পরিবারের বরাত দিয়ে খবরে বলা হয়, সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ দুপুরে ব্যথা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ৪৮ বছর বয়সী সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে ২ জানুয়ারি জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করে মাথা ঘুরে পড়ে যান ‘দাদা’ হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। পরে তাকে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান। পরে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি হাসপাতাল ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি
করোনা: সপরিবারে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি
তার আগে ৫ জানুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু থেকে কলকাতার ওই হাসপাতালে সৌরভকে দেখতে আসেন দেশটির শীর্ষ কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সৌরভের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের সাথে সাক্ষাৎ ও হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানিয়েছিলেন, সৌরভ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। ২০ বছর বয়সে হৃদযন্ত্রের অবস্থা যেমন থাকে তিনি ততটাই ভালো আছেন।
‘এ ঘটনা তার স্বাভাবিক জীবনযাত্রা বা জীবনকালে প্রভাব ফেলবে না। তিনি অন্যদের মতোই সাধারণ জীবনযাপন করতে পারবেন। সৌরভ ম্যারাথনে অংশ নিতে পারবেন, বিমানও চালাতে পারবেন, এমনকি ক্রিকেট খেলায়ও ফিরে যেতে পারবেন। তার হৃদযন্ত্রে কোনো ক্ষতি ধরা পড়েনি,’ বলেছিলেন দেবী শেঠি।
আরও পড়ুন: বায়োপিকে নিজের চরিত্রে হৃত্বিককে চান সৌরভ গাঙ্গুলি!
ভারতীয় ক্রিকেট বোর্ডে চলবে সৌরভের ‘দাদাগিরি’
তিনি গণমাধ্যমকে বলেন, ‘গাঙ্গুলির ঘটনায় বিশ্ব কেঁপে উঠেছে। তার মতো ৪৮ বছর বয়সী একজন অ্যাথলেট যার কি না মদ্যপান, ধূমপান বা অন্য কোনো খারাপ অভ্যাস নেই, তেমন একজন ফিট ব্যক্তির কীভাবে হার্ট অ্যাটাক হতে পারে সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর প্রতিকার হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে, পরে কোটি-কোটি ডলারের ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে যান।
ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি গত বছর বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি