মঙ্গলবার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান ওয়েবিনার অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরও পড়ুন: নওগাঁয় ইসলামী ব্যাংক ও সান্তাহারে সোনালী ব্যাংক লকডাউন
ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ও বিশেষ আলোচক হিসেবে কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ বক্তব্য দেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ইসলামী ব্যাংকসহ কয়েকটি বাড়ি লকডাউন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
এছাড়া ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মোশাররফ হোসাইন ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহাসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের এমডি পেলেন ‘সিইও অব দ্যা ইয়ার’ পুরস্কার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের যাত্রা শুরু করে। এরপর থেকে ৪৫০টি শাখা নিয়ে এ ব্যাংকটি দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনী প্রতিষ্ঠান।