রাজশাহী
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩ মে) দুপুরে মানিকুড়া-জবই বিল অঞ্চলিক সড়কের সৈয়দপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ফরহাদ ও তার দুই বন্ধু রিফাত ও শিশির মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে মোটরসাইকেল ভাড়া করে। যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন।
আরও পড়ুন: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত ও শিশির আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে রিফাত ও শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২৩৯ দিন আগে
নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বিকল হয়ে যায় বগিটি। এতে ভেতরে থাকা ২ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় হঠাৎ ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে বিকট শব্দে পুরো বগিটি চাকার ওপর আছড়ে পড়ে। পরে বিকল বগিটি রেখে বাঁকি বগি সংযুক্ত করে আধঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বিকল বগি অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মে বগিটি বিকল হলেও ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।
২৪০ দিন আগে
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে সহপাঠীদের মারধরে আহত হওয়ার আট দিন পর ইমন হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ইমন।
ইমন হোসেন (১৬) ওই গ্রামের এমদাদুল মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা চলাকালে সহপাঠীদের কয়েকজন ইমনের খাতা দেখতে চায়। তবে এতে রাজি হয়নি সে। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকালে তাকে সহপাঠীরা পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল (শুক্রবার) তার মাথায় প্রচণ্ড ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি পাশ্ববর্তী থানা সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘটেছে। এজন্য বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।’
২৪৬ দিন আগে
নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
নওগাঁর রাণীনগরে অবৈধ খাদ্যপণ্য মজুদবিরোধী অভিযানে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
এসময় জাহাঙ্গীর আলম বাবু নামের এক ধান-চাল ব্যবসায়ীর দুইটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় তার সঙ্গে রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কারিগরি খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, রাণীনগর উপজেলার একডালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ হামিদুল ইসলামসহ ওএমএস ডিলার ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান শনিবার জানান, সরকারি খাদ্যবান্ধবসহ বিভিন্ন প্রকল্পের চাল কয়েকজন অসাধু ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদে শুক্রবার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়।
তিনি বলেন, অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন।
আরও পড়ুন: ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে রাণীনগর উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জব্দ করা চালগুলো রানীনগর উপজেলা খাদ্য গুদামের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর উপজেলার যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ কয়েকজন অসাধু ব্যবসায়ী মিলে নওগাঁর রানীনগর, বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কিনে রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর এলাকায় গোডাউন ভাড়া করে সেখানে মজুদ করে রাখতেন। পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করেন। কোনো কোনো ক্ষেত্রে আবার চুক্তিবদ্ধ মিল মালিকদের মাধ্যমে এ চাল সরকারি খাদ্য গুদাম সংগ্রহ অভিযান চলাকালে সরবরাহ করা হতো বলেও অভিযোগ আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান আরও জানান, ওই দুটি গোডাউন ও চালের মালিক জাহাঙ্গীর আলম বাবুসহ যে কয়জন অসাধু ব্যবসায়ীরা এই অবৈধ মজুদের সঙ্গে জড়িত আছে, তাদের বিরুদ্ধে আজ শনিবার উপজেলা খাদ্য বিভাগ রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবে।
আরও পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
মামলার দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাবুসহ অসাধু ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে বলে জানান তিনি।
২৪৭ দিন আগে
নওগাঁয় দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী নিহত
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা আনা নগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উজ্জল বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দর থেকে ১.৫ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর হোসেন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধামইরহাট থানায় আনা হয়েছে।’
এদিকে নিহত উজ্জল হোসেনের মা নাসিমা আক্তার ও বড় চাচা জাইদুল ইসলাম ধামইরহাট থানায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
২৪৮ দিন আগে
নওগাঁয় ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত
নওগাঁয় মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন(২১) পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন(২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে পোরশা উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে ইট ভাটার রাস্তা থেকে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর এসে উঠে পড়ে। এতে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহতাবস্থায় আজিম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যায়।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমন ও আজিম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
২৪৮ দিন আগে
মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নিহত
নওগাঁর পোরশায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নাজমুল হক সুমন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আজিম উদ্দীন (২৩) নামে আরও একজন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়া সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মহল্লার মজিবর রহমানের ছেলে। গুরুতর আহত আজিম উদ্দীন (২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল ও আজিম মোটরসাইকেলে করে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়ার সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নাজমুল নিহত হন।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নওগাঁর পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘নাজমুল ও আজিমের পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
২৪৯ দিন আগে
নাটোরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন
নাটোরের গুরুদাসপুরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাউব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০২২ সালের ৩০ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের মেহেদী হাসান একই গ্রামের নবম শ্রেণীতে পড়া তার প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ব্যাংক বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ ৩ বছর বিচার কাজ চলার পর বিচারক আজ এ রায় দেন।
রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২৫১ দিন আগে
লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত ৩, রোগীর মৃত্যু
নাটোরের লালপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়ে অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এসময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী বাবা মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে লালপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোগী শিমুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মৃত ফয়জুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে মধ্যরাতের আগুনে পুড়ল ১১ দোকান, আহত ১০
আহতরা হলেন, লালপুরের নুরুল্লাপুর গ্রামের মুসার ছেলে ফজলু, তার মেয়ে ফাতেমা ও সাইফুলের ছেলে শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৫১ দিন আগে
নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
নাটোরের নলডাঙ্গায় ইজবাইক উল্টে রাকিবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মহিষমাড়ি সেতুতে তাদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাকিবের মৃত্যু হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ সড়কে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পরিবার জানায়, চালকসহ ইজিবাইকের ৫ জনই এসএসসি পরীক্ষার্থী ছিল। এক পর্যায়ে মহিষমাড়ি সেতুতে উল্টে যায়। এতে সবাই রাস্তায় ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি গিয়ে রাকিবুলের গায়ের ওপর আছরে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার বাসিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের খবর তিনি এখনো পাননি।
২৫১ দিন আগে