তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। দেশ আমাদের সকলের। সকলের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব। এ জন্য অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।’
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শনিবার রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য কঠোর ও তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলে তৎপর রয়েছে। গত বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবার সেই ব্যবস্থাগুলো আরও জোরদার করা হয়েছে।
‘আশা করি কেউ অপচেষ্টার সাথে যুক্ত হবেন না। কোনো অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে,’ হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।