রবিবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮২০ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৫৬ হাজার ৯২১ জনে।
আরও পড়ুন: মাস্ক ব্যবহারই সমাধান হলে অবহেলার সুযোগ নেই: বিশেষজ্ঞদের মত
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৩১ হাজার ৯০২ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
আরও পড়ুন: মা আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনা হওয়ার সম্ভাবনা কম: গবেষণা
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ৬৯ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৪ লাখ ৬৬ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।
রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (২৯ লাখ ৯২ হাজারের বেশি), ফ্রান্স (২৬ লাখ ৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২২ লাখ ৬২ হাজারের বেশি) ও তুরস্ক (২১ লাখ ৩৩ হাজারের বেশি)।
আরও পড়ুন: করোনাভাইরাসের নতুন ‘ধরন’ কতটা উদ্বেগের কারণ?
মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২২ হাজার ২৬ জন)। তারপরে ইতালিতে ৭১ হাজার ৬২০ জন, যুক্তরাজ্যে ৭০ হাজার ৫১৩ জন, ফ্রান্সে ৬২ হাজার ৬৯৪ জন ও ইরানে ৫৪ হাজার ৫৭৪ জন মারা গেছেন।
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৯ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা আরও লাখো শিশুকে শ্রমে ঠেলে দিতে পারে: আইএলও, ইউনিসেফ
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জনে।
আরও পড়ুন: দেশে কোভিডের নতুন ধরন: বিশেষজ্ঞরা বলছেন চিন্তার কিছু নেই
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।