সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: সিলেটে চালক-সহকারীর বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক, চালকের সহকারীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তথ্যমতে, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে দিরাইয়ে আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহকারী মিলে তাকে উত্যক্ত করার একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে।
আরও পড়ুন: কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টায় অন্তঃসত্ত্বা নার্স আহত
এ সময় তিনি সন্মান বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, এ ঘটনায় ওই রাতে নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা দিরাই থানার সামনে বিক্ষোভ করে।
আরও পড়ুন: টাকার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
অপরদিকে, রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে এঘটনার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এতে বক্তারা কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লালমনিরহাটে বৃদ্ধ গ্রেপ্তার
মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, আইনজীবী এ আর জুয়েল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ বক্তব্য দেন।