বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বাজেট কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়। কোথা থেকে এতো বেশি রাজস্ব আদায় করবে সে বিষয়েও তারা (সরকার) বিশেষভাবে কিছু বলতে পারেনি। এমনকি তারা গত বছর তাদের রাজস্ব লক্ষ্যমাত্রার ৫০ শতাংশে পৌঁছাতে পারেনি।’
দেশ যখন করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করছে তখন এ বাজেট সময়োপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সংসদে বাজেট পাসের দু'দিন পর ফখরুল তার উত্তরার বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন ৮.২ শতাংশের উচ্চাভিলাষী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রেখে এ বাজেট পেশ করেন।
ফখরুল বলেন, সরকারের উচিত ছিল করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় মানুষের স্বাস্থ্য এবং জীবন-জীবিকা রক্ষায় মনোযোগ দিয়ে একটি সময়পোযোগী বাজেট তৈরি করা।
‘মানুষকে করোনা বিপর্যয় থেকে রক্ষা করতে বাজেটে মানবিক দিকের ওপর জোর দেয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি’, যোগ করেন তিনি।
বাজেটের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এখন কোনো কর্মসূচি ঘোষণা করা কঠিন।
নতুন বাজেটের কারণে করোনাভাইরাস পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষের দুর্ভোগ আরও বাড়বে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই বাজেট কোটি কোটি ক্ষুধার্ত মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে, যারা করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েছেন এবং এটি অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। সামগ্রিকভাবে, এ বাজেট তাদের জন্য সুযোগকে আরও প্রশস্ত করবে যারা দেশের সম্পদ লুণ্ঠনে লিপ্ত রয়েছে। এজন্য আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।’
এছাড়া করোনাভাইরাস পরীক্ষায় ফি চাপিয়ে দেয়া সরকারি পদক্ষেপেরও বিরোধিতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের সাধারণ মানুষকে করোনা পরীক্ষার ক্ষেত্রে নিরুৎসাহিত করার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।