নিহত আল আমিন হোসেন নয়ন (২৫) ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডের পিওন।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আল আমিন বেনাপোল বন্দর গোডাউনের ৩৭ নম্বর শেডে পিওনের কাজ করতো। রবিবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। এ সময় আল-আমিনও তার ঘরে শুয়ে পড়ে। পরে তাকে কে বা কারা রাতে ডেকে নিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনার তীর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সকালে মোবাইলে জানতে পারি বেনাপোল দুর্গাপুর গ্রামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল-আমিনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।