রবিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিন সেন্টারে টিকা নেন মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ।
টিকা নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।’
দেশের জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিগগিরই টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসা করে ২ বার চিঠি দিয়েছে ডব্লিউএইচও: স্বাস্থ্যমন্ত্রী
ডা. জাফরুল্লাহ মনে করেন, ‘অনেকেই টিকা নিয়েছেন। আজকে যদি প্রধানমন্ত্রী এখানে এসে টিকা নিতেন তাহলে দেশবাসী আরও বেশি সাহস পেত।’
জাফরুল্লাহ বলেন, বিএনপির নেতা-কর্মীদেরও এই টিকা গ্রহণ করা উচিত কারণ তাদেরকে এখন মাঠে দৌড়াতে হবে। তারা (বিএনপির নেতা-কর্মী) আন্দোলন করতে চাইলে তাদেরকে সবল ও সুস্থ থাকতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এটা নেয়া উচিত কেননা তার অনেক স্বাস্থ্যগত জটিলতা এবং বাতজনিত সমস্যা আছে।
আরও পড়ুন:জেলায় জেলায় চলছে টিকাদান
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, রিকশা চালক, দোকানদার, যারা বাড়িতে কাজ করেন ও দিনমজুরসহ সাধারণ মানুষ যাতে টিকা নিতে পারেন সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দরিদ্র এবং যাদের এটি নেয়ার সামর্থ্য নেই তাদের টিকা দেয়ার ব্যবস্থা আমাদের নিশ্চিত করা দরকার।
টিকা সরবরাহে সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন দেশের এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
মহামারি করোনাভাইরাস নির্মূলের লক্ষ্যে রবিবার সকালে দেশব্যাপী কোভিড-১৯ গণ টিকাদান অভিযান শুরু করেছে সরকার।
আরও পড়ুন: দেশব্যাপী ব্যাপকভাবে কোভিড টিকাদান শুরু
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করছে।
এছাড়া, দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেয়া হচ্ছে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে।
আরও পড়ুন: টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর
করোনা টিকার জন্য নিবন্ধন: ৪ ফেব্রুয়ারি প্লে-স্টোরে আসবে ‘সুরক্ষা অ্যাপ’