বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার মেলাপাড়া গ্রামে উভয় পক্ষের প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জ পৌর নির্বাচন: নৌকার প্রার্থীকে বর্তমান মেয়রের সমর্থন
পুলিশ জানায়, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার মেলাপাড়া গ্রামে পোস্টার লাগিয়ে তার সমর্থকদের নিয়ে একটি মিছিল সহকারে কুয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় নৌকা মার্কার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের ১৮ সমর্থক ও আওয়ামী লীগের প্রার্থী বারেক মোল্লার ছয়জন সমর্থক আহত হন।
স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: ফরিদপুর পৌর নির্বাচন: মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আ’লীগে ১৭, বিএনপির ৫
সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
সংঘর্ষে ঘটনায় আনোয়ার ও বারেক মোল্লা একে অপরের ওপর দোষ চাপিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।
সাগরকন্যা কুয়াকাটার পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ চলবে ইভিএম পদ্ধতিতে। এ পৌরসভায় মোট ভোটার আট হাজার ১২২ জন।
আরও পড়ুন : চাঁদপুর পৌর নির্বাচন: সহিংসতায় নিহত ১
পৌর নির্বাচনে মেয়র পদ পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লি, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত পাখা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে আনোয়ার হাওলাদার।
এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী রয়েছে।