এশিয়া
নেপালে বন্যা-ভূমিধসে ৬৬ জনের মৃত্যু, আবারও অনেক নিখোঁজ
নেপালে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৬৯ জন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি সাংবাদিকদের বলেন, সারা দেশে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মধ্যে ৩৪ জনই রাজধানী কাঠমান্ডুতে মারা গেছেন।
হিমালয়ের দেশটিতে ৬০ জন আহত হয়েছেন এবং ৩ হাজার ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনীসহ দেশের সব বিভাগের নিরাপত্তা বাহিনীকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃষ্টিপাতে ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।
তিওয়ারি বলেন, ভূমিধসের কারণে কাঠমান্ডুকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী মূল পৃথ্বী মহাসড়কসহ তিনটি মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সড়কগুলো চালুর চেষ্টা করার জন্য ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৬
সরকার সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।
এছাড়া মহাসড়কে রাতে বাস চলাচল নিষিদ্ধ করা হয় এবং গাড়ি চলাচলকে নিরুৎসাহিত করা হয়। নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক সাংবাদিকদের বলেন, কর্মকর্তারা এখনও বন্যার প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
রমেশ লেখক বলেছেন, ‘সরকারের এখন অগ্রাধিকার হচ্ছে লোকজনকে উদ্ধার করা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করা।’
নদীর উপচে পড়া পানিতে কাঠমান্ডুর কিছু অংশ প্লাবিত হয়েছে। এতে অনেক বাড়িঘরের বাসিন্দারা উপরের তলায় চলে যেতে বাধ্য হয়েছেন। শহরের দক্ষিণ দিকের বিস্তীর্ণ এলাকা বেশিরভাগই প্লাবিত হয়েছে। বাড়ি থেকে বের হতে না পারা চারজনকে উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়।
কাঠমান্ডুর বেশিরভাগ অংশ কিছু সময়ের জন্য বিদ্যুৎ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল।
বর্ষা মৌসুমেযা ভারী বৃষ্টিপাত হয়। মূলত এটি জুনে শুরু হয়ে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হয়।
আরও পড়ুন: নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৯, আহত ৩৬
৪৫৬ দিন আগে
ভারতে তৃতীয় ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত
শুক্রবার ভারতে আরও একজনের শরীরে মাঙ্কিপক্স (এমপক্স) শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
রাষ্ট্র পরিচালিত সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিওর (এআইআর) তথ্য অনুসারে, কেরালায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে এখন পর্যন্ত এটি দ্বিতীয় শনাক্তের ঘটনা।
সূত্রের খবর, বিদেশ থেকে কোচিতে ফেরা ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ফ্লুইড পরীক্ষা করে এমপক্সের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: এমপক্স ভ্যাকসিনের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার তিরুবনন্তপুরমে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন কেরালার স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।
তিনি বলেন, যাদের উপসর্গ রয়েছে তাদের নিশ্চিত করতে হবে যে ভাইরাসটি অন্যদের মধ্যে যেন ছড়িয়ে না পড়ে।
জর্জ বলেন, ‘বিদেশ থেকে যারা আসছেন, তাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য দপ্তরকে জানানো।
সোমবার কেরালার মালাপ্পুরম জেলার ৩৮ বছরের এক ব্যক্তির শরীরে এমপক্স ক্লেড ১বি স্ট্রেন ধরা পড়ে।
এর আগে দিল্লিতে যার শরীরে এমপক্স শনাক্ত হয়,, তিনি হরিয়ানার হিসারের ২৬ বছর বয়সী এক বাসিন্দা। পশ্চিম আফ্রিকান ক্লেড ২ স্ট্রেন শনাক্ত হয় তার শরীরে।
আরও পড়ুন: এমপক্স প্রতিরোধে দেশের প্রবেশ পথ-বিমানবন্দরে নতুন নির্দেশনা
৪৫৬ দিন আগে
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৯, আহত ৩৬
নেপালে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শনিবার দুপুর পর্যন্ত অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩৬ জন আহত হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সৃষ্ট বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে আরও অন্তত ৪৪ জন নিখোঁজ রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ হাজার ২৫২ জনকে উদ্ধার করেছে পুলিশ।
কারকি বলেন, ‘মোট হতাহতদের মধ্যে ৩৪ জনই কাঠমান্ডু উপত্যকার তিনটি জেলার বাসিন্দা। এ ঘটনায় উপত্যকায় আরও অন্তত ১৭ জন নিখোঁজ এবং ১৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৬
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগের কারণে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী মহাসড়কসহ প্রায় সব মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
উদ্ধার অভিযানে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার।
গত ১০ জুন থেকে শুরু হওয়া এ বছর বর্ষা মৌসুমে নেপালে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
৪৫৬ দিন আগে
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, আহত ৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
উত্তর ওয়াজিরিস্তানের পুলিশ সূত্র জানায়, মারি পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কর্মীদের বহনকারী চার্টার্ড হেলিকপ্টারটি শেওয়া ক্যাম্পের দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ছয়জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর উদ্ধারকর্মী ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
আরও পড়ুন: পাকিস্তানে পোলিও কর্মসূচির কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলা, আহত ৯
৪৫৬ দিন আগে
দিল্লিতে ঘর থেকে এক পরিবারের ৫ জনের লাশ উদ্ধার
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের একটি বাড়ি থেকে বাবা ও চার মেয়েসহ অন্তত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির রংপুরি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স পঞ্চাশের কোঠায় এবং মেয়েদের বয়স আট থেকে ১৮ বছরের মধ্যে।
