এশিয়া
ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনে মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়ে ১৩০
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ট্রামির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত ও নিখোঁজের সংখ্যা প্রায় ১৩০ জনে পৌঁছেছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেসব এলাকার বাসিন্দাদের উদ্ধার করা প্রয়োজন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ফিলিপাইনের সরকারের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জে চলতি বছরে এ পর্যন্ত আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক এই ঘূর্ণিঝড়ে অন্তত ৯০ জন নিহত ও ৩৬ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বাতাঙ্গাস প্রদেশের হ্রদ তীরবর্তী শহর তালিসে থেকে নিখোঁজ হওয়া এক গ্রামবাসীকে মাটি খুঁড়ে বের করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে তালিসের সাম্পালোক গ্রামের একটি জঙ্গলাকীর্ণ শৈলশিরার খাড়া ঢাল থেকে কাদা, পাথর ও গাছের স্তূপে বেশ কয়েকটি লাশ পাওয়া যায়।
শনিবার ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি অঞ্চল পরিদর্শন করে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, ঝড়ের কারণে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে - যার মধ্যে কিছু অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক থেকে দুই মাসের সমান বৃষ্টিপাত দেখা গেছে।
বন্যা নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান মার্কোস।
তিনি আরও বলেন, 'পানি অনেক বেশি। আমাদের উদ্ধার কাজ এখনও শেষ হয়নি। অনেক এলাকা এখনও বন্যার কবলে রয়েছে এবং সেখানে বড় ট্রাকও পৌঁছানো যাচ্ছে না সেজন্য উদ্ধারে বিলম্ব হচ্ছে।’
আরও পড়ুন: ফিলিপাইনে মৌসুমি ঘূর্ণিঝড়ে নিহত ২০, নিখোঁজ ১৪
ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ৫০ লাখেরও বেশি মানুষ, যাদের মধ্যে কয়েকটি প্রদেশের ৫ লাখ মানুষ ৬ হাজার ৩০০টিরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
ট্রামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮২৫ মিলিয়ন পেসো (প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার)। কৃষিখাতে ক্ষতি হয়েছে ১ হাজার ৪৩২ বিলিয়ন পেসো (২৪.৫ মিলিয়ন ডলার)।
এদিকে তৃতীয় দিনের মতো স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আন্তঃদ্বীপ ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে, হাজার হাজার লোক আটকা পড়েছে।
প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। ২০১৩ সালে, টাইফুন হাইয়ান, সবচেয়ে শক্তিশালী রেকর্ড করা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি, যার ফলে ৭ হাজার ৩০০ জনেরও বেশি লোক মারা বা নিখোঁজ হয়েছিল এবং পুরো গ্রাম চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ঝড়টি এই সপ্তাহের শেষে ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ‘ট্রামি’র আঘাতে নিহত বেড়ে ৮১, নিখোঁজ ২০
৪২৮ দিন আগে
ফিলিপাইনে ‘ট্রামি’র আঘাতে নিহত বেড়ে ৮১, নিখোঁজ ২০
ম্যানিলা, ২৫ অক্টোবর (সিনহুয়া/ইউএনবি)- চলতি সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ৪৭ জন এবং ম্যানিলার দক্ষিণ-পূর্বে বিকোল অঞ্চলে ২৮ জন নিহত হয়েছেন।
এছাড়া, মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের বিভিন্ন এলাকায় ট্রামিজনিত চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: প্রায় ২০ বছর পর কম্বোডিয়ায় বিরল মাছের সন্ধান
ফিলিপাইনের কোস্টগার্ড শুক্রবার বিকেলে জানিয়েছে, তাদের কর্মীরা নয় বছর বয়সী এক শিশু ও এক মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে।
চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ১১তম টাইফুন ট্রামি দেশটির প্রধান লুজন দ্বীপের ওপর দিয়ে বয়ে যায়, যা বিকোল ও ক্যালাবারজোন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সঙ্গে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অন্তত ১৫টি অঞ্চলের ২৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪২৯ দিন আগে
পাকিস্তানে পৃথক বন্দুকযুদ্ধে ১৯ জঙ্গি নিহত
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিনটি পৃথক বন্দুকযুদ্ধে সংঘর্ষে ১৯ জঙ্গির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুর জেলায় রাতভর প্রথম অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে হত্যা করে সেনারা।
বাজুরে বিদ্রোহীদের একটি গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এছাড়াও ডেরা ইসমাইল খান এলাকায়ও সংঘর্ষের কথা জানা গেছে।
আরও পড়ুন: পাকিস্তানে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত
আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ পাকিস্তানি তালেবানের সাবেক শক্ত ঘাঁটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে কর্মকর্তারা ১০ জঙ্গিকে গুলি করে হত্যা করেছে।
নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
আরও পড়ুন: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলা, ২ সেনাসহ চারজনের মৃত্যু
৪৩০ দিন আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলা, ২ সেনাসহ চারজনের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই সেনা সদস্য ও তাদের সঙ্গে কর্মরত দুই মালপত্র বহনকারী নিহত এবং তিন সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর থেকে প্রায় ৫৭ কিলোমিটার পশ্চিমে বারামুল্লা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে অবস্থানরত জঙ্গি ও ভারতীয় সেনাদের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।
কর্মকর্তারা জানান, জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা এসময় প্রতিরোধ গড়ে তোলে। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময় চলে।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, আজ (২৪ অক্টোবর) সন্ধ্যায় গুলমার্গের পর্যটন কেন্দ্রের কাছে বোটাপাথরিতে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা। এই হামলায় দুই সেনা ও দুই বেসামরিক কুলি নিহত এবং তিন সেনা আহত হয়েছেন।
ওই এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠিয়ে হামলাকারীদের সন্ধানে চিরুনি অভিযান শুরু করেছে।
এ ঘটনার তিন দিন আগেই অঞ্চলটির গান্দেরবাল এলাকায় একটি ক্যাম্পে হামলায় ছয় অস্থানীয় নির্মাণ শ্রমিক এবং একজন স্থানীয় চিকিৎসক নিহত হন।
৪৩০ দিন আগে
প্রায় ২০ বছর পর কম্বোডিয়ায় বিরল মাছের সন্ধান
প্রায় দুই দশক ধরে ‘মেকং নদীর ভূত’ নামের এক মাছ দেখা যায়নি কম্বোডিয়ার কোনো জলাশয়ে। তবে দীর্ঘদিন পর ফের সেই মাছের দেখা মিলেছে দেশটিতে।
আবারও দৈত্যাকার এই কার্প জাতীয় মাছের দেখা পেয়েছে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের অধীনে এবং দেশটির মৎস্য প্রশাসনের নেতৃত্বে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল।
আরও পড়ুন: কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১৯
এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৫ সাল থেকে এই অস্বাভাবিক আকৃতির স্যামন মাছ দেখা যায়নি। ফলে মাছের এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল। তবে ফের দৈত্যাকার এই মাছের সন্ধান মেলা বিজ্ঞান মহলে একটি উল্লেখযোগ্য ঘটনা।
কম্বোডিয়ার সোয়ে রিয়েং বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক বুনিয়েথ চ্যান বলেন, ‘জায়ান্ট স্যামন কার্পের পুনরাবিষ্কার শুধু এই প্রজাতির জন্যই নয়, পুরো মেকং বাস্তুতন্ত্রের জন্য আশার সঞ্চার করবে।’
‘মেকং বাস্তুতন্ত্র পৃথিবীর সবচেয়ে উৎপাদনশীল বাস্তুতন্ত্রগুলোর একটি, মেকং নদীতে প্রতি বছর ২০ লাখ টনেরও বেশি মাছ উৎপাদিত হয় এই বাস্তুতন্ত্রে, যার মূল্য ২০০ কোটি ডলারেরও বেশি।’
পুনরাবিষ্কারের পর এই মাছকে সুরক্ষিত প্রজাতির তালিকায় যুক্ত করেছে কম্বোডিয়ার মৎস্য প্রশাসন।
আরও পড়ুন: বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-কম্বোডিয়া এফটিএ চুক্তিতে সম্মত
৪৩২ দিন আগে
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় আট শিশু ও দুই নারীসহ অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে রাজ্যের ধৌলপুর এলাকায় জয়পুরগামী যাত্রীবাহী একটি বাস একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বারী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব লাহরি মীনা বলেন, ‘শনিবার রাত ১১টা নাগাদ একটি বাস ধৌলপুর থেকে জয়পুর যাচ্ছিল। সেটি সুনিপুর গ্রামের কাছে এলে দুর্ঘটনাটি ঘটে।’
আরও পড়ুন: বিহারে বিষাক্ত মদ্যপানে নিহতের সংখ্যা বেড়ে ৩৫
ভুক্তভোগীরা ধৌলপুরে তাদের আত্মীয়ের বাড়িতে একটি প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিলেন জানিয়ে তিনি আরও বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩৪ দিন আগে
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
দেশটির পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) সকালে শপথ বাক্য পাঠ করেন ৭৩ বছর বয়সী সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন তিনি।
সুবিয়ান্তোর শপথ গ্রহণ উপলক্ষে ব্যানার ও বিলবোর্ড ভরে যায় রাজধানী জাকার্তার সড়ক। এরপর হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত ১১
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবিয়ান্তো। প্রেসিডেন্ট নির্বাচনে দুবার উইদোদোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ২০১৪ ও ২০১৯ সালের উভয় নির্বাচনেই উইদোদোর কাছে হারেন তিনি।
