শুক্রবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং বিচারিক আমলি আদালতের বিচারক শোয়াইব উদ্দিন খান এ আদেশ দেন।
এর আগে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে চাপরাশিরহাটে পুলিশের ওপর হামলা ও পুলিশি কাজে বাধা দেয়ার মামলায় আসামি দেখিয়ে আদালতে তোলা হয়।
বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে সংঘর্ষ: সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
কোম্পানীগঞ্জে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের ঢাকায় মৃত্যু
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় সাদা পোশাকের একদল লোক নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বাদলকে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন দায়িত্বশীল ব্যক্তি বা সংস্থা বাদলকে আটকের কথা স্বীকার করেনি।
৭টা ২০ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন হোয়াটস্অ্যাপের মাধ্যমে মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: বসুরহাটে ১৪৪ ধারা জারি, আটক ২৭
কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
উল্লেখ্য, গত দুই মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র মির্জা কাদেরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিরোধ চলে আসছে। এক পর্যায়ে এলাকায় দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে ২০ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও ৯ মার্চ সিএনজি চালক ও যুবলীগ কর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী, গ্রেপ্তার ১