারণে এমনটি হতে পারে। এছাড়া, চীনে গুগলসহ পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম এবং সার্চ ইঞ্জিনগুলোর প্রবেশাধিকার নেই। কারণ গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিত দেশের কঠোর ইন্টারনেট নিয়মকানুনের ফলে এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ বা সীমাবদ্ধ থাকে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনে এটি দ্বিতীয় ভয়াবহ আক্রমণ। এর আগে দক্ষিণ চীনের ঝুহাইয়ে একটি ক্রীড়া কেন্দ্রে মানুষের ওপর গাড়ি তুলে দেন এক ব্যক্তি। ওই ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন।
অক্টোবর মাসে, এক ব্যক্তি বেইজিংয়ের একটি স্কুলে শিশুদের ছুরিকাঘাত করে পাঁচজনকে আহত করেন। সেপ্টেম্বর মাসে, সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। সাংহাই হামলার সন্দেহভাজন ওই ব্যক্তি আর্থিক বিবাদের কারণে শহরে গিয়ে ওই হামলা চালান বলে বলা হয়েছে খবরে। একই মাসে, এক জাপানি স্কুলছাত্রকে শেনজেনে তার স্কুলে যাওয়ার পথে ছুরি মেরে হত্যা করা হয়।
আরও পড়ুন: নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
৪০৭ দিন আগে
ধোঁয়াশার কারণে পাকিস্তানের দুই শহরে জরুরি অবস্থা জারি
ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার। পাশাপাশি সেখানকার দুটি প্রধান শহর মুলতান ও লাহোরে লকডাউন জারি করেছে প্রশাসন।
ধোঁয়াশার কারণে কয়েক সপ্তাহ ধরে ধোঁয়াশায় পাঞ্জাবে দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে ইতোমধ্যে প্রায় ২০ লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
এরপর শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় পদক্ষেপের নেওয়ার ঘোষণা দেন প্রাদেশিক মন্ত্রী মরিয়ম অওরাঙ্গজেব।
ঘোষণায় মেডিকেল স্টাফদের জন্য ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রেস্তোঁরাগুলো বিকাল ৪টায় বন্ধ এবং বিমানের সর্বশেষ উড্ডয়ন রাত ৮টা পর্যন্ত সীমিত করা হয়েছে।
মুলতান ও লাহোর শহরে লকডাউন আরোপ করে শহরদুটির সব নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
মন্ত্রী অওরাঙ্গজেব বলেন, ‘ধোঁয়াশা এখন জাতীয় বিপর্যয়ে রূপ নিয়েছে। এই সমস্যা এক মাস বা এক বছরে শেষ হয়ে যাবে না। তিন দিন পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শুক্রবার এক কোটি ১০ লাখ জনসংখ্যার শহর লাহোরের কিছু অংশে বায়ু মানের সূচক ৬০০ ছাড়িয়ে যায়। সূচক ৩০০ এর বেশি হলে তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন গম রোপণ মৌসুমের শুরুতে ফসল পোড়ানো কার্যক্রমের পাশাপাশি বিপুল সংখ্যক যানবাহন, শিল্প ও নির্মাণ কাজ এই বিপজ্জনক ধোঁয়াশার কারণ।
তবে আগামী কয়েকদিন বৃষ্টি ও বাতাসের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের জাতীয় আবহাওয়া কেন্দ্র। এর ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
৪০৭ দিন আগে
ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলের একটি হাসপাতালে নবজাতক ইউনিটে অগ্নিকাণ্ডে ১০ জন নবজাতক মারা গেছে। এ সময় আরও ১৬ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি শহরের একটি হাসপাতালে এই আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তা বিমল কুমার দুবে জানান, ওই ওয়ার্ডে ৫৫ শিশু ভর্তি ছিল। ৪৫ জন শিশুকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক শনিবার হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি ভুক্তভোগী পরিবারের প্রতি সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তদন্তের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘আমরা এই দুঃখজনক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করব এবং কঠোর ব্যবস্থা নেব। এই কঠিন সময়ে সরকার ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে রয়েছে।’
দমকল কর্মীরা পৌঁছানোর পর দেখতে পান, ওয়ার্ডটি আগুন এবং ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। উদ্ধারকারীদের জানালার কাঁচ ভেঙে নবজাতক শিশুদের কাছে পৌঁছাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর উদ্ধার কাজ শুরু হয়। ফলে শিশুদের সরিয়ে নিতে দেরি হয়।
