বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ির মোড়ে অবস্থিত নির্বাচনী ক্যাম্পটির একাংশ বুধবার রাত ১২টার পর কোনো এক সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া ওই রাতে ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রামের চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেটে রাখা প্রচারণায় ব্যবহৃত একটি নৌকাও দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন: চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে জন্য লড়ছেন ৫ প্রতিদ্বন্দ্বী
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে থাকি। অথচ রাতের আধারে নির্বাচনী অফিস ও নৌকা পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’
অঅরও পড়ুন: পৌর নির্বাচন: শৈলকুপায় ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন। নির্বাচনের দুদিন আগে ঘটা এ ধরনের নাশকতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।