বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ডিএমপি সদরদপ্তরে এক শোভাযাত্রায় তিনি বলেন, ‘আমরা ঢাকাকে এমন শহরে পরিণত করতে চাই যেখানে কেউ নারীদের হয়রানি করবে না, যেখানে ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না এবং কেউ প্রবাসীদের জমি দখল করবে না।’
তিনি পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন, কাউকে হয়রানি না করা ও মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ সদস্যদের বখশিশের অজুহাতে ঘুষ নেয়া ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে নিরুৎসাহিত করেন আছাদুজ্জামান। তিনি বলেন, পুলিশ সদস্যদের উচিত নিরীহ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহস দেয়া।
ডিএমপি প্রধান বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই যে নগরবাসীর সহায়তায় আমরা মাদক নির্মূল করব। ছিনতাইও থাকবে না। আমরা মানুষকে একটি নিরাপদ নগরী উপহার দিতে চাই।’
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে সময় লাগবে না।
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। ‘আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে যানজট সহনীয় মাত্রায় নেমে আসবে।’