এই দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নিবিড় যত্ন ইউনিটে (আইসিইউ) আগুনের সাইরেন স্থাপন করা হয়েছিল, তবে অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেগুলো আগুনের সময় কাজ করেনি। হাসপাতালের স্টাফরা ধোঁয়া ও আগুনের লক্ষণ দেখার পর পদক্ষেপ নেন।
সন্তান হারানো এক বাবা নরেশ কুমার বলেন, ‘যদি সুরক্ষা সাইরেন কাজ করত, তাহলে আমরা তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারতাম। আরও জীবন বাঁচাতে পারতাম।’
আখতার হুসেনের ছেলেকে উদ্ধার করে পাশের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনিও একই কথা বলেন। হাসপাতালে আরও ভালো সুরক্ষা প্রোটোকল থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত।
আরও পড়ুন: কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৩
৪০৮ দিন আগে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয়
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে দেশটির নতুন মার্কসবাদী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।
নির্বাচনে ২২৫টি আসনের মধ্যে এনপিপি ১৫৯টি আসনে জয়লাভ করেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আর এনপিপির নিটকতম প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টি পেয়েছে মাত্র ৪০টি আসন।
১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোই দ্বীপরাষ্ট্রটি শাসন করে আসছিল। তবে চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে সেসব দলকে পেছনে ফেলে জয়ী হন প্রেসিডেন্ট দিশানায়েকে ও তার জোট এনপিপি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী দিশানায়েকের জয়
অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় সংসদ নির্বাচনে এনপিপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। সংসদের নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসনে জয়ের প্রয়োজন ছিল এনপিপির। তবে বিপুল ব্যবধানে জয়ের ফলে সিদ্ধান্ত গ্রহণে অন্য দলের ওপর আর নির্ভর করতে হবে না দলটির।
এনপিপির শীর্ষ কর্মকর্তা তিলভিন সিলভা এই বিজয়কে ‘সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যের ফল’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, দেশের সব প্রান্তরের ভোটাররা একক কর্মসূচির পক্ষে ভোট দিয়েছেন। এজন্য বিশেষ করে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের তামিল ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজেদের সম্প্রদায়ের বাইরের একজন নেতার ওপর আস্থা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলভা।
তিনি বলেন, ‘আমরা এই জয়ের গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছি। জনগণ আমাদের ওপর অগাধ আস্থা রেখেছে এবং আমাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে।’
শ্রীলঙ্কার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থায় সংসদীয় ২২৫টি আসনের মধ্যে ১৯৬টি আসনে দলগুলো প্রতিনিধি দিতে পারে। প্রতিটি জেলায় প্রাপ্ত ভোটের অনুপাত অনুসারে দলগুলোর মধ্যে এই আসনগুলো বণ্টন করা হয়। অবশিষ্ট ২৯টি আসনকে ‘জাতীয় তালিকার আসন’ বলা হয়। দেশব্যাপী স্বতন্ত্র দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাত অনুসারে সেগুলো বণ্টন করা হয়।
৪০৮ দিন আগে
নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নেপালের পশ্চিমাঞ্চলে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার ভোরে দারচুলা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ওই গাড়িতে মোট ১৩ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় ভোর ৪টার দিকে দারচুলা জেলায় একটি মহাসড়ক থেকে প্রায় ৩০০ মিটার গভীর খাদের নিচে পড়ে যায়।
জেলা পুলিশের মুখপাত্র ছত্র বাহাদুর রাওয়াত বলেন, ‘মল্লিকার্জুন মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীরা ওই গাড়িতে ফিরছিলেন।’
তিনি সিনহুয়াকে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নেপালের পার্বত্য এলাকায় এ নিয়ে গত আট দিনে চারবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল।
৪০৯ দিন আগে
পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে দুটি পৃথক অভিযানে ১২ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশ ও উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় প্রথম সেনা অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় চার সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্য ও রেলওয়েকর্মীসহ অন্তত ২৬ জন নিহত এবং প্রায় ৬২ জন আহত হওয়ার পাঁচ দিন পর বেলুচিস্তানে এই সেনা অভিযান চালানো হলো।
শনিবারের হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বলে, রেলস্টেশনে উপস্থিত সেনা সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
বেলুচিস্তানের স্বাধীনতা চেয়ে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী বিএলএ। তবে শনিবারের হামলার পর পাকিস্তানের প্রশাসন গোষ্ঠীটিকে নির্মূল করার অঙ্গীকার করে।
অন্যদিকে, আজ ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আট জঙ্গিকে হত্যা ও ছয়জনকে আহত করেছে বলে পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবানের সদস্য, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। এরা আফগানিস্তানের তালেবানের ঘনিষ্ঠ মিত্র।
বিবৃতিতে আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৪১০ দিন আগে
শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোট চলছে
শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হয়েছেন লঙ্কানরা। দেশটির এই নির্বাচনকে মার্কসবাদী নতুন প্রেসিডেন্টের দলের ক্ষমতাকে সুসংহত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ শাসন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে। এর পর থেকে দ্বীপরাষ্ট্রটি শাসন করে আসছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো। চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরোনো দলগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে।
তবে দিশানায়েকের ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় বৃহস্পতিবারের নির্বাচনে তার দলের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ বেড়েছে।
২২৫ সদস্যের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে হলে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টিকে অবশ্যই উল্লেখযোগ্যভাবে ভোট বাড়াতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে তারা যে ৪২ শতাংশ আসনে জিতেছিল। তবে ২২৫ আসনের সংসদের নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসবে জয় পেতে হবে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এনপিপির জন্য বড় চ্যালেঞ্জ হলো দলটি শ্রীলঙ্কার রাজনৈতিক দৃশ্যপটে তুলনামূলকভাবে নবাগত। এছাড়া দলটির অনেক প্রার্থী ঐতিহ্যবাহী দলগুলোর সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে একেবারে নতুন মুখ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী দিশানায়েকের জয়
শ্রীলঙ্কার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থায় সংসদীয় ২২৫টি আসনের মধ্যে ১৯৬টি আসন রয়েছে। এই ব্যবস্থার অধীনে প্রতিটি জেলায় প্রাপ্ত ভোটের অনুপাত অনুসারে দলগুলোর মধ্যে আসন বণ্টন করে।
অবশিষ্ট ২৯টি আসনকে জাতীয় তালিকার আসন বলা হয়। দলগুলোর দেশব্যাপী প্রাপ্ত মোট ভোটের অনুপাত অনুসারে দল এবং স্বতন্ত্র দলগুলোর মাঝে বণ্টন করা হয়।
নির্বাচিত সংসদ সদস্য পদে ১৯৬টি আসনের বিপরীতে ৮ হাজার ৮২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী সাজিথ প্রেমাদাসা এবং তার সামাগি জানা বালাওয়েগায়া বা ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টি এনপিপির প্রধান প্রতিদ্বন্দ্বী।
দিশানায়েকে তার দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় ভোটারদের সংসদে নির্বাচিত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যাতে তিনি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য তাকে একটি জোটের উপর নির্ভর করতে না হয়।
শুক্রবার নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কানদের জন্য এই নির্বাচন একটি সিদ্ধান্তমূলক সময় হিসেবে সামনে এসেছে। কারণ, সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে দেশটি। এর আগে ২০২২ সালে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেউলিয়া ঘোষণা করা হয় দ্বীপরাষ্ট্রটিকে।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
৪১০ দিন আগে