এশিয়া
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত বেড়ে ২২৬
ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগি ও এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অন্তত ২২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশটিতে আরও অন্তত ১০৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাও কাই প্রদেশের নু গ্রামে ৪৭ জনসহ মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে নিখোঁজ রয়েছেন আরও ৮১ জন।
এছাড়া কাও বাং প্রদেশে ৪৩, ইয়েন বাই প্রদেশে ৪২ ও কোয়াং নিনহ প্রদেশে আরও ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে রাজধানী হ্যানয়ের রেড নদীতে বন্যার পানি ধীরে ধীরে সতর্কতা স্তর ২ এর নিচে এবং সতর্কতা স্তরের ১ এর ওপর নেমে গেছে।
উত্তরাঞ্চলীয় এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি।
আরও পড়ুন: ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে নিহত ১৯৭, নিখোঁজ ১২৮
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুনের আঘাত কাটিয়ে উঠতে এবং শিগগিরই স্থানীয়দের জীবনযাত্রা স্থিতিশীল করতে ওই অঞ্চলজুড়ে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে।
ভিয়েতনাম নিউজ জানিয়েছে, টাইফুন ইয়াগির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য অংশীদার দেশ ও সংস্থাগুলোর তৈরি আন্তর্জাতিক ত্রাণ ভিয়েতনামে পৌঁছে দেওয়া হচ্ছে।
৪৭২ দিন আগে
গুজরাটে রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পশ্চিমে কচ্ছ জেলার বেশ কয়েকটি গ্রামে এই ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
চিকিৎসকরা এখনো সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেননি। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দেওয়ার পরপরই রহস্যজনক এই জ্বরের ঘটনা আসতে শুরু করে।
আরও পড়ুন: বন্যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৭ লাখ
স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, কচ্ছের লাখপত ও আবদাসার সাতটি গ্রামে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর এই রোগের কারণ খুঁজে বের করতে তৎপর রয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, রহস্যজনক এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ ছিল।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৬০ জনের রহস্যজনক জ্বর শনাক্ত হয়েছে।
কচ্ছের জেলা কালেক্টর অমিত অরোরাকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিউমোনিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
অরোরা বলেন, ‘দূষণ থেকে এসেছে বলে মনে হচ্ছে না। এমনকি এটি কোনো সংক্রামক রোগ বলেও মনে হচ্ছে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, এইচ১এন১ সোয়াইন ফ্লু ও নিউমোনিয়ার বিরুদ্ধে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের টিম এ বিষয়ে বিশেষ নজর রাখছে।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
ইতোমধ্যে ১১টি লাশের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠিয়েছেন কর্মকর্তারা। দু-একদিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বলে জানান আরোরা।
এই মৌসুমে কচ্ছ জেলায় গুজরাটের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৯০ মিলিমিটার হয়েছে যা দেশটির গড় বৃষ্টিপাতের ১৮৪ শতাংশ।
৪৭২ দিন আগে
ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে নিহত ১৯৭, নিখোঁজ ১২৮
ভিয়েতনামে টাইফুন ইয়াগি এবং এর ফলে ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৯৭ জন নিহত ও ১২৮ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানায় ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানে এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজধানী হ্যানয়ে আঘাত হানে।
টাইফুন ইয়াগি রেড নদীর তীরবর্তী অন্যান্য প্রদেশেও আঘাত হানে যার ফলে সোমবার একটি সেতু ধসে পড়ে।
টাইফুনে ক্ষতিগ্রস্ত ৫টি প্রদেশকে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
৪৭৩ দিন আগে
আতশবাজি নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভারতের রাজধানী দিল্লিতে আতশবাজি উৎপাদন, মজুদ, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণা করেছেন।
তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এই সময়ের মধ্যে অনলাইনে বাজি বিক্রি, এমনকি ডেলিভারিও নিষিদ্ধ থাকবে।
