প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার যৌথভাবে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রকল্পগুলো উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: সহযোগিতা বাড়াতে ঢাকা-দিল্লির ৫ সমঝোতা স্মারক সই
প্রকল্পগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে 'মিতালি এক্সপ্রেস' নামে একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা এবং কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রভবন কুঠিবাড়িতে বর্ধিত উন্নয়ন কাজের উদ্বোধন।
এছাড়া অন্যান্য প্রকল্পগুলো হলো ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে আশুগঞ্জে একটি সমাধিসৌধ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন বর্ডার হাটের ভিত্তি প্রস্তর স্থাপন।
শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিজ নিজ দেশের স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।
আরও পড়ুন: সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যের আহ্বান মোদির
মেগা উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ভারতের উপহার হিসেবে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনার টিকা হস্তান্তর করেন।