তবে ২০১৯ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর সুবিয়ান্তোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন উইদোদো। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রানিং মেট হিসেবে উইদোদোর ছেলে জিবরান রাকাবুমিং রাকাকে বেছে নিয়েছেন সুবিয়ান্তো।
উদ্বোধনী ভাষণে প্রাবোও ইন্দোনেশিয়ার সব নাগরিককে সেবা দেওয়ার করার অঙ্গীকার করেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা সবকিছুর ঊর্ধ্বে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেব।
৪৩৪ দিন আগে
ফিলিপাইনে ৭ সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সাত সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে।
দেশটির পশ্চিম মিন্দানাও কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম গঞ্জালেস বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের পারাং শহরের একটি প্রত্যন্ত দ্বীপে পানির মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গঞ্জালেসের দাবি, নিহত বন্দুকধারীরা স্থানীয় দুটি বিবাদমান গোষ্ঠীর সদস্য।
সংঘর্ষস্থল থেকে গোলাবারুদসহ একটি এম৬০ মেশিনগানও উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
৪৩৫ দিন আগে
কিরগিজস্তানে তুষারধস, ৬ লাশ উদ্ধার
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে তুষারধসের পর নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।
এর মধ্যে, শুক্রবার (১৮ অক্টোবর) তিনজন এবং শনিবার সকালে আরও তিনজনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, উদ্ধারকারীরা জানিয়েছিলেন, গত ৯ অক্টোবর ১৪ জনের একটি দল জালাল-আবাদ অঞ্চলের চাটকল জেলার পাহাড়ি এলাকায় ঔষধি গাছের চারা সংগ্রহ করতে যায়। রবিবার তুষারধসের কারণে নিখোঁজ হওয়ার পরে বুধবার আটজনকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীরা।
আরও পড়ুন: কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
৪৩৫ দিন আগে
জাপানের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা হামলা, গ্রেপ্তার ১
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির টোকিওর কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কয়েকটি আগুনবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি এবং সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকেসহ দেশটির অন্যান্য গণমাধ্যম এই খবর প্রচার করেছে।
টোকিও পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি তার গাড়ি চালিয়ে পাশের বেড়ার ভিতরে ঢুকে পড়েন। তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: জাপান সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
সন্দেহজনক তহবিল এবং কর ফাঁকির সঙ্গে জড়িত একটি ঋণের কিস্তির অর্থ কেলেঙ্কারির কারণে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জনগণের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে।
শনিবারের হামলার বিষয়ে দলটি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের কাছে সব প্রশ্নের জবাব নেওয়ার পরামর্শ দিয়েছে।
আগামী ২৭ অক্টোবর পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট অনুষ্ঠিত হবে। কিছু কলঙ্কিত রাজনীতিবিদ ক্ষমতাসীন দলের আনুষ্ঠানিক সমর্থন হারালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলটি নতুন ভাবমূর্তি তুলে ধরার আশায় সম্প্রতি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। তবে জনমত জরিপে তাদের জনপ্রিয়তা কমতে দেখা যাচ্ছে। যদিও বিভক্ত বিরোধীদের কারণে আসন্ন নির্বাচনে তারা নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে কিনা তা এখনি বলা যাচ্ছে না।
কিছু প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, যা জাপানি সংস্কৃতিতে তুলনামূলকভাবে বিরল।
লিবারেল ডেমোক্র্যাটরা গত কয়েক দশক ধরে প্রায় অবিচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে জাপান একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ায় তাদের নেতৃত্বকে কৃতিত্ব দেওয়া হয়।
২০২২ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের এক প্রার্থীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আবের হত্যাকারী একটি হাতে তৈরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলেছিল, তিনি আবের প্রতি বিরক্ত হয়েছেন। কারণ তার মা পরিবারের সমস্ত অর্থ ইউনিফিকেশন চার্চে দিয়েছেন। আবে সেই চার্চের সঙ্গে যুক্ত বলে মনে করেছিলেন ওই হত্যাকারী। ক্ষমতাসীন দলের কিছু রাজনীতিবিদের সঙ্গে অনেকের এ ধরনের সম্পর্ক এখনো অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টায় শান্তিতে নোবেল পেল জাপানের নিহন হিদানকিও
৪৩৬ দিন আগে