রাইয়ের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শীতের মৌসুমে দিল্লিতে বায়ুদূষণ বৃদ্ধির আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টানা পঞ্চম বছর দেশটির রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করার ঘটনা এটি।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
আগামী ১ নভেম্বর উদযাপিত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলির সময়ও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিবৃতিতে জানানো হয়ে। দীপাবলি উপলক্ষে ভারতের মানুষ সাধারণত আতশবাজি ফাটায়। জনগণকে দীপাবলিতে আতশবাজি ফাটানো এড়াতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম।
৪৭৩ দিন আগে
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত বেড়ে ১৪১, নিখোঁজ ৫৯
টাইফুন ইয়াগি এবং এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ভিয়েতনামে এখন পর্যন্ত ১৪১ জন নিহত ও ৫৯ জন নিখোঁজ হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ২৯ জন কাও বাং প্রদেশের, ৪৫ জন লাও কাই প্রদেশের এবং ৩৭ জন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা।
ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তুয়েন কুয়াং প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে যে, নদীর পানি বেড়ে যাওয়ায় কুয়েত থাং কমিউনের মধ্য দিয়ে প্রবাহিত লো নদীর বাঁধ ভেঙে গেছে।
বুধবার ভোরে জাতীয় হাইড্রো-আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানায়, দেশটির রাজধানী হ্যানয়ের রেড নদীতে বন্যার স্তর তিন সতর্কতা স্তরের মধ্যে ২ স্তর ছাড়িয়ে গেছে। বুধবার দুপুরে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।
অন্যদিকে থাও নদীর পানির স্তর বেড়ে গিয়ে আরও কয়েকটি অঞ্চলে বন্যা হতে পারে বলে বুধবার সকালে সতর্কতা জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং। উত্তরাঞ্চলের নদীগুলোতে বন্যার পানি বেড়ে যাওয়ার বিষয়েও সতর্ক করেছে কেন্দ্র।
এছাড়াও পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চলের নদী তীরবর্তী নিচু এলাকায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে এবং পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।
৪৭৪ দিন আগে
শ্রীলঙ্কায় ‘আর্থিক স্থিতিশীলতা তহবিল’ গঠনের প্রস্তাব অনুমোদন
দেশের নাজুক আর্থিক অবস্থা পরিবর্তনে প্রাথমিকভাবে এক বিলিয়ন শ্রীলঙ্কান রুপি (৩.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ নিয়ে একটি ‘আর্থিক স্থিতিশীলতা তহবিল’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা।
শ্রীলঙ্কা সরকারের তথ্য বিভাগ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
এদিন তহবিল গঠনের অনুমোদন চেয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশটির আর্থিক প্রতিষ্ঠানের অভিভাক এ সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো সংকট ব্যবস্থাপনা কাঠামোর অধীনে ব্যাংক রেজ্যুলেশন ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণকে জরুরি অগ্রাধিকার দেওয়া উচিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর
দেশটির তথ্য বিভাগের মতে, ব্যাংকিং (বিশেষ বিধান) আইনের অধীনে রেজ্যুলেশন উদ্দেশ্যগুলোর বাস্তবায়ন নিশ্চিত এবং এর দ্বারা প্রদত্ত রেজ্যুলেশন পদ্ধতিগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি আর্থিক স্থিতিশীলতা তহবিল প্রতিষ্ঠা করা উচিত।
এডিবির অর্থায়নে পরিচালিত আর্থিক খাতে স্থিতিশীলতা ও সংস্কার কর্মসূচির আওতায় চলতি বছর শ্রীলঙ্কা ২০ কোটি মার্কিন ডলার ঋণ পাবে বলে আশা করা হচ্ছে।
৪৭৪ দিন আগে
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরও অন্তত তিনজন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ২৪৩ কিলোমিটার উত্তর-পূর্বে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম রোডে প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্যাম সিং রানা বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেদারনাথ রুটে চলাচলকারী যাত্রীদের সন্ধ্যার পর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ভারতের লখনৌতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
খারাপ আবহাওয়া ও পাহাড়ের ঢাল থেকে পাথর সরে যাওয়ার কারণে সোমবার রাতে ওই এলাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে মঙ্গলবার সকালে ফের তা শুরু হয়।
কর্মকর্তাদের মতে, ক্রমাগত পাথর পড়ার কারণে বিপাকে পড়েছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
৪৭৪ দিন আগে
সুপার টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৬৪
ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগি ও এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশটিতে আরও অন্তত ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
দেশটির পার্বত্য প্রদেশ কাও বাংয়ে ১৯ জন নিহত হয়েছে। ওই অঞ্চলে নিখোঁজ রয়েছে আরও ৩৬ জন। এছাড়া লাও কাই প্রদেশে ১৯ জন, ইয়েন বাই প্রদেশে ২২ জন, কোয়াং নিনহ প্রদেশে ৯ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, রাজধানী হ্যানয়, হাই ফং শহর, হোয়া বিনহ, হাই ডুয়ং, লাং সন, তুয়েন কুয়াং, হা গিয়াং ও লাই চাউ প্রদেশে বাকিরা নিহত হয়েছেন।
আরও পড়ুন: টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৫, নিখোঁজ ৩৯
মন্ত্রণালয়ের ডাইক ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, শক্তিশালী বাতাসের আঘাতে উপকূলীয় কোয়াং নিনহ ও হাই ফং শহরের ৪৮ হাজার ৩৩৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটির উত্তরাঞ্চলে পানির স্তর বাড়তে পারে। সেইসঙ্গে বেশ কয়েকটি নদীর পানি সর্বোচ্চ সতর্কতা স্তরে পৌঁছাতে পারে।
৪৭৪ দিন আগে
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৫, নিখোঁজ ৩৯
সুপার টাইফুন ইয়াগি এবং এর পরবর্তী বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৩৯ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, টাইফুনের আঘাতে ৭৫২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩৬ জন কোয়াং নিনহ প্রদেশের আর হাই ফং সিটির ৮১ জন।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে লাও কাই ও ইয়েন বাই প্রদেশে থাও নদীর পানির স্তর রেকর্ড ভেঙে এক মিটার ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: সুপার টাইফুন ইয়াগি: ভিয়েতনামের উত্তরাঞ্চলে নিহত ৯, আহত ১৮৬
রাজধানী হ্যানয়েতে বুই ও কাউ নদীর পানি বেড়ে সর্বোচ্চ সতর্কতা স্তর তৃতীয় স্তরে পৌঁছেছে।
সোমবার রাত থেকে হ্যানয়ের রেড নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের অনেক এলাকা প্লাবিত হয় বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ এজেন্সি।
টাইফুনে ক্ষতিগ্রস্ত ৫টি প্রদেশকে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
আরও পড়ুন: সুপার টাইফুন ইয়াগি: ফিলিপাইনের ১৫ জেলে নিখোঁজ
৪৭৫ দিন আগে
পাকিস্তানে পোলিও কর্মসূচির কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলা, আহত ৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানি তালেবানের সাবেক শক্ত ঘাঁটিতে রাস্তার পাশে পুতে রাখা বোমা দিয়ে নিরপত্তাকর্মীদের গাড়িতে হামলায় ছয় কর্মকর্তা ও তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
নিরাপত্তা কর্মীদের গাড়িটি পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনাকারী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের বহন করছিল।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা দক্ষিণ ওয়াজিরিস্তানে সোমবার (৯ সেপ্টেম্বর) এই হামলায় কোনো পোলিও কর্মসূচি বাস্তবায়নকারী কর্মী আহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহরির সরফরাজ।
আরও পড়ুন:পাকিস্তানে ৪ আত্মঘাতী বোমা হামলাকারী নিহত
তিনি বলেন, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তানে পোলিও রোধ প্রচারণা প্রতিনিয়ত সহিংসতার শিকার হয়ে আসছে। পোলিও টিকাদান কর্মসূচিকে শিশুদের বন্ধ্যাকরণের একটি পশ্চিমা ষড়যন্ত্র দাবি করে সন্ত্রাসীরা টিকাদানকারী দল এবং তাদের সুরক্ষার জন্য নিযুক্ত পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
পাকিস্তান ৩ কোটি শিশুকে পোলিও টিকা দেওয়ার অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল। জানুয়ারি থেকে পাকিস্তানে ১৭টি নতুন হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনা দেশটিতে পোলিও নির্মূলের কয়েক দশকের প্রচেষ্টাকে বিপন্ন করেছে।
পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে পোলিওর বিস্তার কখনোই বন্ধ হয়নি।
সম্ভাব্য প্রাণঘাতী, পক্ষাঘাতগ্রস্ত রোগটি বেশিরভাগ ৫ বছরের কম বয়সী শিশুদের আক্রমণ করে এবং সাধারণত দূষিত পানির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে সমাবেশ
৪৭৫ দিন আগে