চট্টগ্রাম
বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে এলাকার লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড় উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ (শনিবার) ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি সমস্যা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবরোধে দুপুর ২টা পর্যন্ত পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে। এ সময় আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় কেপিজেডের হাজার হাজার কর্মচারীর।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিক্ষোভকারীদের দাবি, হাতির সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, ‘বন বিভাগ, হাতির আক্রমণ বন্ধে স্থায়ী সমাধানের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। হাতির আক্রমণে একের পর এক মানুষ প্রাণ হারালেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
২৮১ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের অবরোধ
চট্টগ্রামের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রমিকরা এই কর্মসুচি পালন শুরু করেন।
অবরোধের কারণে নগরীর আগ্রাবাদ-বিমানবন্দর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুপাশে ও চট্টগ্রাম বন্দর এলাকায় পণাবাহী ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী পোশাককর্মী নিহত, মহাসড়ক অবরোধ
শিল্প পুলিশ জানায়, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় ও ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ (কর্মী ছাঁটাই) ঘোষণা করে। লে-অফ আইন অনুযায়ী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও তা না করায় শ্রমিক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে খবর পেয়ে শিল্প পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুপুর আড়াইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
২৮১ দিন আগে
কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে শুক্রবার (২১ মার্চ) সকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকার এর ছেলে রতন চন্দ্র সরকার।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকালে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।
আরও পড়ুন: রাজধানীতে নারী সাংবাদিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২
ভুক্তভোগী ওই ছাত্রী জানায়- বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন যুবক আমার অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও আমাকে চর থাপ্পর দিয়ে টেনে হেঁচরে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিশাচালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক তাকে ধর্ষণ করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
২৮২ দিন আগে
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ হাবিব নামে এক যুবক নিহত হয়েছেন। হাবিব নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে বুধবার (১৯ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতর ভাই বাবু বলেন, ‘হাবিব পেশায় একজন অটোরিকশাচালক। সে চনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে। পরে ওইখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
নিহত হাবিবের দুইটি সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
২৮৪ দিন আগে
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের প্রসীত খীসা গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল ৭টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত অস্তিন ত্রিপুরা স্থানীয় বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়াও তার বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নিহত ও তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন। তিনি বলেন, ‘ওই এলাকায় ইউপিডিএফয়ের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। আগে থেকে সুযোগের সন্ধানে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যান। এ সময় গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে লুণ্ঠিত মালামালসহ ডাকাত আটক
অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় পুলিশ এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
২৮৫ দিন আগে
ফেনীতে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ফেনীতে এফডিআরের টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিমের বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে শহরের একাডেমি রোডের ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে থানায় এ নিয়ে সমঝোতা হয় বলে ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে এফডিআরের টাকা তুলতে সেখানে যান জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিম। এসময় টাকা প্রদানে বিলম্ব হলে ওমর ফারুক নামে ব্যাংকের এক জুনিয়র অফিসারের ওপর ক্ষিপ্ত হন তিনি। এসময় দলীয় প্রভাব দেখিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে হুমকি ও অপদস্থ করেছেন তিনি।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, অত্যন্ত বিনয়ীভাবে তাকে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই নেওয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করে আমাকে গালিগালাজ শুরু করেন। এটি ঠিক হচ্ছে না বলাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি ব্যাংকে এলে দলীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।
আরও পড়ুন: ঝগড়া করায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা রিয়াদের সঙ্গে কথা হলে তিনি বলেন, বেশ কয়েকমাস ধরে ব্যাংকে গিয়েও এফডিআরের টাকা তুলতে পারছিলাম না। ব্যাংক কর্মকর্তারা বারবার সময় চেয়ে নিচ্ছিলেন। গতকাল টাকার জন্য সেখানে গেলে কথা কাটাকাটি হয়েছে, তাকে মারধর করিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা গেছে, ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন রিয়াদ। ভিডিওতে রিয়াদকে ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে 'ঈদের আগে টাকা দিবি, না হয় হাত ঠ্যাং ভাঙি গুড়া করি হালামু' বলতে শোনা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছে। তবে গ্রাহকের টাকা দেওয়ার চেষ্টা চলছে। সোমবার ওই ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা প্রদানের জন্য তার কাছে সময় চাওয়া হয়। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়তাবাদী রাজনীতিতে এমন কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়ে দুপক্ষ বসেছিল। তাদের মধ্যে সমোঝোতা হয়েছে।
২৮৬ দিন আগে
কুমিল্লা আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর হামলা
কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমানের আদালতে হাজিরা দিতে আসলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলার ঘটনা ঘটেছে।
অর্থ আত্মসাতের মামলায় তিনি হাজিরা দিতে আসলে সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ সময় তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বিচারক।
মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
আদালত সূত্র থেকে জানা যায়, প্রায় সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া।
অভিযুক্ত মো. আবু তাহের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ কার্যকালে উভয়ে মিলে ৪ কোটি ২৪ লাখ ৭২০ টাকা আত্মসাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়। আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের এই মামলার আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন।
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষকের বিচারের দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার
আজ দুপুরে সরাসরি তিনি এজলাসে যাচ্ছিলেন। মাক্স পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেয়।
এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। একপর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। এ সময় আইনজীবীরা তাকে হামলার চেষ্টা করলেও বিচারক চলে আসেন।
পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠান।
বেলা ৩টার কিছু সময় আগে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পড়ানো হয়।
২৮৬ দিন আগে
চট্টগ্রামের টেরিবাজারের গোডাউনে আগুন
চট্টগ্রাম মহানগরীর প্রসিদ্ধ কাপড়ের বাজার টেরিবাজারে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (১৬ মার্চ) রাত পৌনে আটটার দিকে টেরিবাজার খাজা মার্কেটের পাঁচতলা ভবনের দ্বিতীয় তালায় কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ জানান, টেরিবাজারের খাজা বিপণি নামে একটি ভবনের কাপড়ের গুদামে আগুন লেগেছিল। খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় আগুন ভয়াবহতায় রূপ নিতে পারেনি। এ জন্যই বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
২৮৭ দিন আগে
রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১
রাঙ্গামাটির মানিকছড়িতে পার্বত্যাঞ্চলের পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলার মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল চাকমা।
আরও পড়ুন: ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, আহত ৮
এই বিষয়ে ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দীন জানান, মানিকছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার আমাকে নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারব।
২৮৮ দিন আগে
খাগড়াছড়িতে লুণ্ঠিত মালামালসহ ডাকাত আটক
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মুসলিম পাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান(৩১) এবং লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের শেখ বাড়ির তছির আহম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫)।
নাঈম আল সুলতানের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ৪টি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরে চুরি, ডাকাতিসহ অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে।
আটকদের কাছ থেকে কোরাবারী ১টি, ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ২টি, ধামা ১টি, চাকু ১টি, চাপাতি ১টিসহ ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ক্লিপ চুরি, আটক ১
আটকদের তথ্যের ভিত্তিতে ডাকাতির মাধ্যমে লুণ্ঠন করা ৪টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, ২টি স্বর্ণালী বর্ণের চুড়ি, ১জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল উদ্ধার করেছে পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনৈক মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। তার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্যাদি বিশ্লেষণ করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
২৮৮ দিন আগে