মঙ্গলবার দুপুরে ‘শীতার্ত মানুষকে কম্বল দাও গরীব মানুষকে বাঁচতে দাও’ এ শ্লোগান দিয়ে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
আরও পড়ুন: চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরে শ্রমিকদের বিক্ষোভ
কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নেন।
পরে ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পদক রহিদুল ইসলাম মিন্টু জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
এ সময় জেলা সিপিবির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ফিরোজা খন্দকার চামেলী, দেবীগঞ্জ উপজেলা সিবিপির সভাপতি হাসান আলী ও বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি রাম কিশোর উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তালিকাভূক্ত ক্ষেতমজুর পরিবারের সদস্যদের হাতে নগদ কম্বল বিতরণের দাবি জানানো হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ৫ দফা দাবিতে আখ চাষি ও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বোদা ও দেবীগঞ্জকে প্রেরণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় জেলায় হাজার হাজার শীতবস্ত্র বিতরণ করছে। অথচ প্রকৃত অসহায় হত দরিদ্র শীতার্তরা কম্বল পাচ্ছেন না। জনপ্রতিনিধিরা স্বজনপ্রীতি করে তাদের পছন্দের লোকজনকে সরকারের দেয়া কম্বল তুলে দিচ্ছেন। এই অবস্থায় আমরা কোনো উপায় না পেয়ে কম্বলের দাবিতে রাস্তায় নেমেছি।
আরও পড়ুন: ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার’ প্রতিবাদে ঐক্য পরিষদের বিক্ষোভ
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা নির্বহী অফিসার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলায় ২১ হাজার ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়া প্রত্যেক উপজেলায় স্থানীয়ভাবে শীতবস্ত্র সংগ্রহ করে বিতরণের জন্য ছয় লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ
জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে শীতবস্ত্রের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন নিজেরে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে ইউএনওদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।