শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ উপস্থাপন করেন কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া।
তিনি জানান, ১৯ জুন রাত থেকে হালদা নদীতে ব্যাপক দূষণ শুরু হয়। ২০ ও ২১ জুন নদী এবং এর অববাহিকার বিলগুলোতে বিপুল পরিমাণে মাছ মরে ভেসে উঠে। এ ঘটনায় কয়েকটি সরকারি সংস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ও অন্য বিশেষজ্ঞদের সহযোগিতায় হালদা নদী রক্ষা কমিটি ২১ থেকে ২৫ জুন পর্যন্ত নদীর বিভিন্ন অংশ থেকে পানির নমুনা পরীক্ষা এবং মৃত মাছ ও নদী দূষণের উৎস সনাক্ত করার চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২১ থেকে ২২ জুন পর্যন্ত হালদা নদী থেকে সর্বোচ্চ ১৫ কেজি ওজনের মৃত মৃগেল ব্রড মাছ, ৫-৬ কেজি ওজনের আইড় এবং প্রায় আড়াই কেজি ওজনের বামোস, চিড়িং, চেউয়া, কুচিয়া, বুরগুনি মাছসহ প্রায় মৃত ১৮ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ি সনাক্ত করা হয়। হালদায় মৃত মাছগুলোর মধ্যে তলদেশীয় মাছের আধিক্য দেখা গেছে বলেও জানানো হয়।
লিখিত বক্তব্যে অধ্যাপক মনজুরুল জানান, হালদার ১১টি পয়েন্ট থেকে সংগৃহীত পানির নমুনা পরীক্ষা করা হয়েছে। সাধারণত প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বাভাবিক মাত্রা থাকে ০.০৫ মিলিগ্রাম। কিন্তু হালদার পানিতে বর্তমানে গড়ে অক্সিজেন রয়েছে মাত্র ০.০২ মিলিগ্রাম, যা মাছের বসবাস উপযোগী নয়।
এছাড়া, খন্দকিয়া খাল ও কাটা খালির মুখে স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি দ্রবীভূত অ্যামোনিয়া পাওয়া গেছে। সেই সাথে শাখা খালগুলোর মুখে এবং বিক্ষিপ্ত কিছু জায়গায় পানির ওপরের স্তরে তেল ভাসতে দেখা যায়।
হালদা রক্ষায় কমিটি ১১টি সুপারিশ উপস্থাপন করেছে। সেগুলোর মধ্যে আছে- হাটহাজারীর নন্দীর হাটে মরা ছড়া খালের বর্জ্য ডাম্পিং স্থায়ীভাবে বন্ধ করা, বিক্ষিপ্তভাবে গড়ে উঠা পোল্ট্রি খামারগুলোর দূষণ রোধ, বামনশাহী খাল পুনরায় খনন, অনন্যা আবাসিক এলাকার মূল ড্রেনেজ ব্যবস্থার সাথে বামনশাহী ও কুয়াইশ খালের সংযোগ বিচ্ছিন্ন করা, অনন্যার বর্জ্য ব্যবস্থাপনায় এসটিপি স্থাপন, শিকারপুর ও মাদার্শা এলাকার ছোট খাল ও ছড়া খনন করে পানির প্রবাহ বাধামুক্ত করা, অবিলম্বে হালদাকে পরিবেশগত বিপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা, নদী ব্যবস্থাপনায় সমন্বয়ের জন্য ‘হালদা নদী কমিশন’ গঠন এবং হালদাকে ‘জাতীয় নদী’ ঘোষণার মাধমে একে রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া।
সংগঠনের উপদেষ্টা শামসুল হক হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মুজাম্মেল, সদস্য আমিনুল ইসলাম মুন্না, হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, আশু বড়ুয়া, শ্রীধাম জলদাস, দুলাল জলদাস প্রমুখ।