পুলিশের ধারণা, ঘটনাটি অন্তত তিন-চার দিন আগের। বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা এটি।
আরও পড়ুন: ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
৪৫৬ দিন আগে
জাপানের ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হলেন ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ ইশিবা
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচনে শিগেরু ইশিবা জয়লাভ করেছেন।
২১৫ ভোট পেয়ে পঞ্চমবারের মতো এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৭ বছর বয়সী এই আইনপ্রণেতা। নির্বাচনে ১৯৪ ভোট পাওয়া তার নারী প্রতিদ্বন্দ্বী সানায়ে তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।
নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, এলডিপির মধ্যে আস্থা ও ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় পূর্ণ প্রচেষ্টা থাকবে। দলকে এমনভাবে পুনর্গঠন করা হবে যা নম্র, ন্যায্য ও স্বচ্ছ, যেখানে নিয়ম মেনে চলা হয় এবং জনগণ নেতাদের জবাবদিহি করতে পারে।
প্রতিনিধি পরিষদের সম্ভাব্য বিলুপ্তির বিষয়ে ইশিবা ইঙ্গিত দিয়ে বলেন, (দেশে) একটি জাতীয় নির্বাচন প্রয়োজন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলগুলোর সঙ্গে মূল বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।
আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে জাপানের ইশিকাওয়ায় নিহত ৯
এ সময় প্রকৃত মজুরি বৃদ্ধি ত্বরান্বিত করা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর পদক্ষেপের ওপর জোর দিয়ে তিনি জাপানের জনসংখ্যা হ্রাসকে একটি বড় উদ্বেগ হিসেবে তুলে ধরেন এবং আঞ্চলিক পুনরুত্থানের দিকে মনোনিবেশ করেন।
জাপানে পার্লামেন্টের উভয় কক্ষে এলডিপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলের নতুন প্রধান হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার নির্বাচিত হওয়া একপ্রকার নিশ্চিত। প্রধানমন্ত্রী হলে তিনি ক্ষমতাসীন ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন, যার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
কিশিদার উত্তরসূরী হিসেবে অপ্রদর্শিত আয় এবং রাজনৈতিক তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত কেলেঙ্কারির পর রাজনীতিতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা হবে ইশিবার অন্যতম কাজ।
৪৫৭ দিন আগে
ইন্দোনেশিয়ার সুমাত্রায় খনি ধসে নিহত ১৫, নিখোঁজ ২৫
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিধসে অন্তত ১৫ শ্রমিক নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে সুমাত্রার সোলোক অঞ্চলের নাগারি সুঙ্গাই আবুতে এ ঘটনা ঘটে।
সোলোক দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১৫ জন খনি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
তার মতে, ক্ষতিগ্রস্থদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ভারী সরঞ্জামসহ আরও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার গোরোনটালো প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
অবৈধ খনিগুলোর কারণে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়াজুড়ে বিগত বছরগুলোতেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
জুলাই মাসে পূর্বাঞ্চলীয় গোরোনটালো প্রদেশে অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসে ২০ জনেরও বেশি লোক নিহত হয়। ওই ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।
৪৫৭ দিন আগে
ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি ধর্মীয় উৎসবে স্নান করার সময় ডুবে গিয়ে ৩৭ শিশুসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জীবিতপুত্রিকা উৎসবের অংশ হিসেবে লোকজন পবিত্র স্নান করতে রাজ্য জুড়ে নদী ও পুকুরে জড়ো হয়েছিল।
বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানান, বুধবার উৎসব চলাকালীন রাজ্যের ১৫টি জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।
৪৫৮ দিন আগে
মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত চারজন নিহত হয়েছেন।
বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের ফলে রাস্তায় বন্যা দেখা দেয় এবং শহরটি স্থবির হয়ে পড়ে। তীব্র জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্ধেরি পূর্ব শহরতলিতে ভারী বৃষ্টিপাতের কারণে উপচে পড়া নর্দমায় ৪৫ বছর বয়সী এক নারী ডুবে মারা গেছেন। তাকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। রায়গড়ের আরও এক নারী জলপ্রবাহে ডুবে মারা যান এবং কল্যাণে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মুম্বাইয়ের কিছু অংশে প্রায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে সেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় যা যানজটের সৃষ্টি করে। ফলে শত শত যাত্রী রাস্তায় আটকা পড়েন। বৃষ্টির জেরে সেন্ট্রাল রেলওয়ে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে বুধবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে আগত ১৪টি বিমানকে ফিরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানগুলোকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়নি।
৪৫৮ দিন আগে
ভারী বৃষ্টিপাতে জাপানের ইশিকাওয়ায় নিহত ৯
জাপানের ইশিকাওয়া প্রদেশের একটি নদীর কাছ থেকে এক নারীকে উদ্ধার করার পর রেকর্ড বৃষ্টিপাতের কারণে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: জাপানের হোক্কাইডো উপকূলে ৬.৮ মাত্রার ভূমিকম্প
বছরের শুরুতে বড় ভূমিকম্পের কবলে পড়ার পর গত ২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইশিকাওয়াতে রেকর্ড বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সেখানে সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএইচকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ওয়াজিমা, সুজু ও নোটো শহরের ৪৬টি স্থান যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বন্যায় বিদ্যুৎ বিভ্রাট ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ হাজার ২১৬টি পরিবার সুপেয় পানির সংকটে ভুগছে।
৪৫৯ দিন আগে