রবিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন: যশোরে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ আটক সাত
আটকরা হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার মৃত সইবুরের ছেলে কামরুল ইসলাম (৫০) ও নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুন পাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি (৩০)।
আরও পড়ুন: ২ কেজি হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোট স্টেশন এলাকায় অভিযান চালিয়। এসময় ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ও ওমর শরীফ রনিকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
এর আগে গত ২১আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার কাউন্সিলর মোফাজ্জ্বল হোসেন ওরফে মোফাকে মহিশাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়।