সোমবার খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
আরও পড়ুন: দুদকের মামলায় চট্টগ্রামের সাংবাদিকসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ
খুলনা-মোংলা রেলওয়ের জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে কামাল হোসেনের ১ কোটি ৩৪ লাখ টাকা আয় বহির্ভূত সম্পর্দ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনার সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আরওপড়ুন: ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
দুদক খুলনার আইনজীবী খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর কামাল হোসেন উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। আজ তিনি মহানগর দায়র জজ বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আরও পড়ুন: চমেক হাসপাতালের ৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক
বিচারক শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।