অস্ট্রেলিয়াকে আবার হারাল বাংলাদেশ। বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারায়। আফিফ ও নুরুলের ব্যাটিং নৈপুণ্যে এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
প্রথমে ব্যাটিং করে অজিরা ৭ উইকেটে ১২১ রান করে। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় টাইগাররা।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩২ রান। আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
উনিশতম ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডকে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন আফিফ। বাহাতি এই ব্যাটসম্যান ৩৭ রানে আর নুরুল ২২ রানে অপরাজিত ছিলেন।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। দুই দলই একাদশ অপরিবর্তিত রেখেছিল। ম্যাচ সেরা হয়েছেন আফিফ।
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ২৩ রানে জয়লাভ করে। এটি ছিল অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার উইকেট নিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন। এই সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট চারটি ম্যাচ খেলেছিল এবং সবগুলোতেই হেরেছে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নূরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের