চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত ২, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আসিফুজ্জামান।
নিহতরা হলেন— নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের তানভীর (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হলেন— সিএনজি চালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২) রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।
আরও পড়ুন: সিলেটে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা করে চালকসহ ছয়জন জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক দুজনকে মৃত ঘোষণা করেন।
এসআই আসিফুজ্জামান জানান, অজ্ঞাত গাড়িটির চাপায় দুজন নিহত হয়েছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৬৪ দিন আগে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, তৈয়ব বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে যান। ফেরার পথে ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক জানান, আহত ব্যক্তিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২৬৫ দিন আগে
আরসাপ্রধানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবানের আদালতে হাজির করা হয়।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ডিজিএফআই সদস্য হত্যা মামলা ও হামলার ঘটনায় দুটি মামলার আসামি আতাউল্লাহ জুনুনি। তাকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল ও আমলি আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, ৩ আসামি কারাগারে
দুটি মামলায় তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তবে আদালত থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাকানের জমি আমাদের। খুব শিগগিরই রোহিঙ্গারা আরাকানের জমি ফিরে পাবেন।’
গত ১৯ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন বৈঠক করার সময় জুনুনিসহ ১০ জনকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে ডিজিএফআই সদস্য হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।
২৬৫ দিন আগে
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ-সমাবেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার।
রবিবার (৬ এপ্রিল) বাদ যোহর ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনি রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে বের হয়ে খেজুর চত্বর, শহীদ মিনার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ’ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ’জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ’এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? ‘আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের পুরোনো ঐতিহ্য।
২৬৭ দিন আগে
উখিয়ায় জমির বিরোধে সংঘর্ষ, ৩ ভাই-বোন নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সকালে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
আরও পড়ুন: মাগুরায় দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত
তিনি বলেন, তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছেন। বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।
এ বিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি পরে বিস্তারিত জানানো হবে।
২৬৭ দিন আগে
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পলাতক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার, টেবিল ভাঙচুর ও লেপ তোশকে অগ্নিসংযোগ করে। এছাড়া বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
আরও পড়ুন: বরগুনায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আছরের নামাজের পর একদল যুবক ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবেনা’ শ্লোগান দিতে দিতে মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করেন। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।
২৬৭ দিন আগে
লোহাগাড়ায় সড়কে নিহত বেড়ে ১১, শিশু আরাধ্যাকে ঢাকায় স্থানান্তর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রেমা ইসলাম নামের একজন মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হল।’
এর আগে বুধবার (২ এপ্রিল) সকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১০ জন।
এছাড়া বর্তমানে এ ঘটনায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জনের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন শিশু আরাধ্যা ও হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে আছেন দুর্জয় কুমার বিশ্বাস।
এদিকে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে আহত শিশু আরাধ্যা বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৭, আহত ১২
শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসকদের পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী বলেন, ‘শিশুটির মাথায় আঘাত লেগেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। দুই পায়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে।’
‘তাকে আইসিইউতে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়,’ বলেন তিনি।
২৬৯ দিন আগে
লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় উপজেলার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের সঙ্গে দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্র একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: ঈদমেলায় ফুচকা খেয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
‘হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
তিনি বলেন, নিহতরা সবাই হায়েস গাড়ির যাত্রী ছিলেন। গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
২৭১ দিন আগে
পর্যটকে টইটম্বুর কক্সবাজার
৯ দিনের ছুটিতে পর্যটকে টইটম্বুর কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সৈকতের নোনাজলে গা ভেজাতে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকরা।
ঈদের পরদিন থেকে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। ঈদের আনন্দ উপভোগ করতে পর্যটকরা ভিড় জমিয়েছেন সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্টসহ আশপাশের পর্যটন স্পটগুলোতে।
পর্যটকের কেউ কেউ সাগরের ঢেউয়ে শরীর ভিজিয়ে টিউব নিয়ে সাঁতার কেটে উপভোগ করছেন স্বচ্ছ সাগরের জলরাশি।
আবার অনেকেই জেড স্কিতে চড়ে ঘুরে আসছেন ঢেউয়ের তালে তালে। বালিয়াড়িতে ঘোরাফেরা, কিটকট চেয়ারে বসে সাগরের শীতলতা উপভোগেও ব্যস্ত ছিলেন অনেকে। ঈদ উৎসব ঘিরে কক্সবাজার সৈকতে ছিল সব বয়সী মানুষের আনন্দ-উল্লাস।
এদিকে কক্সবাজার আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘ঈদের পরের দিন সকাল থেকে পর্যটকরা আসতে শুরু করেছে।’
‘শহরের পাঁচ শতাধিক হোটেল গেস্টহাউস, রিসোর্ট ও কটেজে ৯০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। পাঁচ শতাধিক হোটেলের দৈনিক ধারণক্ষমতা ১ লাখ ৮৭ হাজার।’
আরও পড়ুন: ঈদ পর্যটন: ঢাকায় সংকীর্ণতা, বাইরে একঘেয়ে
সমুদ্র গোসল নিরাপদ করতে কাজ করছে সী-সেইফ লাইফ গার্ড। সংস্থাটির ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আগত পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নান নিশ্চিত করতে সমুদ্র সৈকতের তিনটি জনপ্রিয় পয়েন্ট সুগন্ধা, কলাতলীও লাবণী পয়েন্টে লাইফ গার্ডের ২৭ জন সদস্য কাজ করছে। এছাড়া সমুদ্র স্নানে নেমে যাতে কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সে জন্য আগত পর্যটকদের সচেতন করা হচ্ছে।’
২৭১ দিন আগে
চট্টগ্রামে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৭, আহত ১২
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২।
বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস- মিনিবাস মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. পারভেজের ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), পদুয়া ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে মহাসড়কে বাস-মিনিবাস সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।’
২৭১ দিন আগে